কলকাতা, 29 অক্টোবর: এই মুহূর্তে রেশন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই অবস্থায় খুব শীঘ্রই বাইরে আসার সম্ভাবনা তেমন নেই রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর, তা মানছে খোদ তৃণমূল নেতৃত্ব। তবে এই অবস্থায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে যতই অভিযোগ তুলুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, এক্ষেত্রে এখনই তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো নাও হতে পারে। তৃণমূল দলীয় সূত্রে অন্তত তেমনটাই খবর।
প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেমন গ্রেফতারির পরপরই মন্ত্রিসভা থেকে তাঁকে সরানো হয়েছিল, জ্যোতিপ্রিয়র বেলায় তেমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। উল্লেখ্য, মমতা-মন্ত্রিসভার পরবর্তী বৈঠক রয়েছে আগামী 9 নভেম্বর। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, ওইদিন জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু গতিপ্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে, তেমন হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম বলেই সূত্রের খবর। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর অধীনে থাকা শিল্প এবং পরিষদীয় দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শশী পাঁজা এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে। এবার তেমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে আপাতত জ্যোতিপ্রিয়কে মন্ত্রী রেখেই মুখ্যমন্ত্রী নিজে অথবা অন্য কাউকে ওই দফতরের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিতে পারেন।
প্রসঙ্গত, অতীতেও রাজ্যের একাধিক মন্ত্রীকে মন্ত্রিসভার সদস্য থাকাকালীনই জেলে যেতে হয়েছিল । তার মধ্যে যেমন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তেমনি রয়েছেন প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র, প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নাম। এক্ষেত্রে একমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেই বান্ধবী এবং বিশাল অংকের টাকা উদ্ধারের মতো বিষয় একসঙ্গে মন্ত্রীর নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। তাই পার্থর ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই পদক্ষেপ নাও নেওয়া হতে পারে জ্যোতিপ্রিয়র বেলায়।
আরও পড়ুন: আজ হবে জোড়া এমআরআই, কেমন আছেন জ্যোতিপ্রিয় ?
দলের এক শীর্ষ নেতা তথা দলীয় মুখপাত্র সরাসরি বলছেন, পার্থ চট্টোপাধ্যায় আর জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়টি এক নয়। জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির চক্রান্তের শিকার। এখনই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।