ETV Bharat / state

Javed-Sushanta Name in Same Banner: শাসকদলের দুই যুযুধান একমঞ্চে, গোলপার্কের জগদ্ধাত্রী পুজোর ব্যানারে বড় চমক - সুশান্ত ঘোষ

শাসকদলের দুই যুযুধান এ বার একমঞ্চে ! গোলপার্কের জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2022) ব্যানারেই যেন পুজোর আসল চমক ৷ পাশাপাশি নাম রয়েছে জাভেদ আহমেদ খান (Javed Ahmed Khan) ও সুশান্ত ঘোষের (Sushanta Ghosh)৷

Javed Ahmed Khan and Sushanta Ghosh name in Jagadhatri Puja Banner
শাসকদলের দুই যুযুধান একমঞ্চে, গোলপার্কের জগদ্ধাত্রী পুজোর ব্যানারে বড় চমক
author img

By

Published : Nov 1, 2022, 7:02 PM IST

কলকাতা, 1 নভেম্বর: গোলপার্ক সভ্যবৃন্দ আয়োজিত জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2022) আজ উদ্বোধন করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে এই পুজোর ব্যানারেই যেন বড় চমক । ব্যানারে লেখা প্রধান উপদেষ্টার নাম - কসবার বিধায়ক তথা তৃণমূল নেতা জনাব জাভেদ আহমেদ খান (Javed Ahmed Khan)। আর সেই পুজোরই চেয়ারম্যান পদে একই ব্যানারে নাম বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের (Sushanta Ghosh)। তিনি জাভেদ খানের বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত । তবে দুই যুযুধান এক জায়গায় আসার কারণ কি দলনেত্রীর নির্দেশ ? উঠছে প্রশ্ন ।

সুশান্ত ঘোষ ও জাভেদ খানের গোষ্ঠীকোন্দল নতুন নয় (Javed-Sushanta Name in Same Banner)। তপসিয়া খালপাড়ে ঝুপড়ি পুড়ে গেলে সেখানে সুশান্ত ঘোষ গেলে জাভেদ গোষ্ঠীর লোকজন তাঁকে মারধর করে বলে অভিযোগ উঠেছিল । এমনকী হাসপাতালে ভর্তিও ছিলেন সুশান্ত । মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে গিয়ে সে বার জাভেদ খানকে সতর্ক করেছিলেন । তবে সেই ঝামেলা তার পরেও অব্যাহত ছিল ।

এ দিকে, জাভেদ খান ঘনিষ্ট এক কাউন্সিলরকে মারধরের অভিযোগে উঠেছিল সুশান্ত গোষ্ঠীর বিরুদ্ধে । থানা ঘেরাও হয় । রুবি মোড়ে এক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ঝামেলা হয় । বেশ কয়েকবার জাভেদ খান ও সুশান্ত ঘোষ অনুগামীদের মধ্যে ঝামেলায় রুবির মোড়ের পিছনের এলাকার একাংশ উত্তপ্ত হয়ে উঠেছিল । দু পক্ষই একে ওপরের দিকে অভিযোগের আঙুল তোলেন । টানা চলতে থাকা এই ঝামেলা বন্ধ করা ও সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে কঠোর ভাবে নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: আমফানের অর্থ পাইয়ে দেওয়ার দুর্নীতিতে জড়িত সব দল; জাভেদ খান

গোলপার্ক সদস্যবৃন্দ আয়োজিত জগদ্ধাত্রী পুজোর ব্যানারে সেই নির্দেশের প্রতিফলনই ফুটে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । তাঁদের মতে, দলনেত্রীর নির্দেশের পর দুই পক্ষের মধ্যে রাতারাতি বনিবনা না হলেও, কোন্দল আর প্রকাশ্যে আনতে চাইছে না কেউই । উলটে দলে ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টা করে এক ব্যানারে যুযুধান দু পক্ষের নাম দেওয়া হয়েছে ।

কলকাতা, 1 নভেম্বর: গোলপার্ক সভ্যবৃন্দ আয়োজিত জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2022) আজ উদ্বোধন করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে এই পুজোর ব্যানারেই যেন বড় চমক । ব্যানারে লেখা প্রধান উপদেষ্টার নাম - কসবার বিধায়ক তথা তৃণমূল নেতা জনাব জাভেদ আহমেদ খান (Javed Ahmed Khan)। আর সেই পুজোরই চেয়ারম্যান পদে একই ব্যানারে নাম বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের (Sushanta Ghosh)। তিনি জাভেদ খানের বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত । তবে দুই যুযুধান এক জায়গায় আসার কারণ কি দলনেত্রীর নির্দেশ ? উঠছে প্রশ্ন ।

সুশান্ত ঘোষ ও জাভেদ খানের গোষ্ঠীকোন্দল নতুন নয় (Javed-Sushanta Name in Same Banner)। তপসিয়া খালপাড়ে ঝুপড়ি পুড়ে গেলে সেখানে সুশান্ত ঘোষ গেলে জাভেদ গোষ্ঠীর লোকজন তাঁকে মারধর করে বলে অভিযোগ উঠেছিল । এমনকী হাসপাতালে ভর্তিও ছিলেন সুশান্ত । মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে গিয়ে সে বার জাভেদ খানকে সতর্ক করেছিলেন । তবে সেই ঝামেলা তার পরেও অব্যাহত ছিল ।

এ দিকে, জাভেদ খান ঘনিষ্ট এক কাউন্সিলরকে মারধরের অভিযোগে উঠেছিল সুশান্ত গোষ্ঠীর বিরুদ্ধে । থানা ঘেরাও হয় । রুবি মোড়ে এক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ঝামেলা হয় । বেশ কয়েকবার জাভেদ খান ও সুশান্ত ঘোষ অনুগামীদের মধ্যে ঝামেলায় রুবির মোড়ের পিছনের এলাকার একাংশ উত্তপ্ত হয়ে উঠেছিল । দু পক্ষই একে ওপরের দিকে অভিযোগের আঙুল তোলেন । টানা চলতে থাকা এই ঝামেলা বন্ধ করা ও সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে কঠোর ভাবে নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: আমফানের অর্থ পাইয়ে দেওয়ার দুর্নীতিতে জড়িত সব দল; জাভেদ খান

গোলপার্ক সদস্যবৃন্দ আয়োজিত জগদ্ধাত্রী পুজোর ব্যানারে সেই নির্দেশের প্রতিফলনই ফুটে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । তাঁদের মতে, দলনেত্রীর নির্দেশের পর দুই পক্ষের মধ্যে রাতারাতি বনিবনা না হলেও, কোন্দল আর প্রকাশ্যে আনতে চাইছে না কেউই । উলটে দলে ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টা করে এক ব্যানারে যুযুধান দু পক্ষের নাম দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.