ETV Bharat / state

রাজ্যের নির্বাচন কমিশনের ঘরে ঘুঘুর বাসা : জয়প্রকাশ মজুমদার - abhishek banerjee

রাজ্যের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন তিনি।

জয়প্রকাশ মজুমদার
author img

By

Published : Mar 30, 2019, 10:07 PM IST

কলকাতা, ৩০ মার্চ : "রাজ্যের নির্বাচন কমিশনের বেশ কিছু ঘরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের মদতে সেগুলি করা হয়েছে।" আজ BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিকে বৈঠকে একথা বলেন BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

তিনি বলেন, "ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় ফুটপাথ দখল করে তৈরি হয়েছে। আমরা গতকালও এবিষয়ে অভিযোগ করেছিলাম। কিন্তু DM বা SP কারও সেই কার্যালয় ভেঙে ফেলার সাহস হয়নি। প্রত্যেকদিন সেগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি।"

তিনি অভিযোগ করেন, "রাজ্যের পুলিশ-প্রশাসনের একটা বড় অংশ নিরুপায় হয়ে কিংবা ইচ্ছে করে শাসক দলের তাবেদারি করছে। তাঁদের উপর নির্ভর করে CEO-কে কাজ চালাতে হচ্ছে। এই রাজ্যে এক ভয়ানক পরিবেশ তৈরি হয়েছে।"

কলকাতা, ৩০ মার্চ : "রাজ্যের নির্বাচন কমিশনের বেশ কিছু ঘরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের মদতে সেগুলি করা হয়েছে।" আজ BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিকে বৈঠকে একথা বলেন BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

তিনি বলেন, "ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় ফুটপাথ দখল করে তৈরি হয়েছে। আমরা গতকালও এবিষয়ে অভিযোগ করেছিলাম। কিন্তু DM বা SP কারও সেই কার্যালয় ভেঙে ফেলার সাহস হয়নি। প্রত্যেকদিন সেগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি।"

তিনি অভিযোগ করেন, "রাজ্যের পুলিশ-প্রশাসনের একটা বড় অংশ নিরুপায় হয়ে কিংবা ইচ্ছে করে শাসক দলের তাবেদারি করছে। তাঁদের উপর নির্ভর করে CEO-কে কাজ চালাতে হচ্ছে। এই রাজ্যে এক ভয়ানক পরিবেশ তৈরি হয়েছে।"

Intro:

30-03-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ রাজ্য নির্বাচণ কমিশনের কয়েকটি ঘর ঘুঘুর বাসা তৈরি হয়েছে। সেগুলি করা হয়েছে তৃনমূলের মদতে। আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।


আমরা গতকালও অভিযোগ করেছি। আজও বলেছি, ডায়মন্ডহারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্বচনী কার্যলয় ফুটপাত দখল করে আছে। সেখানকাল DM বা SP এর সাহশ হয় নি। এ টাকা ভেঙে দেওয়ার। আমরা প্রত্যেকদিন চোখে আঙুল দিয়ে দেখিয়েছি বলেও তিনি জানান।



এদিন তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রশাসনের একটা বড় অংশ নিরুপায় হয়ে। অনেক জায়গায় ইচ্ছাকৃতভাবে শাসক দলের তাবেদারি করেছে বলে জানান জয়প্রকাশ মজুমদার।
Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.