কলকাতা, 15 জানুয়ারি: মঙ্গলবার রাজারহাটের নারায়ণপুর এলাকায় SFI-এর রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকারের উপর হামলার প্রতিবাদে বুধবার পথে নামল সংগঠনের প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখা । এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷
অন্যদিকে, গতকাল বিক্রমগড়ে মেসে ফেরার পথে আক্রান্ত হন AISA-র কর্মী তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী ৷ এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে ABVP-র বিরুদ্ধে ৷ দুটি ঘটনার প্রতিবাদেই বুধবার প্রথমে ক্যাম্পাসের ভিতরে যৌথভাবে মিছিল করে SFI ও AISA-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা ৷ পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্রমগড় বাজার পর্যন্ত একটি মিছিল করে SFI । একই ইশুতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করে ও কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখায় SFI ৷
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের সম্পাদক দেবনীল পাল বলেন, "আমাদের কমরেড ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুভজিৎ সরকার রাজারহাটের নারায়ণপুরে CAA, NPR ও NRC বিরোধী সভায় গিয়েছিলেন ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আক্রান্ত হন স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে ৷ সেই ঘটনার বিরোধিতা করে ও ধিক্কার জানিয়ে আজ মিছিল ও গণবিক্ষোভ হয় । "
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "ফ্যাসিবাদ রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়াচ্ছে। যারাই BJP-RSS-এর ঘৃণ্য বিভেদমূলক নীতির বিরোধিতায় মুখর হচ্ছেন, রাস্তায় নামছেন, তাঁদের চিহ্নিত করে BJP-র গুন্ডারা আক্রমণ করছে । গতকাল বিক্রমগড় বাজারে মেসে ফেরার সময়ে BJP-র হামলার শিকার হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের AISA-র এক কমরেড সহ একজন । কিন্তু রাস্তায় একা পেয়ে এভাবে আক্রমণ করে প্রতিরোধের শিরদাঁড়া ভেঙে ফেলা যাবে না । "