কলকাতা, 14 অগস্ট: গত সপ্তাহের মঙ্গলবার থেকে শারীরিক অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন, তাঁর ফোনও সুইচ অফ ছিল ৷ সেকারণে বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাটি অনেক পরে জানতে পারেন তিনি ৷ পরে ইচ্ছে হলেও শারীরিক কারণেই বিশ্ববিদ্যালয়ে আসতে পারেননি ৷ সোমবার এই কথা জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু । বুধবার রাতের ওই ঘটনার পর এদিনই প্রথম বিশ্ববিদ্যালয়ে এলেন তিনি ৷ বিশ্ববিদ্যালয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে কেঁদে ফেলেন রেজিস্ট্রার । পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি ।
এই ছাত্র মৃত্যুর বিষয়ে জানতে ইউজিসি-এর তরফেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ৷ এদিন তিনি বলেন, "অসুস্থতার কারণে গত মঙ্গলবার থেকেই আমি ছুটিতে ছিলাম । সেটা শিক্ষা দফতর জানত । তবে ছুটিতে থাকলেও আমি প্রতিনিয়ত এই বিষয়ে নজর রেখেছি । ছুটিতে থেকেই সকলের সঙ্গে যোগাযোগ করেছেন ।" যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে রহস্য মৃত্যুর পরেই প্রশ্ন উঠেছিল ঘটনার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় ছিল ৷ হস্টেল সুপার, ডিন অফ স্টুডেন্টসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে ৷ এমনকি এই ঘটনা ঘটে যাওয়ার পরেও দেখা যায়নি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে । এদিন তিনি ক্যাম্পাসে আসেন ৷
তবে দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন । তাই জন্যই কি এত সমস্যা ? এই প্রশ্নের উত্তরে সায় দিয়ে স্নেহমঞ্জু বসু বলেন, "উপাচার্য থাকলে আমাদের এই ধরণের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় । এখন এইসব বিষয়ে আমাদের উপরে চলে আসায় অসুবিধা তো হচ্ছেই ।" এর সঙ্গে সিসিটিভি নিয়েও প্রশ্ন তুলছেন পড়ুয়াদের একাংশ । তাঁদের অভিযোগ কেন হোস্টেলের একটি জায়গাতেও সিসিটিভি ক্যামেরা নেই ? সে বিষয়ে স্নেহমঞ্জু বসু বলেন, "2014 সালে সিসিটিভি লাগানো হয়েছিল । আমরাও চাই ক্যামেরা লাগাতে । কিন্তু কেন পারছি না সেটাও বুঝতে পারছি না, আর আমায় দেখতে হবে কেন 2014 সালে সিসি ক্যামেরা লাগানোর পর সেটা খোলা হল ?"
আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে 'র্যাগিং বিরোধী কমিটি'র সুপারিশ কার্যকর করতে জনস্বার্থ মামলা হাইকোর্টে
ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপ করেছে ইউজিসি । সোমবার ফের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক হয় । সেই রিপোর্ট তুলে দেওয়া হবে ইউজিসির হাতে । অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটিও তদন্ত এগিয়ে নিয়ে চলেছে ৷ পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করেছে, তাদের মধ্যে একজন যাদবপুরের প্রাক্তনী ও 2 জন দ্বিতীয় বর্ষের বর্তমান পড়ুয়া ৷