ETV Bharat / state

NIRF ব়্যাঙ্কিংয়ে পঞ্চম যাদবপুর, সাতে কলকাতা বিশ্ববিদ্যালয় - JU came in 5th position in NIRF ranking

আজ প্রকাশিত হল NIRF-র ইন্ডিয়া ব়্যাঙ্কিং 2020 ৷ এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়কে টপকে এগিয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । পঞ্চম স্থানে উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয় । কলকাতা বিশ্ববিদ্যালয় নেমে এসেছে সপ্তম স্থানে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Jun 11, 2020, 5:31 PM IST

কলকাতা, 11 জুন : আজ প্রকাশিত হয়েছে ন্যাশনাল ইন্সটিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF)-র ইন্ডিয়া ব়্যাঙ্কিং 2020 । গত বছরের মতো দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম 10-এ নাম রয়েছে কলকাতার যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের । তবে, এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়কে টপকে এগিয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । গত বছর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ও ষষ্ঠ স্থানে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । এ বছর পঞ্চম স্থানে উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয় । কলকাতা বিশ্ববিদ্যালয় নেমে এসেছে সপ্তম স্থানে । তবে, ওভারঅল ক্যাটেগরিতে এগিয়ে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । এই ক্যাটেগরিতে একাদশ স্থানে কলকাতা ও দ্বাদশ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ।

আজ বেলা 12টায় ইন্ডিয়া ব়্যাঙ্কিং 2020-র ই-রিলিজ় করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল । বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি, কলেজ, মেডিকেল, ল, আর্কিটেকচার, ডেন্টাল ও অভারঅল ক্যাটেগরিতে ব়্যাঙ্কিং তালিকা প্রকাশ করা হয় । সেই অনুযায়ী সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম 10-এ কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে । পঞ্চম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সপ্তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই প্রথম । গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয় পঞ্চম স্থানে ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ষষ্ঠ স্থানে ছিল । এই বছর কলকাতা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে এগিয়ে গেল যাদবপুর ।

100টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গের আরও তিনটি বিশ্ববিদ্যালয় । 50তম স্থানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, 89তম স্থানে কল্যাণী বিশ্ববিদ্যালয় ও 92তম স্থানে বর্ধমান বিশ্ববিদ্যালয় রয়েছে । অভারঅল ক্যাটেগরিতে প্রথম 10-এ রয়েছে IIT খড়গপুর । কিন্তু, পশ্চিমবঙ্গের কোনও রাজ্য বিশ্ববিদ্যালয় স্থান পায়নি সেরা 10-এ । তবে, 11তম স্থানেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । 12তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । সেদিক থেকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান কলকাতা ও দ্বিতীয় স্থান যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে । ওভারঅল ক্যাটেগরিতে পশ্চিমবঙ্গের আরও দুই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে । 29তম স্থানে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা ও 69তম স্থানে বিশ্বভারতী রয়েছে । ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চম স্থানে রয়েছে IIT খড়গপুর । 17তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । 21তম স্থানে রয়েছে শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST) । ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরির 200-র তালিকায় পশ্চিমবঙ্গের মোট আটটি প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে ।

এই বছর বিশ্ববিদ্যালয়ের ব়্যাঙ্কিংয়ে দু'টো ধাপ এগিয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । সে বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, "আমরা খুবই খুশি । আর এটা সম্ভবপর হয়েছে কারণ, আমি সবসময়ই বলি যে এটা যাদবপুরের ঐতিহ্য যে সবাই একসঙ্গে মিলে কাজ করে একদিকে । অন্যদিকে, আমরা রাজ্য সরকারের সব সময় সহায়তা পেয়েছি । রাজ্য সরকারের সাহায্য ছাড়া এটা কখনও সম্ভব হয় না । একটা রাজ্যের দু'টো বিশ্ববিদ্যালয়ের এগোনো পিছোনো আমার কাছে গুরুত্বপূর্ণ নয় । আমার কাছে গুরুত্বপূর্ণ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম 10-এ দু'টো বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের থেকে এবং দু'টোই প্রাদেশিক বিশ্ববিদ্যালয় । এটাই আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ । পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের সামগ্রিক অগ্রগতির একটা ছবি পাওয়া গিয়েছে ।" ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরিতে আর একটু ভালো ফলের আশা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । এ বিষয়ে সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আমরা নিঃসন্দেহে খুব খুশি । যাদবপুর বিশ্ববিদ্যালয় যথেষ্ট পরিশ্রম করে । সেই হিসাবে ভালোই হয়েছে । তবে, ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফলটা একটু বিশ্লেষণ করতে হবে । ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের আর একটু ভালো করতে হবে । ইঞ্জিনিয়ারিংয়ে আমরা একটু পিছিয়ে যাচ্ছি । নতুন IIT-গুলো আমাদের থেকে অনেকেই এগিয়ে যাচ্ছে । সেটা কেন হচ্ছে, কী ব্যাপার তার বিস্তারিত বিশ্লেষণ আমাদের করতে হবে ।"

বিশ্ববিদ্যালয়ের তালিকায় দুই স্থান নিচে নেমে এলেও ওভারঅল ক্যাটেগরিতে গত বছরের মতোই এগিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় । যাতে খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "যে কোনও সাফল্যই ভালো লাগে, অনুপ্রাণিত করে । সুতরাং এই সাফল্যও অনুপ্রেরণা জোগাচ্ছে । খুবই ভালো লাগছে । অভারঅলটায় ভালো করেছি । রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমে আছি । ইউনিভার্সিটি তালিকায় পঞ্চমে ছিলাম । এবার সপ্তমে রয়েছি । আগামী বছর নিশ্চয়ই আরও ভালো করার চেষ্টা করব ।"

ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে সেরা 10-এ রয়েছে পশ্চিমবঙ্গের দুই প্রতিষ্ঠান । ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা তৃতীয় স্থানে ও IIT খড়গপুর পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে এই ক্যাটেগরিতে । কলেজ ক্যাটেগরিতে সেরা দশে সপ্তম স্থানে রয়েছে সেন্ট জ়েভিয়ার্স কলেজ, অষ্টম স্থানে রয়েছে হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির‌ । 11তম স্থানে রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, 20তম স্থানে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ রয়েছে । এ ছাড়া, 100টি কলেজের তালিকায় লরেটো, বেথুন, লেডি ব্রেবোর্নের মতো কলেজের নামও রয়েছে । ল-তে 20টি প্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে IIT খড়গপুর ও ষষ্ঠ স্থানে রয়েছে দা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স । আর্কিটেকচার ক্যাটেগরিতে প্রথম স্থানে IIT খড়গপুর ও ষষ্ঠ স্থানে IIEST শিবপুর রয়েছে ।

কলকাতা, 11 জুন : আজ প্রকাশিত হয়েছে ন্যাশনাল ইন্সটিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF)-র ইন্ডিয়া ব়্যাঙ্কিং 2020 । গত বছরের মতো দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম 10-এ নাম রয়েছে কলকাতার যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের । তবে, এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়কে টপকে এগিয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । গত বছর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ও ষষ্ঠ স্থানে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । এ বছর পঞ্চম স্থানে উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয় । কলকাতা বিশ্ববিদ্যালয় নেমে এসেছে সপ্তম স্থানে । তবে, ওভারঅল ক্যাটেগরিতে এগিয়ে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । এই ক্যাটেগরিতে একাদশ স্থানে কলকাতা ও দ্বাদশ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ।

আজ বেলা 12টায় ইন্ডিয়া ব়্যাঙ্কিং 2020-র ই-রিলিজ় করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল । বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি, কলেজ, মেডিকেল, ল, আর্কিটেকচার, ডেন্টাল ও অভারঅল ক্যাটেগরিতে ব়্যাঙ্কিং তালিকা প্রকাশ করা হয় । সেই অনুযায়ী সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম 10-এ কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে । পঞ্চম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সপ্তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই প্রথম । গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয় পঞ্চম স্থানে ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ষষ্ঠ স্থানে ছিল । এই বছর কলকাতা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে এগিয়ে গেল যাদবপুর ।

100টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গের আরও তিনটি বিশ্ববিদ্যালয় । 50তম স্থানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, 89তম স্থানে কল্যাণী বিশ্ববিদ্যালয় ও 92তম স্থানে বর্ধমান বিশ্ববিদ্যালয় রয়েছে । অভারঅল ক্যাটেগরিতে প্রথম 10-এ রয়েছে IIT খড়গপুর । কিন্তু, পশ্চিমবঙ্গের কোনও রাজ্য বিশ্ববিদ্যালয় স্থান পায়নি সেরা 10-এ । তবে, 11তম স্থানেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । 12তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । সেদিক থেকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান কলকাতা ও দ্বিতীয় স্থান যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে । ওভারঅল ক্যাটেগরিতে পশ্চিমবঙ্গের আরও দুই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে । 29তম স্থানে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা ও 69তম স্থানে বিশ্বভারতী রয়েছে । ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চম স্থানে রয়েছে IIT খড়গপুর । 17তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । 21তম স্থানে রয়েছে শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST) । ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরির 200-র তালিকায় পশ্চিমবঙ্গের মোট আটটি প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে ।

এই বছর বিশ্ববিদ্যালয়ের ব়্যাঙ্কিংয়ে দু'টো ধাপ এগিয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । সে বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, "আমরা খুবই খুশি । আর এটা সম্ভবপর হয়েছে কারণ, আমি সবসময়ই বলি যে এটা যাদবপুরের ঐতিহ্য যে সবাই একসঙ্গে মিলে কাজ করে একদিকে । অন্যদিকে, আমরা রাজ্য সরকারের সব সময় সহায়তা পেয়েছি । রাজ্য সরকারের সাহায্য ছাড়া এটা কখনও সম্ভব হয় না । একটা রাজ্যের দু'টো বিশ্ববিদ্যালয়ের এগোনো পিছোনো আমার কাছে গুরুত্বপূর্ণ নয় । আমার কাছে গুরুত্বপূর্ণ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম 10-এ দু'টো বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের থেকে এবং দু'টোই প্রাদেশিক বিশ্ববিদ্যালয় । এটাই আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ । পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের সামগ্রিক অগ্রগতির একটা ছবি পাওয়া গিয়েছে ।" ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরিতে আর একটু ভালো ফলের আশা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । এ বিষয়ে সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আমরা নিঃসন্দেহে খুব খুশি । যাদবপুর বিশ্ববিদ্যালয় যথেষ্ট পরিশ্রম করে । সেই হিসাবে ভালোই হয়েছে । তবে, ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফলটা একটু বিশ্লেষণ করতে হবে । ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের আর একটু ভালো করতে হবে । ইঞ্জিনিয়ারিংয়ে আমরা একটু পিছিয়ে যাচ্ছি । নতুন IIT-গুলো আমাদের থেকে অনেকেই এগিয়ে যাচ্ছে । সেটা কেন হচ্ছে, কী ব্যাপার তার বিস্তারিত বিশ্লেষণ আমাদের করতে হবে ।"

বিশ্ববিদ্যালয়ের তালিকায় দুই স্থান নিচে নেমে এলেও ওভারঅল ক্যাটেগরিতে গত বছরের মতোই এগিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় । যাতে খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "যে কোনও সাফল্যই ভালো লাগে, অনুপ্রাণিত করে । সুতরাং এই সাফল্যও অনুপ্রেরণা জোগাচ্ছে । খুবই ভালো লাগছে । অভারঅলটায় ভালো করেছি । রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমে আছি । ইউনিভার্সিটি তালিকায় পঞ্চমে ছিলাম । এবার সপ্তমে রয়েছি । আগামী বছর নিশ্চয়ই আরও ভালো করার চেষ্টা করব ।"

ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে সেরা 10-এ রয়েছে পশ্চিমবঙ্গের দুই প্রতিষ্ঠান । ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা তৃতীয় স্থানে ও IIT খড়গপুর পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে এই ক্যাটেগরিতে । কলেজ ক্যাটেগরিতে সেরা দশে সপ্তম স্থানে রয়েছে সেন্ট জ়েভিয়ার্স কলেজ, অষ্টম স্থানে রয়েছে হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির‌ । 11তম স্থানে রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, 20তম স্থানে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ রয়েছে । এ ছাড়া, 100টি কলেজের তালিকায় লরেটো, বেথুন, লেডি ব্রেবোর্নের মতো কলেজের নামও রয়েছে । ল-তে 20টি প্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে IIT খড়গপুর ও ষষ্ঠ স্থানে রয়েছে দা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স । আর্কিটেকচার ক্যাটেগরিতে প্রথম স্থানে IIT খড়গপুর ও ষষ্ঠ স্থানে IIEST শিবপুর রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.