ETV Bharat / state

টাকা নিয়েছেন অধীর-সুজন-বিমান? সুদীপ্তর চিঠিতে জল্পনা, চক্রান্তের গন্ধ বিরোধীদের - Sujan Chakrabarty

সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত সেন । সেখান থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তিনি । যে চিঠিটি প্রকাশ্যে এসেছে , সেখানে বামফ্রন্ট ,কংগ্রেস ও বিজেপির কয়েকজন নেতানেত্রীর নাম রয়েছে বলে খবর । সেখানে সুজন চক্রবর্তীর নামও রয়েছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।

Kolkata
কলকাতা
author img

By

Published : Dec 6, 2020, 1:55 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন । তার মধ্যে সিপিআইএম, কংগ্রেস ও বিজেপিরও কয়েকজন রয়েছেন । জেল থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই দাবিই করলেন সুদীপ্ত সেন । যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । পাশাপাশি সাত বছর চুপ থাকার পর বিধানসভা ভোটের আগে তাঁর এই চিঠি লেখা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ।

সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত সেন । যে চিঠিটি প্রকাশ্যে এসেছে সেখানে যাঁরা তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআই ও পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি । লেখা রয়েছে, "আমি সুদীপ্ত সেন । সারদা গ্রুপ অফ কম্পানিজ়ের মালিক ও ডিরেক্টর । আপনাদের জানাতে চাই যে একাধিক প্রভাবশালী ব্যক্তি আমার থেকে প্রচুর আর্থিক সাহায্য নিয়েছেন । কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ।"

1 তারিখে পাঠানো ওই চিঠিতে তিনি সিপিআইএম, কংগ্রেস ও বিজেপির কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন । দু'পাতার এই চিঠিতে অধীর চৌধুরি 6 কোটি টাকা, শুভেন্দু অধিকারী 6 কোটি টাকা, সুজন চক্রবর্তী 9 কোটি টাকা ও বিমান বসু 2 কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেছেন তিনি । মুকুল রায়ের নাম উল্লেখ করা হলেও তিনি কত টাকা নিয়েছেন তার পরিমাণ লেখা নেই । তিনি নাকি এত টাকা নিয়েছেন যে মনে করতে পারছেন না । সঙ্গে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য পুলিশ ও সিবিআইয়ের কাছে আবেদন করেছেন ।

আরও পড়ুন , লোকসানে চলা চ্যানেল 6 কোটিতে কেন কিনলেন সুদীপ্ত ? শুভাপ্রসন্নকে প্রশ্ন ED-র


তবে তিনি এই একই কথা নাকি সিবিআই ও পুলিশকে আগেও জানিয়েছিলেন কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি । লিখেছেন, "আমি সিবিআইকে এগুলো সবই জানিয়েছি । যাঁরা নীতি-আদর্শের কথা বলেন তাঁরাই গরিবদের সঙ্গে প্রতারণা করেছেন যা খুবই দুঃখজনক । বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখার জন্য সিবিআই ও পুলিশের কাছে আবেদন জানাচ্ছি ।"

আরও পড়ুন , রেল রোকো-গুরুঙের সভা, যানজটের শিলিগুড়িতে পরীক্ষা দেওয়া হল না পিএসসি পরীক্ষার্থীদের

অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "এটা হাস্যকর । পুরোটাই অপরিণত হাতের কাজ । অভিযোগ করা হল সিপিআইএম নেতৃত্ব জড়িত চিটফান্ডের সঙ্গে । গত সাত বছর ধরে বামফ্রন্ট এবং কংগ্রেস চিটফান্ড কেলেঙ্কারির বিরুদ্ধে আদালতে গিয়েছে । শাসকদল ঠেকানোর চেষ্টা করেছে । আর এখন বলা হচ্ছে অভিযুক্ত বিমান বসু সহ আমরা ।" নিম্নমানের রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস । তাদের সঙ্গে সুর মিলিয়ে নোংরা রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপিও । সিবিআই সত্যিটা বের করে আনবে বলে তাদের বক্তব্য । তবে এনিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

সংবাদসংস্থা পিটিআইকে এক জেল আধিকারিক বলেন, চিঠিটা জেলের নিয়ম মেনে এডিজি(সংশোধনাগার) পীযূষ পান্ডের কাছে পাঠানো হয়েছে । যদিও তিন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি । 2013 সালে লাখ লাখ মানুষকে প্রতারণার অভিযোগে কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় ।

কলকাতা, 6 ডিসেম্বর : রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন । তার মধ্যে সিপিআইএম, কংগ্রেস ও বিজেপিরও কয়েকজন রয়েছেন । জেল থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই দাবিই করলেন সুদীপ্ত সেন । যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । পাশাপাশি সাত বছর চুপ থাকার পর বিধানসভা ভোটের আগে তাঁর এই চিঠি লেখা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ।

সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত সেন । যে চিঠিটি প্রকাশ্যে এসেছে সেখানে যাঁরা তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআই ও পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি । লেখা রয়েছে, "আমি সুদীপ্ত সেন । সারদা গ্রুপ অফ কম্পানিজ়ের মালিক ও ডিরেক্টর । আপনাদের জানাতে চাই যে একাধিক প্রভাবশালী ব্যক্তি আমার থেকে প্রচুর আর্থিক সাহায্য নিয়েছেন । কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ।"

1 তারিখে পাঠানো ওই চিঠিতে তিনি সিপিআইএম, কংগ্রেস ও বিজেপির কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন । দু'পাতার এই চিঠিতে অধীর চৌধুরি 6 কোটি টাকা, শুভেন্দু অধিকারী 6 কোটি টাকা, সুজন চক্রবর্তী 9 কোটি টাকা ও বিমান বসু 2 কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেছেন তিনি । মুকুল রায়ের নাম উল্লেখ করা হলেও তিনি কত টাকা নিয়েছেন তার পরিমাণ লেখা নেই । তিনি নাকি এত টাকা নিয়েছেন যে মনে করতে পারছেন না । সঙ্গে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য পুলিশ ও সিবিআইয়ের কাছে আবেদন করেছেন ।

আরও পড়ুন , লোকসানে চলা চ্যানেল 6 কোটিতে কেন কিনলেন সুদীপ্ত ? শুভাপ্রসন্নকে প্রশ্ন ED-র


তবে তিনি এই একই কথা নাকি সিবিআই ও পুলিশকে আগেও জানিয়েছিলেন কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি । লিখেছেন, "আমি সিবিআইকে এগুলো সবই জানিয়েছি । যাঁরা নীতি-আদর্শের কথা বলেন তাঁরাই গরিবদের সঙ্গে প্রতারণা করেছেন যা খুবই দুঃখজনক । বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখার জন্য সিবিআই ও পুলিশের কাছে আবেদন জানাচ্ছি ।"

আরও পড়ুন , রেল রোকো-গুরুঙের সভা, যানজটের শিলিগুড়িতে পরীক্ষা দেওয়া হল না পিএসসি পরীক্ষার্থীদের

অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "এটা হাস্যকর । পুরোটাই অপরিণত হাতের কাজ । অভিযোগ করা হল সিপিআইএম নেতৃত্ব জড়িত চিটফান্ডের সঙ্গে । গত সাত বছর ধরে বামফ্রন্ট এবং কংগ্রেস চিটফান্ড কেলেঙ্কারির বিরুদ্ধে আদালতে গিয়েছে । শাসকদল ঠেকানোর চেষ্টা করেছে । আর এখন বলা হচ্ছে অভিযুক্ত বিমান বসু সহ আমরা ।" নিম্নমানের রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস । তাদের সঙ্গে সুর মিলিয়ে নোংরা রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপিও । সিবিআই সত্যিটা বের করে আনবে বলে তাদের বক্তব্য । তবে এনিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

সংবাদসংস্থা পিটিআইকে এক জেল আধিকারিক বলেন, চিঠিটা জেলের নিয়ম মেনে এডিজি(সংশোধনাগার) পীযূষ পান্ডের কাছে পাঠানো হয়েছে । যদিও তিন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি । 2013 সালে লাখ লাখ মানুষকে প্রতারণার অভিযোগে কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.