ETV Bharat / state

এবার ট্রেনের গতি মাপবে স্যাটেলাইট - কৃত্রিম উপগ্রহের নজর ট্রেনের উপর

ট্রেনের গতিবিধির উপর নজর রাখতে ট্রেনগুলিতে GPS মেশিন বসাবে ISRO । আগামী বছরের মধ্যেই পূর্ব রেলের সবকটি ট্রেনে এই ব্যবস্থাটি চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক ।

image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 11, 2019, 9:40 AM IST

কলকাতা,11 ডিসেম্বর : এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) মাধ্যমে ট্রেনের গতিবিধির উপর নজরদারি চালানো হবে । ভারতীয় রেল পরিষেবাকে আরও উন্নত করতে এই পদক্ষেপ করতে রেল ।

ট্রেনের গতিবিধির উপর নজর রাখতে ট্রেনগুলিতে GPS মেশিন বসাবে ISRO । এর মাধ্যমে কন্ট্রোল রুমে বসেই ট্রেনের যাত্রার উপর নজর রাখা হবে । মেশিনটির নাম রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম । যাত্রীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান সম্বন্ধে জানতে পারেন,তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে । পথে ট্রেন কোথায় দাঁড়িয়ে পড়ল,বা কোন স্টেশনে পৌঁছাল,কিংবা ট্রেন কী গতিতে চলছে এইসব খুঁটিনাটি তথ্য জানা যাবে । পরিষেবাটি চালু হলে ISRO তার কৃত্রিম উপগ্রহর মাধ্যমে ট্রেনের গতিবিধির উপর নজর রাখবে ও খবরগুলি পৌঁছে দেবে । এতে পরিষেবা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে ।

আগামী বছরের মধ্যেই পূর্ব রেলের সবকটি ট্রেনে এই ব্যবস্থাটি চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক । প্রসঙ্গত,এর আগে লোকাল ট্রেনগুলিতে ISRO-র সহায়তায় GPS ব্যবস্থা চালু করা হয়েছিল ।

কলকাতা,11 ডিসেম্বর : এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) মাধ্যমে ট্রেনের গতিবিধির উপর নজরদারি চালানো হবে । ভারতীয় রেল পরিষেবাকে আরও উন্নত করতে এই পদক্ষেপ করতে রেল ।

ট্রেনের গতিবিধির উপর নজর রাখতে ট্রেনগুলিতে GPS মেশিন বসাবে ISRO । এর মাধ্যমে কন্ট্রোল রুমে বসেই ট্রেনের যাত্রার উপর নজর রাখা হবে । মেশিনটির নাম রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম । যাত্রীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান সম্বন্ধে জানতে পারেন,তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে । পথে ট্রেন কোথায় দাঁড়িয়ে পড়ল,বা কোন স্টেশনে পৌঁছাল,কিংবা ট্রেন কী গতিতে চলছে এইসব খুঁটিনাটি তথ্য জানা যাবে । পরিষেবাটি চালু হলে ISRO তার কৃত্রিম উপগ্রহর মাধ্যমে ট্রেনের গতিবিধির উপর নজর রাখবে ও খবরগুলি পৌঁছে দেবে । এতে পরিষেবা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে ।

আগামী বছরের মধ্যেই পূর্ব রেলের সবকটি ট্রেনে এই ব্যবস্থাটি চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক । প্রসঙ্গত,এর আগে লোকাল ট্রেনগুলিতে ISRO-র সহায়তায় GPS ব্যবস্থা চালু করা হয়েছিল ।

Intro:এবার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO র মাধ্যমে ট্রেনের গতিবিধির ওপর নজরদারি চালানো হবে। ভারতীয় রেল পরিষেবা কে আরও উন্নত করতে এই পদক্ষেপ করল রেল।


Body:ট্রেনের গতিবিধির উপর নজর রাখতে ট্রেনগুলিতে জি পি এস মেশিন বসাবে ইসরো। জি পি এসের মাধ্যমে উপগ্রহ চিত্রের মাধ্যমে কন্ট্রোলরুমে বসেই ট্রেনের যাত্রার উপর নজর রাখা হবে। ট্রেনের ভেতরে যে জি পি এস মেশিনটি বসানো হবে সেটির নাম রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম।

যাত্রীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান সম্বন্ধে জানতে পারেন তাই এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে। ট্রেন তার যাত্রাপথে কোথায় দাঁড়িয়ে পড়ল বা একটি ট্রেন ছেড়ে কোন স্টেশনে পৌঁছলো বা কোন ট্রেন কি গতিতে চলছে এই সব খুঁটিনাটি তথ্য যাত্রীদের কাছে না থাকার ফলে অনেক সময় তারা বিভ্রান্ত হন। পরিষেবাটি চালু হলে ইসরো তার কৃত্রিম উপগ্রহর মাধ্যমে ট্রেনের গতিবিধির ওপর নজর রাখবে ও খবর পৌঁছে দেবে। সেই তথ্যই যাত্রীদের দেওয়া হবে। এর ফলে ট্রেনের যাত্রা সময় আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

আগামী বছরের মধ্যেই পূর্ব রেলের সবকটি ট্রেনে এই ব্যবস্থাটি চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।


Conclusion:এর আগে লোকাল ট্রেনগুলিতে ইসরোর সহায়তায় জি পি এস ব্যবস্থা বসানো হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.