কলকাতা, 19 ডিসেম্বর: গত কয়েকবছর ধরে মহার্ঘভাতা পাননি অধ্যাপকরা । কিন্তু রাজ্যের বকেয়া সহ মহার্ঘভাতা প্রদানের দাবিতে সুপ্রিম কোর্টে যে মামলাটি করা হয়েছে সেখানে সরকারি কর্মচারীদের কথা বেশি প্রাধান্য পেয়েছে । তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (jadavpur university) শিক্ষক সংগঠনের আশঙ্কা তাঁদের মহার্ঘভাতা প্রদানের বিষয়টি তেমন প্রাধান্য নাও পেতে পারে ।
এই বিষয়টি নিয়ে শোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাসের কাছে দাবিপত্র জমা দেওয়া হল এই বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন জুটার (JUTA) তরফে ৷ কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ডিএ বা মহার্ঘভাতা পেলেও রাজ্য সরকার সাহায্যপ্রাপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বেশ কয়েকবছর ধরে ডিএ পাননি (jadavpur university teachers association) । আর সেই বকেয়া ভাতার অঙ্ক এখন প্রায় 35 শতাংশে এসে দাঁড়িয়েছে (Jadavpur University professors demand for DA)।
আরও পড়ুন: রাজ্য থেকে সরতে পারে ইউজিসি'র আঞ্চলিক দফতর, সরব শিক্ষামহল
এই প্রসঙ্গে জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন,"সুপ্রিম কোর্টে যে মামলাটি হয়েছে সেখানে শুধুমাত্র সরকারি কর্মীদের উল্লেখ রয়েছে ৷ তাই আমাদের আশঙ্কা পরে হয়তো আমরা যাঁরা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছি তাঁদের এই তালিকার থেকে বাদ দেওয়া হতে পারে । তাই এই বিষয়টি নিয়ে আমরা আইনি পরামর্শ নিয়েছিলাম । ভবিষ্যতে আদালতের দ্বারস্থ হতে পারি । তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমাদের দাবি জানিয়ে চিঠি দিলাম ।" তিনি আর বলেন,"রাজ্যের বেতনভুক্ত কর্মচারীরা মহার্ঘভাতা থেকে বঞ্চিত । কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে আমরা 35 শতাংশ মহার্ঘ ভাতা কম পাই । এই ভাতা বেতনের অবিচ্ছেদ্য অঙ্গ । এই ডিএ আমাদের মৌলিক অধিকার । তাই রাজ্য সরকার এই ভাতা দিতে বাধ্য । রাজ্য সরকার কর্মীদের ডিএড থেকে বঞ্চিত করে রেখেছে, ফলে প্রাপ্য মহার্ঘভাতার অঙ্ক দিনে দিনে বাড়ছে ।"