কলকাতা, 22 অক্টোবর: পঠনপাঠন ছাড়া আর অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না বিশ্ববিদ্যালয়ের ওয়াই-ফাই পরিষেবা। বিশ্ববিদ্যালয়ের বিনামূল্যের ওয়াই-ফাই পরিষেবার পাসওয়ার্ড পেতে ছাত্র-ছাত্রীদের মুচলেখা দিয়ে জানাতে হবে যে তাঁরা ইন্টারনেট ব্যবহার করবেন শুধুমাত্র পঠন-পাঠনের কাজেই। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কোভিডের কারণে আজ প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। চলছে অনলাইন ক্লাস। তবে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চালু রয়েছে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ের দুস্থ পড়ুয়াদের যাতে অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় তাই এই ফ্রি ইন্টারনেট পরিষেবা। কিন্তু বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বাস্তবে নাকি দেখা যাচ্ছে যে বিনামূল্যে এই পরিষেবা পেয়ে চলছে দেদার সিনেমা ডাউনলোড, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখা, অনলাইন গেম খেলা এমনকি নীল ছবি দেখার মত অকাজও ৷
আরও পড়ুন : Coronavirus Howrah: বাড়ছে কোভিড, ব্যবস্থা নিতে একজোট জেলা প্রশাসন ও পৌরনিগম
শুধু তাই নয়, ক্যাম্পাস ছাড়িয়ে যেহেতু এই ইন্টারনেট পরিষেবা পৌঁছে যায় আশেপাশেও তাই সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার দোকানিরাও মনের আনন্দে ব্যবহার করে চলেছেন এই বিনামূল্যের ইন্টারনেট। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর পাসওয়ার্ড বদলে ফেলা হয়। এরপরেই বদলে ফেলা হয়েছে গোটা ইন্টারনেট পরিষেবা ব্যবস্থাও। এবার থেকে আবেদনের ভিত্তিতেই শুধুমাত্র স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণার কাজের জন্য পড়ুয়াদের নতুন পাসওয়ার্ড দেওয়া হবে। সহ-উপাচার্য অধ্যাপক সামন্তক দাস বলেন, "কোনও ভাবে ইন্টারনেটের আগের পাসওয়ার্ডটি চাউর হয়ে যায়। আর তারপর থেকেই পড়াশুনার বাইরে তা এত পরিমাণে ব্যবহৃত হয়ে যে কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে হল।"