কলকাতা, 22 এপ্রিল: বগটুই থেকে হাঁসখালি - রাজ্যের নানা ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ এ বার দিল্লির জাহাঙ্গিরপুরীর (Jahangirpuri violence) পথে তৃণমূলের পাল্টা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ৷ উচ্ছেদকে ঘিরে রাজধানীতে যে হিংসার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করেছেন কমিটির সদস্যরা (TMC fact finding team visiting Delhi)৷ এলাকা পরিদর্শনের পাশাপাশি সেখানকার মানুষজনের সঙ্গেও কথা বলবেন তাঁরা ৷
দিল্লির জাহাঙ্গীরপুরীতে তৃণমূলের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গিয়েছে, তার নেতৃত্ব রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ এ ছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন অর্পিতা ঘোষ, অপরূপা পোদ্দার ও সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল রাতের বিমানে শতাব্দী রায় আগেই সেখানে পৌঁছে গিয়েছেন ।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছেন ৷ জাহাঙ্গিরপুরীতে যে ঘটনা ঘটেছে তা অমানবিক ৷ ওটা অসাংবিধানিক ৷ এই ভাবে বুলডোজার টেকনোলজির ব্যবহার তৃণমূল কংগ্রেস সমর্থন করে না ৷ এ সব করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আগে পুনর্বাসনের কথা ভাবেন ৷ তিনি সব শ্রেণির মানুষকে একসঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছেন ৷ এই ধরনের ভেদাভেদ, উচ্ছেদ তিনি পছন্দ করেন না ৷ তাই সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে তিনি পাঠিয়েছেন ৷ সংসদীয় দল হিসেবে আমরা যাব, কথা বলব এবং দেখব কোন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা হয়েছে ৷" তিনি ছাড়াও তৃণমূলের মহিলা প্রতিনিধি দলে রয়েছেন সাজদা বেগম, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, অর্পিতা ঘোষ ৷
আরও পড়ুন: Bjp Fact Finding Team Visit Hanskhali: হাঁসখালিতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা
সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমরা পাঁচজনের মহিলা প্রতিনিধি দল পাঠাচ্ছি ৷ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যাচ্ছেন শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, অর্পিতা ঘোষ-সহ পাঁচজন ৷ আমি দিল্লি থেকেই বিষয়টি নজরদারি করব ৷ অনেককে যেতে দিচ্ছে না খবর পাচ্ছি । খুবই মারাত্মক ঘটনা ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে ৷ সংসদ বন্ধ, তাই এটা লোকসভাতে তোলার সুযোগ কম ৷ সেই কারণেই প্রতিনিধি দল পাঠাচ্ছি ৷"
অপরূপা পোদ্দারের কথায়, "কাকলিদির নেতৃত্বে আমাদের পাঠিয়েছেন নেত্রী ৷ জঘন্য ঘটনা ঘটেছে । যেটা দেখেছি সংবাদমাধ্যমে দেখছি ৷ সেখানে পৌঁছে বিষয়টি দেখে নিয়ে তারপর এ বিষয়ে কথা বলব ।" কেন বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে দেওয়া হল, তা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন অর্পিতা ঘোষ ৷
আরও পড়ুন: Hanskhali Rape Murder: বগটুইয়ের পর হাঁসখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপি