কলকাতা, 23 জুন : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও জয়েন্ট এন্ট্রান্স হবে । 17 জুলাই হবে জয়েন্ট এন্ট্রান্স । এবছর প্রায় 92695 জন পরীক্ষার্থী জয়েন্টে বসবে । সাংবাদিক বৈঠকে জানালেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ।
করোনার জেরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও নিয়ম অনুসারে পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় বসতেই হয় । এবছর 274টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে । 14 অগস্টের মধ্যে ফল প্রকাশ করা হবে । সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কাউন্সেলিং পর্ব শেষ করা হবে । জানিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ।
আরও পড়ুন : একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নম্বর জমা দেওয়ার সময়সীমা বাড়ল 5 দিন