ETV Bharat / state

মিমিক্রি বিতর্কের মাঝেও কল্যাণকে জন্মদিনে শুভেচ্ছা ধনকড়ের, অভিভূত সাংসদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 9:40 PM IST

Kalyan Banerjee Mimicry Controversy: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় কীভাবে রাজ্যসভা পরিচালনা করেন তা নিয়ে ব্যঙ্গ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই তা নিয়ে বিতর্ক শুরু হয় ৷ সেই সাংসদকেই এবার ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি ৷ করেছেন নৈশভোজের আমন্ত্রণও ৷

ETV Bharat
কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনকড়

কলকাতা, 4 জানুয়ারি: তবে কি মিমিক্রি বিতর্ক অতীত ? তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় । রাজনৈতিক উত্তাপের মাঝে সৌজন্যের একটা ছবি আরও একবার ধরা পড়ল এদিন ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই এই খবর জানিয়েছেন । সোশাল মিডিয়া এক্স (টুইটার) হ্যান্ডেলে জন্মদিনে তাঁকে ফোন করে ধনকড়ের শুভেচ্ছা জানানোর কথা জানিয়েছেন তিনি । ভুলে গেলে চলবে না মিমিক্রি বিতর্কের সময় জগদীপ ধনকড় রীতিমত ক্ষোভপ্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই আইনজীবী সাংসদের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে জাতীয় ক্ষেত্রে উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করার জন্য প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছিল কল্যাণকে । এমনকী প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, তাঁরাও এই মিমিক্রি বিতর্কে মুখ খুলেছিলেন । তারপর এদিন স্বয়ং জগদীপ ধনকড়ের সাংসদকে ফোন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

যতদূর জানা যাচ্ছে, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুধু ফোন করে শুভেচ্ছা জানানোই নয়, তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন উপরাষ্ট্রপতি । তাঁকে সস্ত্রীক দিল্লিতে উপরাষ্ট্রপতির বাসভবনে তাঁর পরিবারের সঙ্গে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ধনকড় । মিমিক্রি বিতর্কের মধ্যেও এদিনের ফোন পাওয়ায় মনে করা হচ্ছে যে উত্তাপ তৈরি হয়েছিল তা অনেকটাই প্রশমিত হতে চলেছে । বিতর্কের বদলে জায়গা নিতে চলেছে সৌজন্য ।

  • I thank Hon'ble @VPIndia for his warm greetings on my Birthday. I'm overwhelmed that he personally had a telephone conversation with my wife and conveyed his blessings to my entire family.
    He also invited my wife and me to have dinner at his residence in Delhi with his family.

    — Kalyan Banerjee (@KBanerjee_AITC) January 4, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ায় তৃণমূল সাংসদ এদিন লিখেছেন, ফোন করে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিবারের মঙ্গল কামনা করেছেন জগদীপ ধনকড় । সপরিবারে তাঁর দিল্লির বাড়িতে নৈশভোজে আমন্ত্রণও জানিয়েছেন । একই সঙ্গে ধনকরকে ধন্যবাদ জানিয়ে কল্যাণ লিখেছেন, "আমি অভিভূত ।"

19 ডিসেম্বর সাসপেন্ড হওয়া সাংসদদের ধরনা বিক্ষোভ চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে নকল করে ব্যঙ্গ করেন ৷ ধনকড় কীভাবে রাজ্যসভা পরিচালনা করেন সেটাই নকল করে দেখাচ্ছিলেন তিনি ৷ তাঁকে এভাবে ব্যঙ্গ করতে দেখে হাসিতে লুটিয়ে পড়তে দেখা যায় অন্য সাংসদদের ৷ সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷ তাঁকে মোবাইল হাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মিমিক্রি রেকর্ড করেত দেখা যায় ৷ এরপরই সমালোচনায় সরব হতে দেখা যায় বিজেপিকে ৷ নিন্দা করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ৷ এই ঘটনার 2 সপ্তাহ পরই সেই সাংসদের জন্মদিনেই তাঁকে ফোন শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷

আরও পড়ুন :

1. 'বেশ করেছি নকল করেছি', এবার প্রধানমন্ত্রীর মিমিক্রি এলইডি স্ক্রিনে দেখানোর ঘোষণা কল্যাণের !

2. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের

3. জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করায় কল্যাণের বিরুদ্ধে এফআইআর, সমালোচনা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

কলকাতা, 4 জানুয়ারি: তবে কি মিমিক্রি বিতর্ক অতীত ? তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় । রাজনৈতিক উত্তাপের মাঝে সৌজন্যের একটা ছবি আরও একবার ধরা পড়ল এদিন ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই এই খবর জানিয়েছেন । সোশাল মিডিয়া এক্স (টুইটার) হ্যান্ডেলে জন্মদিনে তাঁকে ফোন করে ধনকড়ের শুভেচ্ছা জানানোর কথা জানিয়েছেন তিনি । ভুলে গেলে চলবে না মিমিক্রি বিতর্কের সময় জগদীপ ধনকড় রীতিমত ক্ষোভপ্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই আইনজীবী সাংসদের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে জাতীয় ক্ষেত্রে উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করার জন্য প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছিল কল্যাণকে । এমনকী প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, তাঁরাও এই মিমিক্রি বিতর্কে মুখ খুলেছিলেন । তারপর এদিন স্বয়ং জগদীপ ধনকড়ের সাংসদকে ফোন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

যতদূর জানা যাচ্ছে, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুধু ফোন করে শুভেচ্ছা জানানোই নয়, তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন উপরাষ্ট্রপতি । তাঁকে সস্ত্রীক দিল্লিতে উপরাষ্ট্রপতির বাসভবনে তাঁর পরিবারের সঙ্গে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ধনকড় । মিমিক্রি বিতর্কের মধ্যেও এদিনের ফোন পাওয়ায় মনে করা হচ্ছে যে উত্তাপ তৈরি হয়েছিল তা অনেকটাই প্রশমিত হতে চলেছে । বিতর্কের বদলে জায়গা নিতে চলেছে সৌজন্য ।

  • I thank Hon'ble @VPIndia for his warm greetings on my Birthday. I'm overwhelmed that he personally had a telephone conversation with my wife and conveyed his blessings to my entire family.
    He also invited my wife and me to have dinner at his residence in Delhi with his family.

    — Kalyan Banerjee (@KBanerjee_AITC) January 4, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ায় তৃণমূল সাংসদ এদিন লিখেছেন, ফোন করে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিবারের মঙ্গল কামনা করেছেন জগদীপ ধনকড় । সপরিবারে তাঁর দিল্লির বাড়িতে নৈশভোজে আমন্ত্রণও জানিয়েছেন । একই সঙ্গে ধনকরকে ধন্যবাদ জানিয়ে কল্যাণ লিখেছেন, "আমি অভিভূত ।"

19 ডিসেম্বর সাসপেন্ড হওয়া সাংসদদের ধরনা বিক্ষোভ চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে নকল করে ব্যঙ্গ করেন ৷ ধনকড় কীভাবে রাজ্যসভা পরিচালনা করেন সেটাই নকল করে দেখাচ্ছিলেন তিনি ৷ তাঁকে এভাবে ব্যঙ্গ করতে দেখে হাসিতে লুটিয়ে পড়তে দেখা যায় অন্য সাংসদদের ৷ সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷ তাঁকে মোবাইল হাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মিমিক্রি রেকর্ড করেত দেখা যায় ৷ এরপরই সমালোচনায় সরব হতে দেখা যায় বিজেপিকে ৷ নিন্দা করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ৷ এই ঘটনার 2 সপ্তাহ পরই সেই সাংসদের জন্মদিনেই তাঁকে ফোন শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷

আরও পড়ুন :

1. 'বেশ করেছি নকল করেছি', এবার প্রধানমন্ত্রীর মিমিক্রি এলইডি স্ক্রিনে দেখানোর ঘোষণা কল্যাণের !

2. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের

3. জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করায় কল্যাণের বিরুদ্ধে এফআইআর, সমালোচনা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.