ETV Bharat / state

Job Aspirants Protest: রেলের 3 লক্ষ শূন্যপদে নিয়োগের দাবিতে বেলগাছিয়ায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ - রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড

Job Aspirants Protest for Recruitment in Railways: শুক্রবার বেলগাছিয়ায় রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডের কলকাতার অফিসের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী যৌথ মঞ্চ ৷ তাদের দাবি, রেলের 3 লক্ষ শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে ৷ তাদের প্রতিনিধি দল এ দিন রেলের আধিকারিকদের কাছে স্মারকলিপিও জমা দেন ৷

Job Aspirants Protest
Job Aspirants Protest
author img

By

Published : Aug 4, 2023, 5:21 PM IST

Updated : Aug 4, 2023, 5:56 PM IST

রেলের 3 লক্ষ শূন্যপদে নিয়োগের দাবিতে বেলগাছিয়ায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ

কলকাতা, 4 অগস্ট: রেলে শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী যৌথ মঞ্চ ৷ শুক্রবার বেলগাছিয়ায় রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডের কলকাতার অফিসের সামনে এই বিক্ষোভ হয় ৷ বিক্ষোভকারীদের দাবি, 3 লক্ষের বেশি শূন্যপদ রয়েছে রেলে ৷

Job Aspirants Protest
রেলে নিয়োগের দাবিতে বিক্ষোভ৷ শুক্রবার কলকাতার বেলগাছিয়ায়৷

বিক্ষোভকারীদের থেকে তিন চাকরি প্রার্থীর একটি প্রতিনিধি দল রেলের আধিকারিকদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন । তাঁদের দাবি নিয়ে কথা বলেন । তাঁরা বেরিয়ে জানান, রেল বোর্ডের কর্তারা তাঁদের জানিয়েছেন যে প্রস্তুতি নিতে থাকুন যেকোনও দিন শূন্যপদে নিয়োগের ঘোষণা হবে । তবে বয়সে ছাড় দেওয়ার বিষয় তাঁরা কিছু করতে পারবেন না বলেও জানিয়ে দেন । বিষয়টি উচ্চতর কর্তাদের কাছে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন ।

Job Aspirants Protest
রেলে নিয়োগের দাবিতে বিক্ষোভ৷ শুক্রবার কলকাতার বেলগাছিয়ায়৷

এ দিন চাকরি প্রার্থী যৌথ মঞ্চের আহ্বায়ক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ‘‘গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, রেলের সিগন্যাল অপারেটর - এমন নানা পদ ফাঁকা । করমণ্ডল রেল দুর্ঘটনার অন্যতম কারণ হল অল্প সংখ্যক কর্মীদের উপর লাগামহীন কাজের চাপ । ভারতীয় রেলের ঐতিহ্য নষ্ট হচ্ছে । এশিয়ার মধ্যে ভারতীয় রেল ক্ষেত্র সব থেকে বড় কাজের জায়গা । সেখানেই এখন লক্ষ লক্ষ পদ শূন্য । চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে এখানে প্রতিবাদ জানাচ্ছি ।’’

আরও পড়ুন: আরও যাত্রীবান্ধব বন্দে ভারত, ‘স্লিপার’ ট্রেন তৈরির বরাত পেল বাংলা

তাঁর দাবি, শূন্যপদে নিয়োগ করতে হবে । দীর্ঘদিন পরীক্ষা হচ্ছে না তাই বয়সের ছাড় দিতে হবে । যাঁরা রেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য, তাঁদের কাছে ইমেল মারফত এই দাবিগুলি আগেই জানানো হয়েছে ৷ রেলের স্ট্যান্ডিং কমিটিতে এই রাজ্যের তরফে দু’জন সদস্য আছেন । রেল দফতরও এই বিষয়ে গতানুগতিক উত্তর দিচ্ছে । তাই এ দিন তাঁরা বিক্ষোভ দেখালেন বলে ইন্দ্রজিৎ ঘোষ জানালেন ৷

রেলের 3 লক্ষ শূন্যপদে নিয়োগের দাবিতে বেলগাছিয়ায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ

কলকাতা, 4 অগস্ট: রেলে শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী যৌথ মঞ্চ ৷ শুক্রবার বেলগাছিয়ায় রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডের কলকাতার অফিসের সামনে এই বিক্ষোভ হয় ৷ বিক্ষোভকারীদের দাবি, 3 লক্ষের বেশি শূন্যপদ রয়েছে রেলে ৷

Job Aspirants Protest
রেলে নিয়োগের দাবিতে বিক্ষোভ৷ শুক্রবার কলকাতার বেলগাছিয়ায়৷

বিক্ষোভকারীদের থেকে তিন চাকরি প্রার্থীর একটি প্রতিনিধি দল রেলের আধিকারিকদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন । তাঁদের দাবি নিয়ে কথা বলেন । তাঁরা বেরিয়ে জানান, রেল বোর্ডের কর্তারা তাঁদের জানিয়েছেন যে প্রস্তুতি নিতে থাকুন যেকোনও দিন শূন্যপদে নিয়োগের ঘোষণা হবে । তবে বয়সে ছাড় দেওয়ার বিষয় তাঁরা কিছু করতে পারবেন না বলেও জানিয়ে দেন । বিষয়টি উচ্চতর কর্তাদের কাছে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন ।

Job Aspirants Protest
রেলে নিয়োগের দাবিতে বিক্ষোভ৷ শুক্রবার কলকাতার বেলগাছিয়ায়৷

এ দিন চাকরি প্রার্থী যৌথ মঞ্চের আহ্বায়ক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ‘‘গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, রেলের সিগন্যাল অপারেটর - এমন নানা পদ ফাঁকা । করমণ্ডল রেল দুর্ঘটনার অন্যতম কারণ হল অল্প সংখ্যক কর্মীদের উপর লাগামহীন কাজের চাপ । ভারতীয় রেলের ঐতিহ্য নষ্ট হচ্ছে । এশিয়ার মধ্যে ভারতীয় রেল ক্ষেত্র সব থেকে বড় কাজের জায়গা । সেখানেই এখন লক্ষ লক্ষ পদ শূন্য । চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে এখানে প্রতিবাদ জানাচ্ছি ।’’

আরও পড়ুন: আরও যাত্রীবান্ধব বন্দে ভারত, ‘স্লিপার’ ট্রেন তৈরির বরাত পেল বাংলা

তাঁর দাবি, শূন্যপদে নিয়োগ করতে হবে । দীর্ঘদিন পরীক্ষা হচ্ছে না তাই বয়সের ছাড় দিতে হবে । যাঁরা রেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য, তাঁদের কাছে ইমেল মারফত এই দাবিগুলি আগেই জানানো হয়েছে ৷ রেলের স্ট্যান্ডিং কমিটিতে এই রাজ্যের তরফে দু’জন সদস্য আছেন । রেল দফতরও এই বিষয়ে গতানুগতিক উত্তর দিচ্ছে । তাই এ দিন তাঁরা বিক্ষোভ দেখালেন বলে ইন্দ্রজিৎ ঘোষ জানালেন ৷

Last Updated : Aug 4, 2023, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.