ETV Bharat / state

Urban Forestry in Kolkata: সুভাষ ও রবীন্দ্র সরোবরে এই প্রথম জাপানি কনসেপ্টে হচ্ছে আর্বান ফরেস্ট্রি - আর্বান ফরেস্ট্রি

নয়া উদ্যোগ কলকাতা পৌরনিগমের ৷ কলকাতার দুই প্রান্তের দুই সরোবর সুভাষ ও রবীন্দ্র সরোবরে জাপানি কনসেপ্টে হচ্ছে আর্বান ফরেস্ট্রি ৷ সবুজায়নের নয়া উদ্যোগ ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 22, 2023, 11:01 PM IST

কলকাতা, 22 জুলাই: শহর কলকাতায় প্রথম জাপানি কনসেপ্টে হচ্ছে শহুরে বনায়ন। স্বল্প জায়গায় এই বনায়নের পরিকল্পনা করেছিলেন জাপানি এক ব্যক্তি মিও কে । তার মডেলকে অনুসরণ করে দূষণ ঠেকাতে কলকাতায় প্রথম এই বনায়ন পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এই উদ্যোগ নেওয়া হচ্ছে কলকাতার দুই প্রান্তের দুই সরোবর রবীন্দ্র ও সুভাষ সরোবরে ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । তবে এতবড় কর্মকাণ্ডে কলকাতা কর্পোরেশনের নামমাত্র খরচ হবে । মাত্র 60 লাখ টাকা খরচ হবে এই মডেল বনায়ন করতে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এই মডেলে শহুরে বনায়ন করার মূল উপকারিতা হল, যে গাছের চারাগুলি রোপণ করা হয় তা একে অপরের পরিপূরক এবং একইসঙ্গে বেশি পরিমাণে অক্সিজেন তৈরির ক্ষেত্রে সহায়ক ।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, বাংলায় কি প্রভাব পড়বে?

বর্তমানে এই বনায়ন তৈরি করার জন্য কলকাতার সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরকে পাইলট প্রজেক্ট হিসেবে ধরা হয়েছে । দূষিত শহরের তালিকায় দিল্লি থেকে খুব বেশি পিছিয়ে নেই তিলোত্তমা কলকাতা । সীমিত জায়গায় শহরে বছরের পর বছর চেষ্টা করেও খুব একটা শহুরে বনায়ন করে উঠতে পারেনি কলকাতা পৌরনিগম । শেষমেষ জাপানি কনসেপ্টের উপরে ভর করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই উদ্যোগ সফল হলে মহানগরের বুকেই আরও বেশ কয়েকটি জায়গায় হবে এই একই মডেলের বনায়ন ।

আরও পড়ুন: মোষের লড়াইয়ে মৃত্যু বাঘের, ভাইরাল ভিডিয়ো

ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন আগামী তিন বছরে কলকাতা এবং সংশ্লিষ্ট অঞ্চলে এক কোটি গাছ লাগানো হবে । সেই লক্ষ্যে ইতিমধ্যেই মেয়রের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে । কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, কলকাতা এবং হাওড়া মিলিয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত গঙ্গার দু'পাড়ে বৃক্ষরোপণ হবে । জায়গা ঠিক করতে আগামী এক সপ্তাহের মধ্যেই নদীপথে যৌথ পরিদর্শন হবে । উপস্থিত থাকবেন কলকাতা ও হাওড়া কর্পোরেশনের আধিকারিক, বন্দর এবং সেনার প্রতিনিধিরা । শহরে স্থান সংকুলান কম থাকায় মূলত দেবদারু গাছ লাগানোয় জোর দেওয়া হবে । দুই সরোবরের এই বনায়নের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই । উল্লেখ্য, ইতিমধ্যেই রাজারহাট নিউটাউন ইকো পার্কের বিরাট পরিসর ঘিরে হয়েছে আর্বান ফরেস্ট্রি ।

কলকাতা, 22 জুলাই: শহর কলকাতায় প্রথম জাপানি কনসেপ্টে হচ্ছে শহুরে বনায়ন। স্বল্প জায়গায় এই বনায়নের পরিকল্পনা করেছিলেন জাপানি এক ব্যক্তি মিও কে । তার মডেলকে অনুসরণ করে দূষণ ঠেকাতে কলকাতায় প্রথম এই বনায়ন পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এই উদ্যোগ নেওয়া হচ্ছে কলকাতার দুই প্রান্তের দুই সরোবর রবীন্দ্র ও সুভাষ সরোবরে ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । তবে এতবড় কর্মকাণ্ডে কলকাতা কর্পোরেশনের নামমাত্র খরচ হবে । মাত্র 60 লাখ টাকা খরচ হবে এই মডেল বনায়ন করতে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এই মডেলে শহুরে বনায়ন করার মূল উপকারিতা হল, যে গাছের চারাগুলি রোপণ করা হয় তা একে অপরের পরিপূরক এবং একইসঙ্গে বেশি পরিমাণে অক্সিজেন তৈরির ক্ষেত্রে সহায়ক ।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, বাংলায় কি প্রভাব পড়বে?

বর্তমানে এই বনায়ন তৈরি করার জন্য কলকাতার সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরকে পাইলট প্রজেক্ট হিসেবে ধরা হয়েছে । দূষিত শহরের তালিকায় দিল্লি থেকে খুব বেশি পিছিয়ে নেই তিলোত্তমা কলকাতা । সীমিত জায়গায় শহরে বছরের পর বছর চেষ্টা করেও খুব একটা শহুরে বনায়ন করে উঠতে পারেনি কলকাতা পৌরনিগম । শেষমেষ জাপানি কনসেপ্টের উপরে ভর করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই উদ্যোগ সফল হলে মহানগরের বুকেই আরও বেশ কয়েকটি জায়গায় হবে এই একই মডেলের বনায়ন ।

আরও পড়ুন: মোষের লড়াইয়ে মৃত্যু বাঘের, ভাইরাল ভিডিয়ো

ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন আগামী তিন বছরে কলকাতা এবং সংশ্লিষ্ট অঞ্চলে এক কোটি গাছ লাগানো হবে । সেই লক্ষ্যে ইতিমধ্যেই মেয়রের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে । কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, কলকাতা এবং হাওড়া মিলিয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত গঙ্গার দু'পাড়ে বৃক্ষরোপণ হবে । জায়গা ঠিক করতে আগামী এক সপ্তাহের মধ্যেই নদীপথে যৌথ পরিদর্শন হবে । উপস্থিত থাকবেন কলকাতা ও হাওড়া কর্পোরেশনের আধিকারিক, বন্দর এবং সেনার প্রতিনিধিরা । শহরে স্থান সংকুলান কম থাকায় মূলত দেবদারু গাছ লাগানোয় জোর দেওয়া হবে । দুই সরোবরের এই বনায়নের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই । উল্লেখ্য, ইতিমধ্যেই রাজারহাট নিউটাউন ইকো পার্কের বিরাট পরিসর ঘিরে হয়েছে আর্বান ফরেস্ট্রি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.