ETV Bharat / state

ভারতীয় সেনার আত্মত্যাগ বিফলে যাবে না, টুইট রাজ্যপালের - ভারত-চিন সীমান্ত

টুইটে বীরভূমের শহিদ জওয়ান রাজেশ ওরাংকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

ভারতীয় সেনার ত্যাগ বিফলে যাবে না, টুইটে রাজ্যপালের শ্রদ্ধা
ভারতীয় সেনার ত্যাগ বিফলে যাবে না, টুইটে রাজ্যপালের শ্রদ্ধা
author img

By

Published : Jun 17, 2020, 11:07 AM IST

কলকাতা, 17 জুন: গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় শহিদ হয়েছেন বীরভূমের রাজেশ ওরাংয়ের । টুইটে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

গালওয়ান উপত্যকায় সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন জওয়ান ৷ তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের জওয়ান রাজেশ ওরাং ৷ বুধবার টুইটে রাজেশের উদ্দেশে শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে তিনি লেখেন, "বীরভূমের মহম্মদবাজার থানার বেলঘড়িয়া গ্রামের রাজেশ ওরাংকে কুর্নিশ জানাই ৷ লাদাখে চিন সেনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দেশের জন্য আত্মত্যাগ করেছে রাজেশ ৷ রাজেশের বাবা-মার প্রতি আমার সমবেদনা রইল ৷ গোটা দেশ তাঁদের পাশে রয়েছে ৷" বছর পঁচিশের রাজেশ ওরাং 2015 সালে সেনাবাহিনীতে যোগ দেন ৷ রাজেশের মৃত্যুর খবর বীরভূমের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার ৷

  • SalutationsOur Rajesh Orang of village Belghorhia under Md Bazar PS, Birbhum made supreme sacrifice for Nation in a ‘violent face-off’ with Chinese troops in Ladakh's #Galwanvalley.

    My condolences to his parents-Rajesh ji Orang and Mamata ji Orang. Nation stands with them. (1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও একটি টুইটে রাজ্যপাল লেখেন, "ভারতীয় সেনার এই ত্যাগ বিফলে যাবে না ৷ শূন্য ডিগ্রি তাপমাত্রায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের এই বলিদানে গোটা দেশের মানুষ কৃতজ্ঞ থাকবে ৷ ভারতীয় সেনাবাহিনী ত্যাগ স্বীকার করার জন্য সর্বদা প্রস্তুত ৷ এটা আমাদের সবসময় মনে রাখতে হবে ৷"

  • Befitting response of our Army will not go in vain. Nation is beholden to them for making supreme sacrifice in defence of our sovereignty at zero temperature.

    We must ever remember-our comfort state is because of ever readiness of our Armed forces to make any sacrifice.(2/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 17 জুন: গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় শহিদ হয়েছেন বীরভূমের রাজেশ ওরাংয়ের । টুইটে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

গালওয়ান উপত্যকায় সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন জওয়ান ৷ তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের জওয়ান রাজেশ ওরাং ৷ বুধবার টুইটে রাজেশের উদ্দেশে শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে তিনি লেখেন, "বীরভূমের মহম্মদবাজার থানার বেলঘড়িয়া গ্রামের রাজেশ ওরাংকে কুর্নিশ জানাই ৷ লাদাখে চিন সেনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দেশের জন্য আত্মত্যাগ করেছে রাজেশ ৷ রাজেশের বাবা-মার প্রতি আমার সমবেদনা রইল ৷ গোটা দেশ তাঁদের পাশে রয়েছে ৷" বছর পঁচিশের রাজেশ ওরাং 2015 সালে সেনাবাহিনীতে যোগ দেন ৷ রাজেশের মৃত্যুর খবর বীরভূমের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার ৷

  • SalutationsOur Rajesh Orang of village Belghorhia under Md Bazar PS, Birbhum made supreme sacrifice for Nation in a ‘violent face-off’ with Chinese troops in Ladakh's #Galwanvalley.

    My condolences to his parents-Rajesh ji Orang and Mamata ji Orang. Nation stands with them. (1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও একটি টুইটে রাজ্যপাল লেখেন, "ভারতীয় সেনার এই ত্যাগ বিফলে যাবে না ৷ শূন্য ডিগ্রি তাপমাত্রায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের এই বলিদানে গোটা দেশের মানুষ কৃতজ্ঞ থাকবে ৷ ভারতীয় সেনাবাহিনী ত্যাগ স্বীকার করার জন্য সর্বদা প্রস্তুত ৷ এটা আমাদের সবসময় মনে রাখতে হবে ৷"

  • Befitting response of our Army will not go in vain. Nation is beholden to them for making supreme sacrifice in defence of our sovereignty at zero temperature.

    We must ever remember-our comfort state is because of ever readiness of our Armed forces to make any sacrifice.(2/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.