ETV Bharat / state

Joka-Taratala Metro: পরিদর্শনের পর এল জোকা-তারাতলা মেট্রোর সিআরএস রিপোর্ট

পরিদর্শনের পর জোকা-তারাতলা মেট্রোর কাজ নিয়ে রিপোর্ট দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner of Railway Safety) ৷ যেখানে কয়েকটি কমপ্লায়েন্সের কথা উল্লেখ করা হয়েছে (Joka-Taratala Metro Inspection Report) ৷ এবার সেই সমস্যা মিটিয়ে, ফের রিপোর্ট পাঠাতে হবে ৷

Joka-Taratala Metro Inspection Report by Commissioner of Railway Safety
Joka-Taratala Metro Inspection Report by Commissioner of Railway Safety
author img

By

Published : Nov 18, 2022, 2:46 PM IST

Updated : Nov 18, 2022, 3:16 PM IST

কলকাতা, 18 নভেম্বর: গত 10 নভেম্বর কলকাতা মেট্রোর পার্পেল লাইনের একাংশ জোকা থেকে তারাতলার পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস (Commissioner of Railway Safety)। আজ সেই পরিদর্শনের রিপোর্ট (Joka-Taratala Metro Inspection Report) এসে পৌঁছেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে ৷ সেই রিপোর্ট নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সিআরএস (CRS)-এর পক্ষ থেকে বেশ কিছু কমপ্লায়েন্সের কথা বলা হয়েছে ৷ যেগুলি সম্পূর্ণ করে, রেল বোর্ড সিআরএস-কে পরবর্তী রিপোর্ট পাঠাবে ৷ সেই রিপোর্ট পাশ হলেই চূড়ান্ত ছাড়পত্র পাবে জোকা-তারাতোলা মেট্রো ৷

প্রসঙ্গত, গত 10 নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান মেট্রো লাইন পরিদর্শনে এসেছিলেন ৷ জোকা থেকে তারাতলা পর্যন্ত 6টি স্টেশন ঘুরে দেখেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরাও ৷ প্রতিটি স্টেশনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা, মেট্রোর এন্ট্রি-এক্সিট, এমার্জেন্সি এক্সিট সব ঘুরে দেখেছিলেন সিআরএস ৷ বিশেষ করে 6টি স্টেশনের কন্ট্রোল রুম ও যাত্রীরা যে পথে মেট্রো স্টেশনে পৌঁছবেন, সেই সব জায়গার সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন ৷ পাশাপাশি, মেট্রোর বিশেষ ট্রলি কারে অন্যান্য আধিকারিকদের সঙ্গে লাইন পরীক্ষা করেছিলেন সিআরএস ৷ সেই সব নিয়ে এদিন রিপোর্ট পাঠিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি ৷ সেখানে কয়েকটি বিষয়ে সংশোধনের কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন: জোকায় মেট্রো পরিদর্শনে সিআরএস

প্রসঙ্গত, জোকা-তারাতলা রুটের এই মেট্রো এসপ্লানেড পর্যন্ত গিয়েছে ৷ কিন্তু, মোমিনপুরের কাছে সেনা হাসপাতালের সামনে জমিজট ও ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রোর কাজের কম্পনে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই এ নিয়ে সেনার সঙ্গে আদালতে মামলা চলছে রেল বোর্ডের ৷ সেই মামলার কারণে মাঝেরহাটের পর থেকে মেট্রোর কাজ বন্ধ হয়ে রয়েছে ৷ আপাতত তারাতলা পর্যন্ত পার্পল লাইনে ট্রেন চালিয়ে আগামী বছরের শেষের দিকে মাঝেরহাট পর্যন্ত তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷

কলকাতা, 18 নভেম্বর: গত 10 নভেম্বর কলকাতা মেট্রোর পার্পেল লাইনের একাংশ জোকা থেকে তারাতলার পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস (Commissioner of Railway Safety)। আজ সেই পরিদর্শনের রিপোর্ট (Joka-Taratala Metro Inspection Report) এসে পৌঁছেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে ৷ সেই রিপোর্ট নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সিআরএস (CRS)-এর পক্ষ থেকে বেশ কিছু কমপ্লায়েন্সের কথা বলা হয়েছে ৷ যেগুলি সম্পূর্ণ করে, রেল বোর্ড সিআরএস-কে পরবর্তী রিপোর্ট পাঠাবে ৷ সেই রিপোর্ট পাশ হলেই চূড়ান্ত ছাড়পত্র পাবে জোকা-তারাতোলা মেট্রো ৷

প্রসঙ্গত, গত 10 নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান মেট্রো লাইন পরিদর্শনে এসেছিলেন ৷ জোকা থেকে তারাতলা পর্যন্ত 6টি স্টেশন ঘুরে দেখেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরাও ৷ প্রতিটি স্টেশনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা, মেট্রোর এন্ট্রি-এক্সিট, এমার্জেন্সি এক্সিট সব ঘুরে দেখেছিলেন সিআরএস ৷ বিশেষ করে 6টি স্টেশনের কন্ট্রোল রুম ও যাত্রীরা যে পথে মেট্রো স্টেশনে পৌঁছবেন, সেই সব জায়গার সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন ৷ পাশাপাশি, মেট্রোর বিশেষ ট্রলি কারে অন্যান্য আধিকারিকদের সঙ্গে লাইন পরীক্ষা করেছিলেন সিআরএস ৷ সেই সব নিয়ে এদিন রিপোর্ট পাঠিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি ৷ সেখানে কয়েকটি বিষয়ে সংশোধনের কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন: জোকায় মেট্রো পরিদর্শনে সিআরএস

প্রসঙ্গত, জোকা-তারাতলা রুটের এই মেট্রো এসপ্লানেড পর্যন্ত গিয়েছে ৷ কিন্তু, মোমিনপুরের কাছে সেনা হাসপাতালের সামনে জমিজট ও ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রোর কাজের কম্পনে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই এ নিয়ে সেনার সঙ্গে আদালতে মামলা চলছে রেল বোর্ডের ৷ সেই মামলার কারণে মাঝেরহাটের পর থেকে মেট্রোর কাজ বন্ধ হয়ে রয়েছে ৷ আপাতত তারাতলা পর্যন্ত পার্পল লাইনে ট্রেন চালিয়ে আগামী বছরের শেষের দিকে মাঝেরহাট পর্যন্ত তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷

Last Updated : Nov 18, 2022, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.