কলকাতা, 23 অগস্ট: বছরকয়েক আগেই শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ৷ তবে অদম্য জেদকে সঙ্গী করেই ফিরেছিলেন ময়দানে ৷ কিন্তু প্রাণঘাতী রোগ আবারও মাথাচাড়া দেওয়ায় শেষমেশ আর পারলেন না ৷ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ঘুমের দেশে পাড়ি দিলেন তরুণ সাংবাদিক স্বর্ণেন্দু দাস ৷ (Journalist Swarnendu Das Dies at 35) ৷ মারণ ব্যধিতে মাত্র পঁয়ত্রিশেই ঝরে গেল এক তাজা প্রাণ, বাংলা হারাল তার অত্যন্ত প্রিয় এক সাংবাদিককে ৷
এইবারটা মেটাস্ট্যাটিক ম্যানেজমেন্ট মেলানোমা হারিয়ে দিল স্বর্ণেন্দুকে। মাত্র 35 বছর বয়সেই বাবা মা স্ত্রী ও তিন বছরের কন্যা সন্তানকে রেখে চলে গেলেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল। শোকবার্তা জ্ঞাপন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
হুগলির সিঙ্গুরের এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম হয় তাঁর। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সাংবাদিক হওয়ার। তাই অনেক লড়াই করেই শহর কলকাতায় এসে সাংবাদিক হিসেবে নিজের জায়গা তৈরি করেছিলেন স্বর্ণেন্দু ৷ 2014 তাঁর মেটাস্ট্যাটিক ম্যানেজমেন্ট মেলানোমা ক্যানসার ধরা পড়ে, যা বিরল। শুরু হয় তাঁর লড়াই। মাঝে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন ৷ আবার কাজেও যোগ দেন। সদা হাস্যময় এই তরুণ সাংবাদিক এককথায় ছিলেন কাজ পাগল। সবর্দা বুম হাতে ছুটতেন খবরের খোঁজে।
গত বছর তাঁর স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। চিকিৎসার জন্য তাঁকে মুম্বই নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁকে ফিরিয়ে আনা হয় কলকাতায়। শহরে আনার পর স্বর্ণেন্দুর চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে। পরে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চলছিল চিকিৎসা ৷ এদিন ভোরবেলায় ওই হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: কেকের মৃত্যুর পর কতটা সাবধান উদ্যোক্তারা, কি বলছেন সিধু, উজ্জয়িনীরা
তাঁর প্রয়াণে টুইট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Express Condolences to His Family)। টুইটে তিনি লেখেন, "তরুণ সাংবাদিক স্বর্ণেন্দু দাসের মৃত্যুতে মর্মাহত ৷ তাঁর পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি রইল আমার সমবেদনা ৷ সাংবাদিক জগৎ এক তীক্ষ্ণ চিন্তাধারার মানুষকে হারাল ৷" শোকপ্রকাশ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। টুইট করে শোকবার্তা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।