ETV Bharat / state

Janmashtami 2023: ঊর্ধ্বমুখী ফল ও সবজি, জন্মাষ্টমীতে কলকাতায় বড় তাল বিক্রি হচ্ছে 300 টাকায় - জন্মাষ্টমী উপলক্ষে সব থেকে বেশি চাহিদা থাকে তালের

জন্মাষ্টমী পুজোর তিথি শুরুর আগে থেকেই চড়া বাজারদর ৷ ফল থেকে সবজি সবই কার্যত মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে ৷ তাতেও বাজারে ভিড় ৷ কষ্ট হলেও একটা দিন গোপালের পছন্দের জিনিস কিনতে খামতি রাখছেন না কেউ ৷

Etv Bharat
জন্মাষ্টমীর ফল বাজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 11:39 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: আজ দুপুর 3টে 27 মিনিট থেকে জন্মাষ্টমী পুজোর তিথি পড়ছে । ভগবান কৃষ্ণের পুজো আগে থেকেই আপেল, কলা থেকে শুরু করে তাল কিংবা বিভিন্ন সবজি আজ ছোঁয়া দায় । তবু জন্মাষ্টমী বলে কথা ! অতিরিক্ত গাঁটের টাকা খরচ করেই দিনভর পুজোর বাজার করবেন গোপাল ভক্তরা ।

জন্মাষ্টমী উপলক্ষে সব থেকে বেশি চাহিদা থাকে তালের । ফুলুরি থেকে শুরু করে তালের বিভিন্ন রকমের খাবার দেওয়া হয় গোপালকে । বেশ কয়েকদিন আগেও একদম ছোট তাল ছিল 20-30 টাকা ৷ আর সেই তাল আজ এক লাফে 60-80 টাকা । মাঝারি মাপের তাল 70-80 টাকা বিকোলেও আজ তার দাম দাঁড়িয়েছে 160 টাকা। বড় তাল দাম কমবেশি 300 টাকা। পিছিয়ে নেই আপেলও। প্রতি কেজি বিকোচ্ছে 220-250 টাকা । মুসুম্বি লেবু 5টা কোথায় 80 টাকা তো কোথাও 100 টাকায় বিক্রি হচ্ছে । ন্যাসপাতি 160-180 টাকা কেজি । বেশ কয়েকদিন আগেও এর দাম ছিল 100-র ঘরে ৷ মাঝারি মাপের বাতাবি লেবু 40-50 টাকা পিস । আতা 200 টাকা কেজি । তরমুজ প্রতি পিস 70-80 টাকা । আর কলা 60-80 টাকা ডজন ।

শুধু ফল নয়, বাজারে দাম চড়ছে সবজিরও । কুমড়ো 50-60 টাকা কেজি । ঝিঙে কেজি প্রতি 80-100 টাকা । বেগুন 120-150 টাকা প্রতি কেজি । গাজর 80-100 টাকা কেজি । বিনস প্রতি কেজি 120-150 টাকা । ক্যাপসিকাম প্রতি কেজি 180-200 টাকা । পটল 100 টাকা কেজি । ঢ্যাঁড়শ 100 টাকা কেজি । চন্দ্রমুখী আলু 32 টাকা কেজি ।

দামে হাত পুড়ছে ভক্তদের ৷ তবু বাজারে মানুষের ঢল । যতই হোক বছরে একটা দিন । অনেকেই তাল নারকেলের দামের ঠেলায় বিকল্প হিসেবে কিনছেন রেডিমেড তালের বড়া, নারকেল ও তিলের নাড়ু । প্রতি পিস 5-6 টাকা । আজ দিনভর চলবে বাজার । শেষে তৈরি হবে জন্মাষ্টমীর ভোগ, মিষ্টি ।

ক্রেতার কথায়, "সবজি বা ফলের দাম বেড়ে গিয়েছে তেমন নয় । এখন যেকোনও পুজো এলেই বাজারে সব জিনিসের দাম বাড়ে । কিন্তু আমদের কিছু করার না থাকলেও কিনতে হবে । নানাভাবে চেষ্টা করি অল্প হলেও কিনে পুজোটা করার ।" বিক্রেতাদের পালটা দাবি, "পাইকারি বাজারে গতকাল থেকে দাম বেড়ে গিয়েছে অনেকটাই । তাই আমদের কিনতে হয়েছে দ্বিগুণ দামে । আমরা বিক্রি করছি তাই বাধ্য হয়ে দ্বিগুণ দামে । আশা করছি ফের পরশু থেকে বাজার স্বাভাবিক হয়ে যাবে ।"

আরও পড়ুন : বুধ নাকি বৃহস্পতি? জেনে নিন কৃষ্ণের জন্মভূমিতে জন্মাষ্টমী পুজোর শুভ তিথি

কলকাতা, 6 সেপ্টেম্বর: আজ দুপুর 3টে 27 মিনিট থেকে জন্মাষ্টমী পুজোর তিথি পড়ছে । ভগবান কৃষ্ণের পুজো আগে থেকেই আপেল, কলা থেকে শুরু করে তাল কিংবা বিভিন্ন সবজি আজ ছোঁয়া দায় । তবু জন্মাষ্টমী বলে কথা ! অতিরিক্ত গাঁটের টাকা খরচ করেই দিনভর পুজোর বাজার করবেন গোপাল ভক্তরা ।

জন্মাষ্টমী উপলক্ষে সব থেকে বেশি চাহিদা থাকে তালের । ফুলুরি থেকে শুরু করে তালের বিভিন্ন রকমের খাবার দেওয়া হয় গোপালকে । বেশ কয়েকদিন আগেও একদম ছোট তাল ছিল 20-30 টাকা ৷ আর সেই তাল আজ এক লাফে 60-80 টাকা । মাঝারি মাপের তাল 70-80 টাকা বিকোলেও আজ তার দাম দাঁড়িয়েছে 160 টাকা। বড় তাল দাম কমবেশি 300 টাকা। পিছিয়ে নেই আপেলও। প্রতি কেজি বিকোচ্ছে 220-250 টাকা । মুসুম্বি লেবু 5টা কোথায় 80 টাকা তো কোথাও 100 টাকায় বিক্রি হচ্ছে । ন্যাসপাতি 160-180 টাকা কেজি । বেশ কয়েকদিন আগেও এর দাম ছিল 100-র ঘরে ৷ মাঝারি মাপের বাতাবি লেবু 40-50 টাকা পিস । আতা 200 টাকা কেজি । তরমুজ প্রতি পিস 70-80 টাকা । আর কলা 60-80 টাকা ডজন ।

শুধু ফল নয়, বাজারে দাম চড়ছে সবজিরও । কুমড়ো 50-60 টাকা কেজি । ঝিঙে কেজি প্রতি 80-100 টাকা । বেগুন 120-150 টাকা প্রতি কেজি । গাজর 80-100 টাকা কেজি । বিনস প্রতি কেজি 120-150 টাকা । ক্যাপসিকাম প্রতি কেজি 180-200 টাকা । পটল 100 টাকা কেজি । ঢ্যাঁড়শ 100 টাকা কেজি । চন্দ্রমুখী আলু 32 টাকা কেজি ।

দামে হাত পুড়ছে ভক্তদের ৷ তবু বাজারে মানুষের ঢল । যতই হোক বছরে একটা দিন । অনেকেই তাল নারকেলের দামের ঠেলায় বিকল্প হিসেবে কিনছেন রেডিমেড তালের বড়া, নারকেল ও তিলের নাড়ু । প্রতি পিস 5-6 টাকা । আজ দিনভর চলবে বাজার । শেষে তৈরি হবে জন্মাষ্টমীর ভোগ, মিষ্টি ।

ক্রেতার কথায়, "সবজি বা ফলের দাম বেড়ে গিয়েছে তেমন নয় । এখন যেকোনও পুজো এলেই বাজারে সব জিনিসের দাম বাড়ে । কিন্তু আমদের কিছু করার না থাকলেও কিনতে হবে । নানাভাবে চেষ্টা করি অল্প হলেও কিনে পুজোটা করার ।" বিক্রেতাদের পালটা দাবি, "পাইকারি বাজারে গতকাল থেকে দাম বেড়ে গিয়েছে অনেকটাই । তাই আমদের কিনতে হয়েছে দ্বিগুণ দামে । আমরা বিক্রি করছি তাই বাধ্য হয়ে দ্বিগুণ দামে । আশা করছি ফের পরশু থেকে বাজার স্বাভাবিক হয়ে যাবে ।"

আরও পড়ুন : বুধ নাকি বৃহস্পতি? জেনে নিন কৃষ্ণের জন্মভূমিতে জন্মাষ্টমী পুজোর শুভ তিথি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.