কলকাতা, 2 ডিসেম্বর: জোরকদমে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজার অঞ্চলের কাজ। শুক্রবার সেই কাজ পরিদর্শনে আসেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জিকা। এছাড়াও এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো সুড়ঙ্গের পরিদর্শনেও যান জিকার আধিকারিকরা। দলের নেতৃত্বে ছিলেন সাইতো মিৎসুনোরির। এই পরিদর্শনে জিকার প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন কেএমআরসিএল-এর আধিকারিকরা৷
এদিন বিস্তারিত আলোচনা হয়। কীভাবে কাজ হচ্ছে, সেই বিষয়ে বিস্তারিতভাবে জিকার প্রতিনিধিদের জানিয়েছেন কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর তথা মেট্রো রেলওয়ের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার। পরিদর্শন শেষে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের বা কেএমআরসিএল-এর পক্ষ জানানো হয়েছে, যেভাবে এবং যে পদ্ধতিতে কাজ এগোচ্ছে তাতে সন্তুষ্ট জিকা। কাজ ঠিকঠাক এগোলে চলতি বছরের শেষের দিকেই সম্পূর্ণ হয়ে যাবে বউবাজার অঞ্চলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ । ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্রধান ফান্ডিং সংস্থা হল জিকা। সংস্থার তরফে প্রকল্পের জন্য 8 হাজার 576 কোটি টাকা বরাদ্দ করেছে জিকা।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্যান্য অংশের কাজ বেশ ভালোভাবে এগোলেও বউবাজার অঞ্চেলের কাজের ক্ষেত্রে ইতিমধ্যে বেশ কয়েকবার বড়সড় ধাক্কা খেয়েছে নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল। এই অংশের পর পর বিপত্তি ঘটে যাওয়ার ফলে খরচ বেড়ে গিয়েছে অনেকটা। গতবছর তাঁরা প্রথমবার বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের পরিদর্শনে এসেছিলেন। বউবাজার অঞ্চলের দুর্গা পিতুরি লেন যেখানে বিপত্তি ঘটতে ছিল সে সেই অংশটি খুঁটিয়ে পরিদর্শন করা হয়। এরপর তাঁরা এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো সুড়ঙ্গের পরিদর্শন করেন।
সূত্র মারফৎ জানা গিয়েছে, এদিন সব মেট্রো পরিদর্শন করা হয়েছে। তবে অর্থের অঙ্ক আরও বাড়ছে কি না, সেই বিষয় এখনও কিছু জানা সম্ভব হয়নি। উল্লেখ্য, বউবাজারের মাটির তলা দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন যাচ্ছে। কিন্তু 2019 সালের 31 অগস্ট বউবাজারে বিপর্যয় হয়েছিল। একাধিক বাড়িতে ফাটল ধরা পড়েছিল। 2022 সালেও ফের বিপত্তি হয়েছিল। তার জেরে ওই অংশের কাজ থমকে ছিল। পরে অবশ্য ফের কাজ শুরু হয়েছে। আপাতত জোরকদমে চলছে সেই কাজ।
আরও পড়ুন: