ETV Bharat / state

হামলার প্রতিবাদে প্রেসিডেন্সি ও যাদবপুরের মিছিল - attack on subhojit sarkar

SFI ও AISA-র সদস্যদের উপর হামলার প্রতিবাদে বুধবার যৌথভাবে মিছিল করে SFI ও AISA-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা ৷ একই ইশুতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করে ও কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখায় SFI ৷

Jadavpur Presidency
মিছিল
author img

By

Published : Jan 15, 2020, 11:36 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: মঙ্গলবার রাজারহাটের নারায়ণপুর এলাকায় SFI-এর রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকারের উপর হামলার প্রতিবাদে বুধবার পথে নামল সংগঠনের প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখা । এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷


অন্যদিকে, গতকাল বিক্রমগড়ে মেসে ফেরার পথে আক্রান্ত হন AISA-র কর্মী তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী ৷ এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে ABVP-র বিরুদ্ধে ৷ দুটি ঘটনার প্রতিবাদেই বুধবার প্রথমে ক্যাম্পাসের ভিতরে যৌথভাবে মিছিল করে SFI ও AISA-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা ৷ পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্রমগড় বাজার পর্যন্ত একটি মিছিল করে SFI । একই ইশুতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করে ও কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখায় SFI ৷

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়াদের মিছিল ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের সম্পাদক দেবনীল পাল বলেন, "আমাদের কমরেড ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুভজিৎ সরকার রাজারহাটের নারায়ণপুরে CAA, NPR ও NRC বিরোধী সভায় গিয়েছিলেন ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আক্রান্ত হন স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে ৷ সেই ঘটনার বিরোধিতা করে ও ধিক্কার জানিয়ে আজ মিছিল ও গণবিক্ষোভ হয় । "

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "ফ্যাসিবাদ রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়াচ্ছে। যারাই BJP-RSS-এর ঘৃণ্য বিভেদমূলক নীতির বিরোধিতায় মুখর হচ্ছেন, রাস্তায় নামছেন, তাঁদের চিহ্নিত করে BJP-র গুন্ডারা আক্রমণ করছে । গতকাল বিক্রমগড় বাজারে মেসে ফেরার সময়ে BJP-র হামলার শিকার হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের AISA-র এক কমরেড সহ একজন । কিন্তু রাস্তায় একা পেয়ে এভাবে আক্রমণ করে প্রতিরোধের শিরদাঁড়া ভেঙে ফেলা যাবে না । "

কলকাতা, 15 জানুয়ারি: মঙ্গলবার রাজারহাটের নারায়ণপুর এলাকায় SFI-এর রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকারের উপর হামলার প্রতিবাদে বুধবার পথে নামল সংগঠনের প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখা । এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷


অন্যদিকে, গতকাল বিক্রমগড়ে মেসে ফেরার পথে আক্রান্ত হন AISA-র কর্মী তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী ৷ এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে ABVP-র বিরুদ্ধে ৷ দুটি ঘটনার প্রতিবাদেই বুধবার প্রথমে ক্যাম্পাসের ভিতরে যৌথভাবে মিছিল করে SFI ও AISA-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা ৷ পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্রমগড় বাজার পর্যন্ত একটি মিছিল করে SFI । একই ইশুতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করে ও কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখায় SFI ৷

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়াদের মিছিল ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের সম্পাদক দেবনীল পাল বলেন, "আমাদের কমরেড ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুভজিৎ সরকার রাজারহাটের নারায়ণপুরে CAA, NPR ও NRC বিরোধী সভায় গিয়েছিলেন ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আক্রান্ত হন স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে ৷ সেই ঘটনার বিরোধিতা করে ও ধিক্কার জানিয়ে আজ মিছিল ও গণবিক্ষোভ হয় । "

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "ফ্যাসিবাদ রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়াচ্ছে। যারাই BJP-RSS-এর ঘৃণ্য বিভেদমূলক নীতির বিরোধিতায় মুখর হচ্ছেন, রাস্তায় নামছেন, তাঁদের চিহ্নিত করে BJP-র গুন্ডারা আক্রমণ করছে । গতকাল বিক্রমগড় বাজারে মেসে ফেরার সময়ে BJP-র হামলার শিকার হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের AISA-র এক কমরেড সহ একজন । কিন্তু রাস্তায় একা পেয়ে এভাবে আক্রমণ করে প্রতিরোধের শিরদাঁড়া ভেঙে ফেলা যাবে না । "

Intro:কলকাতা, ১৫ জানুয়ারি: গতকাল রাজারহাট নারায়ণপুর এলাকায় আক্রান্ত হন SFI-এর রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকার। ঘটনায় অভিযোগের আঙুল উঠে এলাকার তৃণমূলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আজ পথে নামল SFI-এর প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। এ ছাড়া, গতকাল বিক্রমগড়ে মেসে ফেরার পথে আক্রান্ত হন AISA-র কমরেড ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্যোশিওলজি বিভাগের এক ছাত্রী। দুটি ঘটনার প্রতিবাদেই আজ দুটি মিছিল করে SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি। সঙ্গে ছিল AISA-ও।
Body:এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পোর্টিকোতে জমায়েত করেন SFI-এর সদস্যরা। তারপরে ক্যাম্পাসে মিছিল করে প্রেসিডেন্সির সামনে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অন্যদিকে, গতকাল একদিকে যেমন প্রেসিডেন্সির শুভজিৎ সরকার আক্রান্ত হন, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও AISA-র কমরেড বিক্রমগড়ে আক্রান্ত হন। সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠে ABVP-র দিকে। দুটি ঘটনার প্রতিবাদেই আজ প্রথমে ক্যাম্পাসের ভিতরে যৌথভাবে মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI ও AISA। তারপরে সন্ধেবেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্রমগড় বাজার পর্যন্ত একটি মিছিল করে SFI সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা।

SFI-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সেক্রেটারি দেবনীল পাল বলেন, "গতকাল আমাদের কমরেড ও সদ্য প্রাক্তন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শুভজিৎ সরকার রাজারহাট নারায়ণপুরে বাসস্ট্যান্ডের কাছে একটি CAA, NPR, NRC নিয়ে একটি সভায় গেছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির পাশাপাশি তৃণমূলেরও যে দ্বিচারিতা যেমন, পশ্চিমবঙ্গের দুটো পুরসভায় NPR চালু হয়েছিল, চালু হওয়ার দু'ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে ওটা বন্ধ করা হয়। এই দ্বিচারিতাগুলো তুলে ধরায় ওখানকার স্থানীয় তৃণমূল কর্মীরা শুভজিৎ সরকারের ওপর অতর্কিত আক্রমণ চালায়। তখন সেখানে আমাদের যারা কমরেডরা ছিল তাঁরা তাকে বাঁচায় এবং প্রাথমিক মেডিকেল ট্রিটমেন্ট করে তাকে বাড়ি পাঠানো হয়। সেই ঘটনার বিরোধিতা করে ও ধিক্কার জানিয়ে আজকে একটি মিছিল ও গণবিক্ষোভ হয়। এরকম ঘটনা ভবিষ্যতে ক্যাম্পাসের ভিতরে বা বাইরে ঘটলে আমরা ছাত্র-যুবরা সেটাকে প্রতিহত করব। "

SFI যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "ফ্যাসিবাদ রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়াচ্ছে। যারা যারাই বিজেপি-RSS-এর ঘৃণ্য বিভেদমূলক নীতির বিরোধিতায় মুখর হচ্ছে, রাস্তায় নামছে, তাদেরকে ধরে ধরে চিহ্নিত করে বিজেপির গুণ্ডারা আক্রমণ করছে। গতকাল বিক্রমগড় বাজারে মেসে ফিরবার পথে বিজেপির আক্রমণের শিকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সোসিওলজির ছাত্রী AISA-র এক কমরেড ও আরও এক কমরেড। আর যোগ্য সঙ্গত দিচ্ছে বিজেপির দোসর তৃণমূল। গতকাল রাজারহাটে NRC বিরোধী সভায় তৃণমূলের হাতে আক্রান্ত SFI-এর কমরেড শুভজিৎ ও কমরেড দীধিতি। রাস্তায় একা পেয়ে আক্রমণ করে প্রতিরোধের শিরদাঁড়া ভেঙে ফেলা যাবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, NRC, CAA, NPR-এর বিরুদ্ধে রাস্তাতেই হবে ঐক্যবদ্ধ প্রতিরোধ।"



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.