ETV Bharat / state

JU Student Death: স্বপ্নদীপের মৃত্যুর পর অ্যান্টি র‍্যাগিং সেলের নয়া পোস্টার, গঠন হল তদন্ত কমিটি - অ্যান্টি র‍্যাগিং সেল

যাদবপুরে প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর পর গঠিত হল তদন্ত কিমিটি ৷ আট সদস্যের এই কমিটিকে আগামী 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে ৷

Etv Bharat
অ্যান্টি র‍্যাগিং সেল
author img

By

Published : Aug 10, 2023, 7:49 PM IST

Updated : Aug 10, 2023, 11:08 PM IST

কলকাতা, 10 অগস্ট: স্বপ্নদীপের রহস্যমৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করল যাদবপুর বিশ্ববিদ্যালয় । গঠন হল আট সদস্যের তদন্ত কমিটি ৷ এই কমিটিতে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈকত সিনহা রায়, ফিজিক্স বিভাগের অধ্যাপক দেবাশিস বিশ্বাস, সিভিল ইঞ্জিনিয়র বিভাগের অনুপম দেব সরকার , কম্পিউটার বিভাগের অধ্যাপক ডক্টর সুজিত কুমার মণ্ডল, মেডিক্যাল সুপারিনটেন্ট ডক্টর মিতালী দেব, কনভেনর ডক্টর বাপ্পা মল্লিক, এছাড়াও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একজন এবং প্রত্যেকটা ছাত্র সংগঠনের পক্ষে থেকে একজন । আগামী 15 দিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপের রহস্য মৃত্যুর ঘটনার পরে নড়ে-চড়ে বসল বিশ্ববিদ্যালয় ৷ পুরনো বোর্ডের পরিবর্তে বসল নতুন বোর্ড ৷ সেখানেই উল্লেখ করা হয়েছে, কোনও পড়ুয়া যদি হেনস্থার শিকার হয় তাহলে কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সেই সম্পর্কিত তথ্য ৷ অথচ এই জায়গাতেই এতদিন পর্যন্ত ছিল 2022-2023 শিক্ষাবর্ষের বোর্ড । স্বপ্নদীপের মৃত্যুর পর তার মামা অরূপ কুন্ডু, তাঁর ভাগ্নের মৃ্ত্যু কারণ স্বরূপ ব়্যাগিং এর অভিযোগ দায়ের করেন ৷ তার পরেই রাতারাতি বদলে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিংয়ের পোষ্টার ।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং সংস্কৃতির শিকার স্বপ্নদীপ, বলছেন পড়ুয়ারাই

নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অ্যান্টি র‍্যাগিংয়ের এর একটি পোস্টার দেওয়া হয় । তাতে যদি বিশ্ববিদ্যালয়ে কেউ হেনস্থার স্বীকার হয় তবে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিংয়ের সেলের যোগাযোগ নম্বর দেওয়া থাকে । এই ছাত্রের মৃত্যুর পরেই রাতারাতি বদলে গেল সেই পুরোনো বোর্ড । 2023-2024 এর নতুন বোর্ড বসল ক্যাম্পাস জুড়ে । সেখানেই উল্লেখ করা কোনও পড়ুয়া হেনস্থার শিকার হলে কোথায় যোগাযোগ করতে হবে ৷ তবে কেন এতদিন পর বসানো হলো এই বোর্ড ? এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে কোনরকম উত্তর মেলেনি ।আক্ষেপ বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপ আগে নিলে হয়ত মায়ের কোল খালি হতনা ৷

আরও পড়ুন: যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপের রহস্য মৃত্যু, আটক 3 আবাসিক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখন বর্তমান বড় সমস্যা হল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। রাজ্যপাল সিভি আনন্দ বোস অমিতাভ দত্তকে তিন মাসের অন্তবর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করেছিলেন । পরবর্তীকালে তাঁকে পদত্যাগ করা নির্দেশ দেয় রাজভবন । ফলে আবারও উপাচার্যহীন যাদবপুর বিশ্ববিদ্যালয় । প্রশ্ন উঠেছে তারপরেই কি অচলাবস্থায় যাদবপুর ? যেখানে র‍্যাগিংয়ের থাবা ক্রমশ নখ বার করছে ?

কলকাতা, 10 অগস্ট: স্বপ্নদীপের রহস্যমৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করল যাদবপুর বিশ্ববিদ্যালয় । গঠন হল আট সদস্যের তদন্ত কমিটি ৷ এই কমিটিতে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈকত সিনহা রায়, ফিজিক্স বিভাগের অধ্যাপক দেবাশিস বিশ্বাস, সিভিল ইঞ্জিনিয়র বিভাগের অনুপম দেব সরকার , কম্পিউটার বিভাগের অধ্যাপক ডক্টর সুজিত কুমার মণ্ডল, মেডিক্যাল সুপারিনটেন্ট ডক্টর মিতালী দেব, কনভেনর ডক্টর বাপ্পা মল্লিক, এছাড়াও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একজন এবং প্রত্যেকটা ছাত্র সংগঠনের পক্ষে থেকে একজন । আগামী 15 দিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপের রহস্য মৃত্যুর ঘটনার পরে নড়ে-চড়ে বসল বিশ্ববিদ্যালয় ৷ পুরনো বোর্ডের পরিবর্তে বসল নতুন বোর্ড ৷ সেখানেই উল্লেখ করা হয়েছে, কোনও পড়ুয়া যদি হেনস্থার শিকার হয় তাহলে কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সেই সম্পর্কিত তথ্য ৷ অথচ এই জায়গাতেই এতদিন পর্যন্ত ছিল 2022-2023 শিক্ষাবর্ষের বোর্ড । স্বপ্নদীপের মৃত্যুর পর তার মামা অরূপ কুন্ডু, তাঁর ভাগ্নের মৃ্ত্যু কারণ স্বরূপ ব়্যাগিং এর অভিযোগ দায়ের করেন ৷ তার পরেই রাতারাতি বদলে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিংয়ের পোষ্টার ।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং সংস্কৃতির শিকার স্বপ্নদীপ, বলছেন পড়ুয়ারাই

নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অ্যান্টি র‍্যাগিংয়ের এর একটি পোস্টার দেওয়া হয় । তাতে যদি বিশ্ববিদ্যালয়ে কেউ হেনস্থার স্বীকার হয় তবে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিংয়ের সেলের যোগাযোগ নম্বর দেওয়া থাকে । এই ছাত্রের মৃত্যুর পরেই রাতারাতি বদলে গেল সেই পুরোনো বোর্ড । 2023-2024 এর নতুন বোর্ড বসল ক্যাম্পাস জুড়ে । সেখানেই উল্লেখ করা কোনও পড়ুয়া হেনস্থার শিকার হলে কোথায় যোগাযোগ করতে হবে ৷ তবে কেন এতদিন পর বসানো হলো এই বোর্ড ? এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে কোনরকম উত্তর মেলেনি ।আক্ষেপ বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপ আগে নিলে হয়ত মায়ের কোল খালি হতনা ৷

আরও পড়ুন: যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপের রহস্য মৃত্যু, আটক 3 আবাসিক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখন বর্তমান বড় সমস্যা হল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। রাজ্যপাল সিভি আনন্দ বোস অমিতাভ দত্তকে তিন মাসের অন্তবর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করেছিলেন । পরবর্তীকালে তাঁকে পদত্যাগ করা নির্দেশ দেয় রাজভবন । ফলে আবারও উপাচার্যহীন যাদবপুর বিশ্ববিদ্যালয় । প্রশ্ন উঠেছে তারপরেই কি অচলাবস্থায় যাদবপুর ? যেখানে র‍্যাগিংয়ের থাবা ক্রমশ নখ বার করছে ?

Last Updated : Aug 10, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.