কলকাতা,29 জুলাই : "BJP-কে নকল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" আজ সংবাদিক বৈঠকে একথা বললেন BJP সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷
জনসংযোগ বাড়াতে আজ থেকে 'দিদিকে বলো' কর্মসূচি শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার মানুষের অভিযোগ সরাসরি শুনতে www.didikbolo.com ওয়েবসাইট চালু করেন তিনি ৷ চালু করেন টোল ফ্রি নম্বরও৷ এছাড়াও জনসংযোগ বাড়াতে তৃণমূলের বিধায়কদের আগামী ১০০ দিনের মধ্যে ১০ হাজার গ্রাম পরিদর্শন করার নির্দেশ দেন ৷ তাঁর কথায়, "গ্রামে গ্রামে যাবেন দলের নেতারা ৷ শুনবেন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা ৷ প্রয়োজনে তাঁরা বুথ কর্মীদের বাড়িতেই খাওয়াদাওয়া করবেন৷"
মমতার এই বক্তব্যের পর তাঁর বিরুদ্ধে সরব হন BJP নেতা জয়প্রকাশ মজুমদার ৷ তিনি বলেন, "BJP মডেলকে আঁকড়ে ধরতে চাইছেন মমতা ৷ তিনি বলছেন রাজ্যে BJP আছে ৷ তাই তাঁকে থাকতে হলে BJP মডেলকেই আঁকড়ে ধরতে হবে ৷ অমিত শাহকে আপনারা দেখেছিলেন নকশালবাড়িতে গিয়ে এক কর্মীর বাড়িতে খাবার খেতে ৷ সেটাকেই অনুসরণ করছেন মমতা ৷"
তিনি আরও বলেন, "10 হাজার গ্রামে জনপ্রতিনিধিরা যাবেন, এখন জনপ্রতিনিধিরা তৃণমূল না BJP-র হয়ে যাবেন সেটি জানি না ৷ কারণ ওঁর বেশিরভাগ জনপ্রতিনিধি BJP-র দিকে পা বাড়িয়ে আছেন ৷"