ETV Bharat / state

JP Nadda Slams Mamata: বাংলায় 'জঙ্গল রাজ' চলছে বলে মমতাকে পালটা খোঁচা নাড্ডার - বিজেপি সর্বভারতীয় সভাপতি

দু'দিনের সফরে রাজ্যে আছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি ৷ টানা কর্মসূচির মধ্য়েই দলের সাংসদ-বিধায়কদের সঙ্গেও দুই দফায় বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ লক্ষ্য অবশ্যই সামনের বছর লোকসভা নির্বাচন ৷ আর সেদিকে তাকিয়েই যে বিজেপি সভাপতির রাজ্য সফর, তা নিশ্চিত ৷

Etv Bharat
জগৎ প্রকাশ নাড্ডা
author img

By

Published : Aug 12, 2023, 8:06 PM IST

Updated : Aug 12, 2023, 11:07 PM IST

কলকাতা, 12 অগস্ট: কলকাতায় এসে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তির ছুড়লেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ রাজ্যে তৃণমূলের আমলে জঙ্গল রাজ চলছে বলেও শনিবার আক্রমণ করলেন নাড্ডা ৷ এদিন সরাসরি তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলান, "আমরা জানি তৃণমূল পশ্চিমবঙ্গকে কীভাবে নেতৃত্ব দিচ্ছে। রাজ্যে গণতন্ত্র বলে আর কিছু অবশিষ্ট নেই। দুঃখজনক যে, এখানে 'জঙ্গল-রাজ' আছে ৷"

দুই দিনের সফরে রাজ্যে আছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি ৷ টানা কর্মসূচির মধ্য়েই দলের সাংসদ, বিধায়কদের সঙ্গেও দুই দপায় বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ লক্ষ্য যে অবশ্যই সামনের বছর লোকসভা ভোট ৷ আর সেদিকে তাকিয়েই যে বিজেপি সভাপতির রাজ্য সফর তা নিশ্চিত ৷ সেই সঙ্গে, লোকসবা ভোটের রণকৌশলও ঠিক করে দিয়ে যাবেন নাড্ডা, এমনটাই বিজেপি সূত্রে খবর ৷ এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির সর্বভারতীয় সভাপতি 21 সালের বিধানসভা নির্বাচন এবং সম্প্রতি ঘটে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের খতিয়ান তুলে ধরে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেন। এর পাশাপাশি আগামী বছরের লোকসভা নির্বাচনে 44 শতাংশ ভোট বাড়িয়ে 35-এর বেশি আসন নিশ্চিত করা হবে বলেও বঙ্গ বিজেপির তরফে আশ্বাসও আদায় করলেন ৷

এদিন নাড্ডা বলেন, "স্বাধীনতা সংগ্রামে বাংলার অনেক অবদান আছে ৷ কিন্তু আজ বাংলা সমস্যায় পড়েছে ৷ বাংলার গণতন্ত্রকে চূর্ণ করা হচ্ছে ৷ তৃণমূল যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটাকে জঙ্গল রাজে পরিণত করা হয়েছে।" একই সঙ্গে, নাড্ডার মুখে এদিন মোদি স্তুতিও শোনা গিয়েছে ৷ তিনি বলেন, "যদি জনগণের পক্ষে, গরিবের পাশে এবং কোনও সুদৃঢ় সরকার থেকে থাকে, তবে তা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে হত্যা ও চূর্ণ করেছেন।"

এদিন কলকাতায় সাইন্স সিটি অডিটোরিয়ামে এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রাথীদের সম্বর্ধনা দেন জেপি নাড্ডা। এদিনের এই অনুষ্ঠানে জয়ী বিজেপি প্রার্থী ছাড়াও পরাজিত এবং আক্রান্ত প্রায় এক হাজার জন প্রার্থী এবং তাঁদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানে। এদিন কোলাঘাটের কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকেই রাজ্যের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন। আর তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অডিও বার্তার মাধ্যমে পালটা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন ৷ আর এদিন বিকালে মমতাকে পালটা চ্যালেঞ্জ করে নাড্ডা বলেন, "আর কত প্রমাণ চান দিদি? এই রাজ্যে সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। আর কিছুই বাকি নেই। কিন্তু মমতা সরকার বলছে যে কোনও দুর্নীতি হয়নি। এঁদের সবাই জেলে। তৃণমূলের পরের ক্যাবিনেট বৈঠকও জেলেই হবে। আর মমতা দিদি বলছেন প্রমাণ দাও বলছেন"

আরও পড়ুন: দুর্নীতি নিয়ে কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না, মোদিকে নিশানা মমতার

একইসঙ্গে নাড্ডা বলেন, "আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব ৷ দেখব কীভাবে বাংলায় গণতন্ত্রকে রক্ষা করা যায় ৷ প্রধানমন্ত্রী মোদি যখন বাংলার পরিস্থিতি বর্ণনা করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছিলেন এবং প্রমাণ চেয়েছিলেন ৷ আজ বাংলায দুর্নীতি এবং অপরাধে শীর্ষে ৷ এখানে কেলেঙ্কারির রেকর্ড তৈরি করা হচ্ছে।"

কলকাতা, 12 অগস্ট: কলকাতায় এসে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তির ছুড়লেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ রাজ্যে তৃণমূলের আমলে জঙ্গল রাজ চলছে বলেও শনিবার আক্রমণ করলেন নাড্ডা ৷ এদিন সরাসরি তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলান, "আমরা জানি তৃণমূল পশ্চিমবঙ্গকে কীভাবে নেতৃত্ব দিচ্ছে। রাজ্যে গণতন্ত্র বলে আর কিছু অবশিষ্ট নেই। দুঃখজনক যে, এখানে 'জঙ্গল-রাজ' আছে ৷"

দুই দিনের সফরে রাজ্যে আছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি ৷ টানা কর্মসূচির মধ্য়েই দলের সাংসদ, বিধায়কদের সঙ্গেও দুই দপায় বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ লক্ষ্য যে অবশ্যই সামনের বছর লোকসভা ভোট ৷ আর সেদিকে তাকিয়েই যে বিজেপি সভাপতির রাজ্য সফর তা নিশ্চিত ৷ সেই সঙ্গে, লোকসবা ভোটের রণকৌশলও ঠিক করে দিয়ে যাবেন নাড্ডা, এমনটাই বিজেপি সূত্রে খবর ৷ এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির সর্বভারতীয় সভাপতি 21 সালের বিধানসভা নির্বাচন এবং সম্প্রতি ঘটে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের খতিয়ান তুলে ধরে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেন। এর পাশাপাশি আগামী বছরের লোকসভা নির্বাচনে 44 শতাংশ ভোট বাড়িয়ে 35-এর বেশি আসন নিশ্চিত করা হবে বলেও বঙ্গ বিজেপির তরফে আশ্বাসও আদায় করলেন ৷

এদিন নাড্ডা বলেন, "স্বাধীনতা সংগ্রামে বাংলার অনেক অবদান আছে ৷ কিন্তু আজ বাংলা সমস্যায় পড়েছে ৷ বাংলার গণতন্ত্রকে চূর্ণ করা হচ্ছে ৷ তৃণমূল যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটাকে জঙ্গল রাজে পরিণত করা হয়েছে।" একই সঙ্গে, নাড্ডার মুখে এদিন মোদি স্তুতিও শোনা গিয়েছে ৷ তিনি বলেন, "যদি জনগণের পক্ষে, গরিবের পাশে এবং কোনও সুদৃঢ় সরকার থেকে থাকে, তবে তা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে হত্যা ও চূর্ণ করেছেন।"

এদিন কলকাতায় সাইন্স সিটি অডিটোরিয়ামে এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রাথীদের সম্বর্ধনা দেন জেপি নাড্ডা। এদিনের এই অনুষ্ঠানে জয়ী বিজেপি প্রার্থী ছাড়াও পরাজিত এবং আক্রান্ত প্রায় এক হাজার জন প্রার্থী এবং তাঁদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানে। এদিন কোলাঘাটের কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকেই রাজ্যের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন। আর তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অডিও বার্তার মাধ্যমে পালটা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন ৷ আর এদিন বিকালে মমতাকে পালটা চ্যালেঞ্জ করে নাড্ডা বলেন, "আর কত প্রমাণ চান দিদি? এই রাজ্যে সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। আর কিছুই বাকি নেই। কিন্তু মমতা সরকার বলছে যে কোনও দুর্নীতি হয়নি। এঁদের সবাই জেলে। তৃণমূলের পরের ক্যাবিনেট বৈঠকও জেলেই হবে। আর মমতা দিদি বলছেন প্রমাণ দাও বলছেন"

আরও পড়ুন: দুর্নীতি নিয়ে কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না, মোদিকে নিশানা মমতার

একইসঙ্গে নাড্ডা বলেন, "আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব ৷ দেখব কীভাবে বাংলায় গণতন্ত্রকে রক্ষা করা যায় ৷ প্রধানমন্ত্রী মোদি যখন বাংলার পরিস্থিতি বর্ণনা করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছিলেন এবং প্রমাণ চেয়েছিলেন ৷ আজ বাংলায দুর্নীতি এবং অপরাধে শীর্ষে ৷ এখানে কেলেঙ্কারির রেকর্ড তৈরি করা হচ্ছে।"

Last Updated : Aug 12, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.