ETV Bharat / state

HC on Teacher Recruitment: মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালতে তলব করতেই মিলে গেল চাকরি

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরও চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তার জেরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব করে আদালত ৷ তিনি হাজির না হলেও পরে আদালতে নিয়োগের প্রাথমিক নথি জমা দেয় পর্ষদ ৷

HC on Teacher Recruitment
HC on Teacher Recruitment
author img

By

Published : Feb 23, 2023, 5:03 PM IST

Updated : Feb 23, 2023, 5:41 PM IST

HC on Teacher Recruitment
মামলাকারী অঞ্জনকুমার খাটুয়া

কলকাতা, 23 ফেব্রুয়ারি: চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার তাই আদালত অবমাননার রুল জারি করে পর্ষদ সভাপতি রামনুজ গঙ্গোপাধ্যায়কে (Ramanuj Gangopadhyay) সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেয় হাইকোর্ট ৷ তার পর আদালতে পর্ষদের তরফে চাকরি দেওয়ার বিষয়ে নিশ্চিয়তা দেওয়া হল ৷

অভিযোগ, 12 বছর ধরে চাকরি পাননি পূর্ব মেদিনীপুরের অঞ্জনকুমার খাটুয়া । তিনি একটি চোখে দেখতে পান না । গত মাসে কলকাতা হাইকোর্ট তাঁকে চাকরি দেওয়ার নির্দেশ দেয় । সেই মতো অঞ্জনের সুপারিশ পত্র পর্ষদকে পাঠায় এসএসসি (School Service Commission) । কিন্তু তার পরও চাকরি দেওয়া হয়নি ৷

বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷ তিনিই অঞ্জনকুমার খাটুয়াকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ না মানায় পর্ষদের সভাপতি রামনুজ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠানো হয় । দুপুর 2টোয় রামানুজ গঙ্গোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে বলে আদালত নির্দেশ দেয় ।

এদিনই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ৷ ফলে প্রথম দিনই কলকাতা হাইকোর্টের তরফে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব নিয়ে হইচই পড়ে যায় ৷ আদালতে শুনানির দ্বিতীয়ার্ধে রামানুজ গঙ্গোপাধ্যায় হাজির না হলেও ওই প্রার্থীর নিয়োগের প্রাথমিক নথি আদালতে জমা দেয় বোর্ড । মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, "ওই ব্যাক্তির নিয়োগপত্র তৈরি আছে । উনি গেলেই নিয়োগপত্র দেওয়া হবে ।" বিচারপতি অমৃতা সিনহা বলেন, "এত বছর ধরে একজন ঘুরছে তারপরও আপনারা তাঁকে ঘোরাচ্ছেন । এটাই এখনকার পরিস্থিতি ।"

এদিকে ওই চাকরি প্রার্থীর অভিযোগ, 21 ফেব্রুয়ারি পর্ষদ অফিসে গেলে তাঁকে অপমান করা হয় ৷ পর্ষদ অফিসের এক আধিকারিক বলেন, "আপনারা কী মনে করেন যখন খুশি নিয়োগপত্র দেওয়া যায় ? আপনারা মেদিনীপুর থেকে আসেন, প্রচুর টাকা রয়েছে । মামলা দায়ের করে দেন । কলকাতা হাইকোর্ট এমন খারাপ নির্দেশ দেবে আর তা পালন করতে হবে । আপনি অন্ধ হয়ে চাকরি করতে চলে এসেছেন । আপনি কী ভাবে পড়াবেন ?"

এদিন আদালতে বোর্ডের আইনজীবী দাবি করেন, প্রার্থীকে বোর্ডের অফিসে হেনস্থার অভিযোগ ভিত্তিহীন । এমন কোনও কথা কেউ বলেনি । মন গড়া অভিযোগ করা হচ্ছে । তখন বিচারপতির মন্তব্য, যে অভিযোগ করা হয়েছে সেটা ঠিক কী ভুল আমরা জানি । ওখানে কী হয়, সেটা এখন ওপেন সিক্রেট । হেনস্তার অভিযোগ কোর্ট গ্রহণ করল । সেই অনুযায়ী কোর্ট আগামীতে পদক্ষেপ করবে । কালকের মধ্যে প্রার্থী গিয়ে বোর্ড থেকে নিয়োগ পত্র গ্রহণ করবেন । 16 মার্চ এই মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন: নিয়ম বহির্ভূত নিয়োগ আরও 500 ! সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে

HC on Teacher Recruitment
মামলাকারী অঞ্জনকুমার খাটুয়া

কলকাতা, 23 ফেব্রুয়ারি: চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার তাই আদালত অবমাননার রুল জারি করে পর্ষদ সভাপতি রামনুজ গঙ্গোপাধ্যায়কে (Ramanuj Gangopadhyay) সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেয় হাইকোর্ট ৷ তার পর আদালতে পর্ষদের তরফে চাকরি দেওয়ার বিষয়ে নিশ্চিয়তা দেওয়া হল ৷

অভিযোগ, 12 বছর ধরে চাকরি পাননি পূর্ব মেদিনীপুরের অঞ্জনকুমার খাটুয়া । তিনি একটি চোখে দেখতে পান না । গত মাসে কলকাতা হাইকোর্ট তাঁকে চাকরি দেওয়ার নির্দেশ দেয় । সেই মতো অঞ্জনের সুপারিশ পত্র পর্ষদকে পাঠায় এসএসসি (School Service Commission) । কিন্তু তার পরও চাকরি দেওয়া হয়নি ৷

বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷ তিনিই অঞ্জনকুমার খাটুয়াকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ না মানায় পর্ষদের সভাপতি রামনুজ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠানো হয় । দুপুর 2টোয় রামানুজ গঙ্গোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে বলে আদালত নির্দেশ দেয় ।

এদিনই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ৷ ফলে প্রথম দিনই কলকাতা হাইকোর্টের তরফে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব নিয়ে হইচই পড়ে যায় ৷ আদালতে শুনানির দ্বিতীয়ার্ধে রামানুজ গঙ্গোপাধ্যায় হাজির না হলেও ওই প্রার্থীর নিয়োগের প্রাথমিক নথি আদালতে জমা দেয় বোর্ড । মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, "ওই ব্যাক্তির নিয়োগপত্র তৈরি আছে । উনি গেলেই নিয়োগপত্র দেওয়া হবে ।" বিচারপতি অমৃতা সিনহা বলেন, "এত বছর ধরে একজন ঘুরছে তারপরও আপনারা তাঁকে ঘোরাচ্ছেন । এটাই এখনকার পরিস্থিতি ।"

এদিকে ওই চাকরি প্রার্থীর অভিযোগ, 21 ফেব্রুয়ারি পর্ষদ অফিসে গেলে তাঁকে অপমান করা হয় ৷ পর্ষদ অফিসের এক আধিকারিক বলেন, "আপনারা কী মনে করেন যখন খুশি নিয়োগপত্র দেওয়া যায় ? আপনারা মেদিনীপুর থেকে আসেন, প্রচুর টাকা রয়েছে । মামলা দায়ের করে দেন । কলকাতা হাইকোর্ট এমন খারাপ নির্দেশ দেবে আর তা পালন করতে হবে । আপনি অন্ধ হয়ে চাকরি করতে চলে এসেছেন । আপনি কী ভাবে পড়াবেন ?"

এদিন আদালতে বোর্ডের আইনজীবী দাবি করেন, প্রার্থীকে বোর্ডের অফিসে হেনস্থার অভিযোগ ভিত্তিহীন । এমন কোনও কথা কেউ বলেনি । মন গড়া অভিযোগ করা হচ্ছে । তখন বিচারপতির মন্তব্য, যে অভিযোগ করা হয়েছে সেটা ঠিক কী ভুল আমরা জানি । ওখানে কী হয়, সেটা এখন ওপেন সিক্রেট । হেনস্তার অভিযোগ কোর্ট গ্রহণ করল । সেই অনুযায়ী কোর্ট আগামীতে পদক্ষেপ করবে । কালকের মধ্যে প্রার্থী গিয়ে বোর্ড থেকে নিয়োগ পত্র গ্রহণ করবেন । 16 মার্চ এই মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন: নিয়ম বহির্ভূত নিয়োগ আরও 500 ! সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে

Last Updated : Feb 23, 2023, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.