ETV Bharat / state

রোগীমৃত্যু ঘিরে জোকা ESI হাসপাতালে উত্তেজনা, ভাঙচুর - Joka ESI Hospital

রোগীমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার জোকা ESI হাসপাতালে ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জোকা ESI হাসপাতালে ভাঙচুর করে রোগীর পরিজনরা ৷

জোকা
author img

By

Published : Aug 6, 2019, 9:26 PM IST

Updated : Aug 6, 2019, 10:06 PM IST

কলকাতা, ৬ অগাস্ট : রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জোকা ESI হাসপাতালে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের দরজা ভেঙে দেওয়ার অভিযোগ মৃত রোগীর পরিজনদের বিরুদ্ধে । মৃতের নাম ওম নারায়ণ পোদ্দার । বছর ছত্রিশের ওই ব্যক্তি একবালপুর থানায় এলাকায় ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা । আজ ভোরে বুকের সমস্যা নিয়ে জোকা ESI হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে ।

মৃতের বাড়ির লোকজনের বক্তব্য, আজ সকালে ওম নারায়ণ পোদ্দারকে ESI হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে । ক্যানসার হাসপাতাল তাঁকে ভরতি না নেওয়ায় ফের জোকা ESI হাসপাতালে নিয়ে আসা হয় ৷ হাসপাতালে ঢুকলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

এরপরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিজনরা ৷ ভাঙচুর চালায় হাসপাতালে ৷ ভেঙে দেয় দরজা । খবর পেয়ে ঘটনাস্থানে ঠাকুরপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এদিকে হাসপাতালের বক্তব্য, "রাস্তাতেই মৃত্যু হয় ওম নারায়ণ পোদ্দারের ৷ "

কলকাতা, ৬ অগাস্ট : রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জোকা ESI হাসপাতালে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের দরজা ভেঙে দেওয়ার অভিযোগ মৃত রোগীর পরিজনদের বিরুদ্ধে । মৃতের নাম ওম নারায়ণ পোদ্দার । বছর ছত্রিশের ওই ব্যক্তি একবালপুর থানায় এলাকায় ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা । আজ ভোরে বুকের সমস্যা নিয়ে জোকা ESI হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে ।

মৃতের বাড়ির লোকজনের বক্তব্য, আজ সকালে ওম নারায়ণ পোদ্দারকে ESI হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে । ক্যানসার হাসপাতাল তাঁকে ভরতি না নেওয়ায় ফের জোকা ESI হাসপাতালে নিয়ে আসা হয় ৷ হাসপাতালে ঢুকলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

এরপরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিজনরা ৷ ভাঙচুর চালায় হাসপাতালে ৷ ভেঙে দেয় দরজা । খবর পেয়ে ঘটনাস্থানে ঠাকুরপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এদিকে হাসপাতালের বক্তব্য, "রাস্তাতেই মৃত্যু হয় ওম নারায়ণ পোদ্দারের ৷ "

Intro:Body:রোগী মৃত্যুতে চিকিতসায় গাফিলতির অভিযোগে জোকা ই এস আই হাসপাতালে ভাঙচুর

কলকাতা, ৬ আগষ্ট
রোগী মৃত্যুতে উত্তেজনা ছড়াল ঠাকুরপুকুর থানার জোকা ই এস আই হাসপাতালে। চিকিতসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের দরজার একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ মৃত রোগীর পরিজনদের। মৃতের নাম
ওম নারায়ণ পোদ্দার। বছর ছত্রিশের ওই ব্যাক্তি একবালপুর থানায় এলাকায় মৌরভঞ্জ রোডের বাসিন্দা। মঙ্গলবার ভোরে বুকের সমস্যা নিয়ে জোকা ই এস আই হাসপাতালে ভর্তি হন ওম।
মৃতের বাড়ির লোকজনের দাবি, মঙ্গলবার সকালে ই এস আই হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে। ক্যান্সার হাসপাতাল না নেওয়ায় ফের জোকা ই এস আই হাসপাতালে ফিরে আসার জন্য গাড়িতে ওঠে।জোকা ই এস আই হাসপাতালে আনা হলে মৃত ঘোষনা করা হয়।
এরপরেই ক্ষোভে মৃতের পরিজনরা ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও হাসপাতালের দাবি, রাস্তাতেই মৃত্যু হয় ওই রোগীর।
ঠাকুরপুকুর থানায় এই ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি। Conclusion:
Last Updated : Aug 6, 2019, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.