কলকাতা,11 ডিসেম্বর : এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) মাধ্যমে ট্রেনের গতিবিধির উপর নজরদারি চালানো হবে । ভারতীয় রেল পরিষেবাকে আরও উন্নত করতে এই পদক্ষেপ করতে রেল ।
ট্রেনের গতিবিধির উপর নজর রাখতে ট্রেনগুলিতে GPS মেশিন বসাবে ISRO । এর মাধ্যমে কন্ট্রোল রুমে বসেই ট্রেনের যাত্রার উপর নজর রাখা হবে । মেশিনটির নাম রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম । যাত্রীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান সম্বন্ধে জানতে পারেন,তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে । পথে ট্রেন কোথায় দাঁড়িয়ে পড়ল,বা কোন স্টেশনে পৌঁছাল,কিংবা ট্রেন কী গতিতে চলছে এইসব খুঁটিনাটি তথ্য জানা যাবে । পরিষেবাটি চালু হলে ISRO তার কৃত্রিম উপগ্রহর মাধ্যমে ট্রেনের গতিবিধির উপর নজর রাখবে ও খবরগুলি পৌঁছে দেবে । এতে পরিষেবা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে ।
আগামী বছরের মধ্যেই পূর্ব রেলের সবকটি ট্রেনে এই ব্যবস্থাটি চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক । প্রসঙ্গত,এর আগে লোকাল ট্রেনগুলিতে ISRO-র সহায়তায় GPS ব্যবস্থা চালু করা হয়েছিল ।