ETV Bharat / state

Joka-Taratala Metro Starts: জোকা-তারাতলা মেট্রোর যাত্রা শুরু; কবে শেষ হবে বাকি কাজ ? জানালেন রেলমন্ত্রী

জোকা থেকে তারাতলা মেট্রোর যাত্রা শুরু হল (Joka-Taratala Metro Starts)৷ মেট্রোয় সফর করলেন রেলমন্ত্রী (Rail Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)৷ তিনি জানান, এই রুটের বাকি কাজ 12-15 মাসের মধ্যেই শেষ হবে ৷

Rail Minister Ashwini Vaishnaw ETV Bharat
মেট্রোয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
author img

By

Published : Dec 30, 2022, 2:48 PM IST

Updated : Dec 30, 2022, 6:23 PM IST

জোকা-তারাতলা মেট্রোর যাত্রা শুরু

কলকাতা, 30 ডিসেম্বর: দীর্ঘ অপেক্ষার পর জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হল (Joka-Taratala Metro Starts)৷ জোকা থেকে এসপ্ল্যানেড রুটের বাকি কাজ 12-15 মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানালেন রেলমন্ত্রী (Rail Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

শুক্রবার মেট্রোয় চড়ে জোকা থেকে তারতলা পর্যন্ত যান তিনি । সেখানে গিয়ে তিনি বলেন, "আগামী 12-15 মাসের মধ্যে এই রুটের মেট্রোর বাকি 12 কিলোমিটারের কাজ করা শেষ হবে । এই কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি 10,262 কোটি টাকা বরাদ্দ করেছেন । এটা খুব মহৎ কাজ । 2014 সালে মাত্র 2 হাজার টাকা করে বরাদ্দ করা হত । এখন তার থেকে কয়েক গুণ বেশি বরাদ্দ করা হচ্ছে ।"

তিনি আরও বলেন, "কঠিন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা-জোকা-তারাতলা রুটের মেট্রো উদ্বোধন করেছেন । যে রুটের মেট্রোর কাজ দীর্ঘ কয়েক বছর ধরে চলছিল । প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতার আবাসিককে নতুন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । খুব সুন্দর ভাবে দ্রুততার সঙ্গে এই রুটের কাজ হয়েছে ।"

Rail Minister Ashwini Vaishnaw ETV Bharat
মেট্রোয় সফরের আগে রেলমন্ত্রী

প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করার পরেই তারাতলার উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রো । রেলওয়ে বোর্ড এই রুটে যাতায়াতের জন্য ভাড়ার কাঠামো অনুমোদন করেছেন । ন্যূনতম ভাড়া হবে 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে 20 টাকা ।

1984 সালের 24 অক্টোবর দেশের প্রথম মেট্রো পরিষেবার ঐতিহ্যময় যাত্রা শুরু করে কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro)৷ যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1972 সালের 29 ডিসেম্বর । যাত্রা শুরুর প্রথম দিন থেকেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্ঝঞ্ঝাটে যাতায়াতের জন্য দ্রুত, যানজটমুক্ত এবং আর্থিক সাশ্রয়কারী একমাত্র পরিবহণ মাধ্যম হিসেবে জনপ্রিয়তা লাভ করে মেট্রো রেল । যার ফলে এটি ‘কলকাতার লাইফলাইন' হিসেবে শহরের মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নেয় ।

আরও পড়ুন: মা'কে হারিয়েও কর্তব্যে অবিচল, বঙ্গে বন্দে ভারতের সূচনায় নেতাজি-স্মরণ মোদির

2014 সাল পর্যন্ত কলকাতা মেট্রো রেলওয়ের সম্প্রসারণের কাজ মন্থর গতিতে চলছিল । সেই সময় পর্যন্ত শহরের মেট্রো নেটওয়ার্কের ব্যাপ্তি ছিল মাত্র 27.23 কিলোমিটার । 2014 সালের পর থেকে কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজে গতি আসে এবং এটি দ্রুত শাখা-প্রশাখা বিস্তার করতে শুরু করে । গত 8 বছরে শহরের মেট্রো নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে 13.439 কিলোমিটার । 2022-23 চলতি আর্থিক বছরে মেট্রোর ব্যাপ্তি 14.23 কিলোমিটার বৃদ্ধি পেতে চলেছে, যেটি একক আর্থিক বছরে সবচেয়ে বেশি পরিমাণে মেট্রোর সম্প্রসারণ । এই 14.23 কিলোমিটার বিস্তৃতির মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত (গ্রিন লাইন) 2.33 কিলোমিটার ইতিমধ্যে সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে ।

জোকা-তারাতলা মেট্রোর যাত্রা শুরু

কলকাতা, 30 ডিসেম্বর: দীর্ঘ অপেক্ষার পর জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হল (Joka-Taratala Metro Starts)৷ জোকা থেকে এসপ্ল্যানেড রুটের বাকি কাজ 12-15 মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানালেন রেলমন্ত্রী (Rail Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

শুক্রবার মেট্রোয় চড়ে জোকা থেকে তারতলা পর্যন্ত যান তিনি । সেখানে গিয়ে তিনি বলেন, "আগামী 12-15 মাসের মধ্যে এই রুটের মেট্রোর বাকি 12 কিলোমিটারের কাজ করা শেষ হবে । এই কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি 10,262 কোটি টাকা বরাদ্দ করেছেন । এটা খুব মহৎ কাজ । 2014 সালে মাত্র 2 হাজার টাকা করে বরাদ্দ করা হত । এখন তার থেকে কয়েক গুণ বেশি বরাদ্দ করা হচ্ছে ।"

তিনি আরও বলেন, "কঠিন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা-জোকা-তারাতলা রুটের মেট্রো উদ্বোধন করেছেন । যে রুটের মেট্রোর কাজ দীর্ঘ কয়েক বছর ধরে চলছিল । প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতার আবাসিককে নতুন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । খুব সুন্দর ভাবে দ্রুততার সঙ্গে এই রুটের কাজ হয়েছে ।"

Rail Minister Ashwini Vaishnaw ETV Bharat
মেট্রোয় সফরের আগে রেলমন্ত্রী

প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করার পরেই তারাতলার উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রো । রেলওয়ে বোর্ড এই রুটে যাতায়াতের জন্য ভাড়ার কাঠামো অনুমোদন করেছেন । ন্যূনতম ভাড়া হবে 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে 20 টাকা ।

1984 সালের 24 অক্টোবর দেশের প্রথম মেট্রো পরিষেবার ঐতিহ্যময় যাত্রা শুরু করে কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro)৷ যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1972 সালের 29 ডিসেম্বর । যাত্রা শুরুর প্রথম দিন থেকেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্ঝঞ্ঝাটে যাতায়াতের জন্য দ্রুত, যানজটমুক্ত এবং আর্থিক সাশ্রয়কারী একমাত্র পরিবহণ মাধ্যম হিসেবে জনপ্রিয়তা লাভ করে মেট্রো রেল । যার ফলে এটি ‘কলকাতার লাইফলাইন' হিসেবে শহরের মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নেয় ।

আরও পড়ুন: মা'কে হারিয়েও কর্তব্যে অবিচল, বঙ্গে বন্দে ভারতের সূচনায় নেতাজি-স্মরণ মোদির

2014 সাল পর্যন্ত কলকাতা মেট্রো রেলওয়ের সম্প্রসারণের কাজ মন্থর গতিতে চলছিল । সেই সময় পর্যন্ত শহরের মেট্রো নেটওয়ার্কের ব্যাপ্তি ছিল মাত্র 27.23 কিলোমিটার । 2014 সালের পর থেকে কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজে গতি আসে এবং এটি দ্রুত শাখা-প্রশাখা বিস্তার করতে শুরু করে । গত 8 বছরে শহরের মেট্রো নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে 13.439 কিলোমিটার । 2022-23 চলতি আর্থিক বছরে মেট্রোর ব্যাপ্তি 14.23 কিলোমিটার বৃদ্ধি পেতে চলেছে, যেটি একক আর্থিক বছরে সবচেয়ে বেশি পরিমাণে মেট্রোর সম্প্রসারণ । এই 14.23 কিলোমিটার বিস্তৃতির মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত (গ্রিন লাইন) 2.33 কিলোমিটার ইতিমধ্যে সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে ।

Last Updated : Dec 30, 2022, 6:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.