ETV Bharat / state

আলোর উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জগদীপ, মমতার - tweet

টুইট করে রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষাতেই টুইটে দীপাবলির শুভেচ্ছা বার্তা দিয়েছেন ৷

রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 27, 2019, 11:22 AM IST

কলকাতা, 27 অক্টোবর : রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইট করে তাঁরা এই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ৷

রাজ্যপাল টুইট করেন, 'দীপাবলি উপলক্ষে রাজ্যবাসীকে অনেক শুভেচ্ছা ৷ এই উৎসব মানেই হতাশা সরিয়ে আশার আলো, খারাপ সরিয়ে ভালো ও অন্ধকার সরিয়ে আলো ৷ এই আলোর উৎসব দেশের প্রত্যেকটি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক ৷'

  • “On Deepawali, I convey greetings and best wishes to people of West Bengal all over. It signals triumph of hope over despair, good over evil and light over darkness.
    May this festival of lights radiate happiness, peace and prosperity in every home across the country”.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষাতেই টুইটে দীপাবলির শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যবাসীকে ৷ তিনি লেখেন, 'কালীপুজো ও দীপাবলির এই উৎসবে সকলকে অনেক শুভেচ্ছা ৷ এই উৎসবের আলোয় আপনাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক ৷ ভালো থাকুন, সুস্থ থাকুন ৷'

  • My best wishes to all on the joyous occasion of #KaliPujo and #Deepavali. May the light of the festival fill your life with joy. Stay healthy, stay well#कालीपूजा और #दीपावली के शुभ अवसर पर सभी को मेरी शुभकामनाएँ। स्वस्थ रहें, खुश रहें

    — Mamata Banerjee (@MamataOfficial) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • আরো আলো আরো আলো, এই নয়নে প্রভু ঢালো...
    আমার সকল ভাই ও বোনেদের জানাই দীপান্বিতা #কালীপুজো-র শুভেচ্ছা। আনন্দময় উৎসবের আলোয় ভোরে উঠুক এই দিনটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। pic.twitter.com/pzdBvs1UZ5

    — Mamata Banerjee (@MamataOfficial) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 27 অক্টোবর : রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইট করে তাঁরা এই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ৷

রাজ্যপাল টুইট করেন, 'দীপাবলি উপলক্ষে রাজ্যবাসীকে অনেক শুভেচ্ছা ৷ এই উৎসব মানেই হতাশা সরিয়ে আশার আলো, খারাপ সরিয়ে ভালো ও অন্ধকার সরিয়ে আলো ৷ এই আলোর উৎসব দেশের প্রত্যেকটি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক ৷'

  • “On Deepawali, I convey greetings and best wishes to people of West Bengal all over. It signals triumph of hope over despair, good over evil and light over darkness.
    May this festival of lights radiate happiness, peace and prosperity in every home across the country”.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষাতেই টুইটে দীপাবলির শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যবাসীকে ৷ তিনি লেখেন, 'কালীপুজো ও দীপাবলির এই উৎসবে সকলকে অনেক শুভেচ্ছা ৷ এই উৎসবের আলোয় আপনাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক ৷ ভালো থাকুন, সুস্থ থাকুন ৷'

  • My best wishes to all on the joyous occasion of #KaliPujo and #Deepavali. May the light of the festival fill your life with joy. Stay healthy, stay well#कालीपूजा और #दीपावली के शुभ अवसर पर सभी को मेरी शुभकामनाएँ। स्वस्थ रहें, खुश रहें

    — Mamata Banerjee (@MamataOfficial) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • আরো আলো আরো আলো, এই নয়নে প্রভু ঢালো...
    আমার সকল ভাই ও বোনেদের জানাই দীপান্বিতা #কালীপুজো-র শুভেচ্ছা। আনন্দময় উৎসবের আলোয় ভোরে উঠুক এই দিনটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। pic.twitter.com/pzdBvs1UZ5

    — Mamata Banerjee (@MamataOfficial) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
New Delhi, Oct 27 (ANI): The air quality in the national capital continued to be in 'poor' category. According to Air Quality Index (AQI), major pollutants PM 2.5 was at 266 and PM 10 was at 234 on October 27. Smog was also seen in the skies of the national capital today. The Delhi cabinet has cleared a proposal to carry out awareness campaign against air pollution.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.