ETV Bharat / state

জামিয়া মিলিয়ার পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে মিছিল-বিক্ষোভ যাদবপুরে - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল

মিছিলে উপস্থিত ছিল যাদবপুরের তিনটি ফ্যাকাল্টির স্টুডেন্ট ইউনিয়ন । যাদবপুরের বেশিরভাগ ছাত্র সংগঠনই বামপন্থী । কিন্তু, আজকের মিছিলে ছিল তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও । যাদবপুরের সঙ্গে এদিন মিছিলে পা মেলান আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিউট সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা ।

Protest Rally
প্রতিবাদ মিছিল
author img

By

Published : Dec 17, 2019, 12:00 AM IST

কলকাতা, 16 ডিসেম্বর: জামিয়া ও আলিগড়ের পাশে দাঁড়াল যাদবপুর । রবিবার রাতে রাজপথে প্রতিবাদে মশাল জ্বালিয়ে মিছিল করেন পড়ুয়ারা । জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গর্জে ওঠেন ছাত্র-ছাত্রীরা । আজ বিশ্ববিদ্যালয়ের সবকটি ফ্যাকাল্টির পড়ুয়ারা একত্রে মিছিল করেন‌ । ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতন বন্ধ না হলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দেন পড়ুয়ারা

গতকালই জামিয়ার পাশে দাঁড়ায় যাদবপুর । গতকালই রাতে রাজপথে নেমে প্রতিবাদে সরব হন পড়ুয়ারা । জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পড়ুয়াদের উপর আক্রমণের প্রতিবাদে গতকাল গভীর রাতেই মিছিল করেন আলিয়া বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । আজ আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দলমত নির্বিশেষে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় ।

Jadabpur protest
প্রতিবাদে সরব যাদবপুর

এই মিছিলে উপস্থিত ছিল যাদবপুরের তিনটি ফ্যাকাল্টির স্টুডেন্ট ইউনিয়ন । যাদবপুরের বেশিরভাগ ছাত্র সংগঠনই বামপন্থী । কিন্তু, আজকের মিছিলে ছিল তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও । যাদবপুরের সঙ্গে এদিন মিছিলে পা মেলান আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিউট সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা ।

প্রতিবাদ মিছিল

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল । ক্যাম্পাস ঘুরে চার নম্বর গেট থেকে বেরিয়ে যাদবপুর থানা হয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডে ঢোকে মিছিলটি । লর্ডসের মোড় থেকে আবার যাদবপুরের দিকে আসে মিছিল । এরপরে যাদবপুর থানা মোড় অবরোধ করেন পড়ুয়ারা । প্রায় 15 মিনিট ধরে চলে অবরোধ । পোড়ানো হয় নরেন্দ্র মোদি, অমিত শাহ ও পুলিশের কুশপুতুল । তারপরে ক্যাম্পাসে এসে শেষ হয় মিছিল ।

আজকের মিছিল নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অরিত্র মজুমদার বলেন, "গোটা দেশজুড়ে CAB পাশ হওয়ার পর থেকে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে তর্ক দানা বাধছিল, আলাপ আলোচনা চলছিল । আমরা দেখতে পাচ্ছিলাম এটা নিয়ে বিভিন্ন জায়গায় ছাত্র-ছাত্রীরা যখন তাঁদের কথা বলার জায়গা তৈরি করে, প্রতিবাদ জানানোর জায়গা তৈরি করে, তারপরে ক্যাম্পাসের ভিতর পুলিশ ঢুকিয়ে তাঁদের উপর আক্রমণ করা হয় । আমরা চাই এই ফ্যাসিস্ট রাষ্ট্রের হাত ছাত্র-ছাত্রীদের উপর থেকে উঠিয়ে নেওয়া হোক । না হলে ছাত্র-ছাত্রীরা ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেবে।"

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন JUTA-র তরফ থেকেও জামিয়া মিলিয়ার ঘটনার প্রতিবাদে মিছিল করেন শিক্ষিকারা । সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে রাস্তা আটকে বিক্ষোভ দেখান যাদবপুরের AIDSO-র সদস্যরা ।

কলকাতা, 16 ডিসেম্বর: জামিয়া ও আলিগড়ের পাশে দাঁড়াল যাদবপুর । রবিবার রাতে রাজপথে প্রতিবাদে মশাল জ্বালিয়ে মিছিল করেন পড়ুয়ারা । জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গর্জে ওঠেন ছাত্র-ছাত্রীরা । আজ বিশ্ববিদ্যালয়ের সবকটি ফ্যাকাল্টির পড়ুয়ারা একত্রে মিছিল করেন‌ । ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতন বন্ধ না হলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দেন পড়ুয়ারা

গতকালই জামিয়ার পাশে দাঁড়ায় যাদবপুর । গতকালই রাতে রাজপথে নেমে প্রতিবাদে সরব হন পড়ুয়ারা । জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পড়ুয়াদের উপর আক্রমণের প্রতিবাদে গতকাল গভীর রাতেই মিছিল করেন আলিয়া বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । আজ আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দলমত নির্বিশেষে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় ।

Jadabpur protest
প্রতিবাদে সরব যাদবপুর

এই মিছিলে উপস্থিত ছিল যাদবপুরের তিনটি ফ্যাকাল্টির স্টুডেন্ট ইউনিয়ন । যাদবপুরের বেশিরভাগ ছাত্র সংগঠনই বামপন্থী । কিন্তু, আজকের মিছিলে ছিল তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও । যাদবপুরের সঙ্গে এদিন মিছিলে পা মেলান আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিউট সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা ।

প্রতিবাদ মিছিল

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল । ক্যাম্পাস ঘুরে চার নম্বর গেট থেকে বেরিয়ে যাদবপুর থানা হয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডে ঢোকে মিছিলটি । লর্ডসের মোড় থেকে আবার যাদবপুরের দিকে আসে মিছিল । এরপরে যাদবপুর থানা মোড় অবরোধ করেন পড়ুয়ারা । প্রায় 15 মিনিট ধরে চলে অবরোধ । পোড়ানো হয় নরেন্দ্র মোদি, অমিত শাহ ও পুলিশের কুশপুতুল । তারপরে ক্যাম্পাসে এসে শেষ হয় মিছিল ।

আজকের মিছিল নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অরিত্র মজুমদার বলেন, "গোটা দেশজুড়ে CAB পাশ হওয়ার পর থেকে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে তর্ক দানা বাধছিল, আলাপ আলোচনা চলছিল । আমরা দেখতে পাচ্ছিলাম এটা নিয়ে বিভিন্ন জায়গায় ছাত্র-ছাত্রীরা যখন তাঁদের কথা বলার জায়গা তৈরি করে, প্রতিবাদ জানানোর জায়গা তৈরি করে, তারপরে ক্যাম্পাসের ভিতর পুলিশ ঢুকিয়ে তাঁদের উপর আক্রমণ করা হয় । আমরা চাই এই ফ্যাসিস্ট রাষ্ট্রের হাত ছাত্র-ছাত্রীদের উপর থেকে উঠিয়ে নেওয়া হোক । না হলে ছাত্র-ছাত্রীরা ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেবে।"

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন JUTA-র তরফ থেকেও জামিয়া মিলিয়ার ঘটনার প্রতিবাদে মিছিল করেন শিক্ষিকারা । সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে রাস্তা আটকে বিক্ষোভ দেখান যাদবপুরের AIDSO-র সদস্যরা ।

Intro:কলকাতা, 16 ডিসেম্বর: গতকাল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে জোর করে ঢুকে পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আজ বিশ্ববিদ্যালয়ের সবকটি ফ‍্যাকাল্টির পড়ুয়ারা একত্রে মিছিল করেন‌ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধেও আজকের মিছিল থেকে প্রতিবাদ জানানো হয়। ফ‍্যাসিস্ট রাষ্ট্রের হাত ছাত্র-ছাত্রীদের উপর থেকে তুলে নিয়ে না নিলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুশিয়ারি দেন পড়ুয়ারা।


Body:জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পড়ুয়াদের উপর আক্রমণের প্রতিবাদে গতকাল গভীর রাতেই রাজপথে নেমে মিছিল করেন আলিয়া বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আজ আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দলমত নির্বিশেষে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এই মিছিলে উপস্থিত ছিল যাদবপুরের তিনটি ফ‍্যাকাল্টির স্টুডেন্ট ইউনিয়নই। যাদবপুরের বেশিরভাগ ছাত্র সংগঠনই বামপন্থী। কিন্তু, আজকের মিছিলে শুধু বামেদের ছাত্ররা নয়, উপস্থিত ছিলেন তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদও। যাদবপুরের সঙ্গে এদিন মিছিলে পা মেলান আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সত‍্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটট সহ বহু কলেজের পড়ুয়ারা।

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাস থেকে শুরু হয় প্রতিবাদ মিছিলটি। ক‍্যাম্পাস ঘুরে চার নম্বর গেট থেকে বেরিয়ে যাদবপুর থানা হয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডে ঢোকে মিছিলটি। লর্ডসের মোড় থেকে আবার যাদবপুরের দিকে আসে মিছিলটি। তারপরে যাদবপুর থানা মোড়ে এসে চারমাথার মোড়টি অবরোধ করেন পড়ুয়ারা। প্রায় 15 মিনিট ধরে চলে অবরোধ। পেট্রোল দিয়ে পোড়ানো হয় নরেন্দ্র মোদী, অমিত শাহ ও পুলিশের কুশপুতুল। তারপরে ক‍্যাম্পাসে এসে শেষ হয় মিছিলটি। গতকাল রাতেও মিছিল করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

আজকের মিছিল নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অরিত্র মজুমদার বলেন, "গোটা দেশজুড়ে CAB পাশহওয়ার পর থেকে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে তর্ক দানা বাঁধছিল, আলাপ আলোচনা চলছিল সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম এটা নিয়ে বিভিন্ন জায়গায় ছাত্র-ছাত্রীরা যখন তাঁদের কথা বলার জায়গা তৈরি করে, প্রতিবাদ জানানোর জায়গা তৈরি করে, তারপরে আমরা দেখতে পাই ক‍্যাম্পাসের ভিতর পুলিশ ঢুকিয়ে তাঁদের উপর আক্রমণ করা হয়। পুলিশ এমনভাবেই ঢুকিয়েছে যেন দেখে মনে হচ্ছে তাঁরা বিজেপির ক‍্যাডার। কলেজের গেট ভেঙে ঢুকে, লাইব্রেরিতে ঢুকে, ডাইনিং হলে ঢুকে ছাত্র-ছাত্রীদের উপর যেভাবে চড়াও হয়, 100-র উপর ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাই। ছাত্র-ছাত্রীদের উপর এই ফ্যাসিস্ট আক্রমণ যদি বন্ধ না হয় তাহলে ছাত্র-ছাত্রীরা ততদিন পর্যন্ত রাস্তায় থাকবে এবং রাস্তাতেই তাঁদের হিসাব বুঝে নেবে। আমরা চাই এই ফ‍্যাসিস্ট রাষ্ট্রের হাত ছাত্র-ছাত্রীদের উপর থেকে উঠিয়ে নেওয়া হোক। নাহলে ছাত্র-ছাত্রীরা ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেবে।




Conclusion:আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক সংগঠন JUTA-র তরফ থেকেও জামিয়া মিলিয়ার ঘটনার প্রতিবাদে মিছিল করেন অধ‍্যাপক-অধ‍্যাপিকারা। সন্ধ‍্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে রাস্তা আটকে বিক্ষোভ দেখান যাদবপুরের AIDSO-র সদস‍্যরা। পোড়ানো হয় নরেন্দ্র মোদী, অমিত শাহের কুশপুতুলও। সন্ধ‍্যায় চার নম্বর গেটের সামনে ঐক‍্যবদ্ধ হয়ে বিক্ষোভ ও মিছিল করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক ও কর্মচারীরা। তাঁরাও পোড়ান নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুতুল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.