ETV Bharat / state

বুধে রাজভবনে চাঁদের হাট, বিজ্ঞান বিষয়ক আলোচনায় থাকছেন ইসরোর চেয়ারম্যান - কলকাতা রাজভবন

ISRO Chairman in Bengal: রাত পোহালেই চাঁদের হাট রাজভবনে ৷ 'বিজ্ঞান এবং বিশ্বাস' শীর্ষক আসরে থাকছেন ইসরো চেয়ারম্যান সোমনাথ-সহ দেশ, বিদেশের বিশেষজ্ঞরা ৷

বুধে রাজভবনে থাকছেন ইসরোর চেয়ারম্যান
ISRO Chairman in Bengal
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 7:48 PM IST

Updated : Nov 28, 2023, 8:56 PM IST

কলকাতা, 28 নভেম্বর: রাত পোহালেই চাঁদের হাট বসছে কলকাতা রাজভবনে। গ্লোবাল এনার্জি পার্লামেন্টের উদ্যোগে আগামিকাল ও পরশু 'বিজ্ঞান এবং বিশ্বাস' শীর্ষক আলোচনা সভার আয়োজন হতে চলেছে। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, শান্তি এবং বৈশ্বিক বিষয়, পরিবেশ, সংস্কৃতি, অর্থ, স্বাস্থ্য, আবাসন ও পরিকল্পনা, মানবসম্পদ, বন, কৃষি, আইন ও বিচার, বিদ্যুৎ, সমাজকল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। উপস্থিত থাকবেন দেশ বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাতে থাকবেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ ৷

রাজভবন সূত্রের দাবি, আগামিকাল সকাল ন'টায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে গ্লোবাল এনার্জি পার্লামেন্টের ত্রয়োদশ আন্তর্জাতিক অধিবেশনের সূচনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, ইসরো'র চেয়ারম্যান এস সোমানাথ, শ্রীলঙ্কার মহাবোধি সোসাইটির সভাপতি বনগালা উপতিসা থেরো, কাউন্সিল অফ ওয়ার্ল্ড এল্ডার্স-এর জার্মানির প্রধান মিসেস করিন ট্যাগ, এছাড়াও অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেনের শিক্ষাবিদ, লেখক এবং পুষ্টিবিদরা উপস্থিত থাকবেন।

গ্লোবাল এনার্জি পার্লামেন্ট একটি আন্তর্জাতিক সংস্থা। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে, জিইপি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা-সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেশন পরিচালনা করেছে। জিইপি ঈসা বিশ্ব প্রজ্ঞা ট্রাস্ট দ্বারা সংগঠিত, একটি দাতব্য সংস্থা। যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইসিওএসওসি) পরামর্শমূলক মর্যাদা ধারণ করে। এদিকে, 'বিজ্ঞান এবং বিশ্বাস' শীর্ষক আলোচনার আগে 'ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার' প্রোগাম আয়োজিত হবে রাজভবনে। তারপরেই বিজ্ঞান এবং বিশ্বাস' শীর্ষক আসর বসবে। এই আসরেই গভর্নরস এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে ইসরো চেয়ারম্যান এস সোমনাথকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে সেই অ্যাওয়ার্ড তুলে দেবেন।

আরও পড়ুন:

  1. রাজ্যপালের যাতায়াত খরচ বাবদ বকেয়া 3 কোটি 61 লক্ষ, টাকা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি রাজভবনকে
  2. ইসরোর মুকুটে আরও এক পালক, আট বছরে 600টিরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ শনাক্ত করল অ্যাস্ট্রোস্যাট
  3. প্রায় শেষ সিল্কিয়ারায় খননকাজ, পুজোয় বসলেন আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স

কলকাতা, 28 নভেম্বর: রাত পোহালেই চাঁদের হাট বসছে কলকাতা রাজভবনে। গ্লোবাল এনার্জি পার্লামেন্টের উদ্যোগে আগামিকাল ও পরশু 'বিজ্ঞান এবং বিশ্বাস' শীর্ষক আলোচনা সভার আয়োজন হতে চলেছে। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, শান্তি এবং বৈশ্বিক বিষয়, পরিবেশ, সংস্কৃতি, অর্থ, স্বাস্থ্য, আবাসন ও পরিকল্পনা, মানবসম্পদ, বন, কৃষি, আইন ও বিচার, বিদ্যুৎ, সমাজকল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। উপস্থিত থাকবেন দেশ বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাতে থাকবেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ ৷

রাজভবন সূত্রের দাবি, আগামিকাল সকাল ন'টায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে গ্লোবাল এনার্জি পার্লামেন্টের ত্রয়োদশ আন্তর্জাতিক অধিবেশনের সূচনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, ইসরো'র চেয়ারম্যান এস সোমানাথ, শ্রীলঙ্কার মহাবোধি সোসাইটির সভাপতি বনগালা উপতিসা থেরো, কাউন্সিল অফ ওয়ার্ল্ড এল্ডার্স-এর জার্মানির প্রধান মিসেস করিন ট্যাগ, এছাড়াও অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেনের শিক্ষাবিদ, লেখক এবং পুষ্টিবিদরা উপস্থিত থাকবেন।

গ্লোবাল এনার্জি পার্লামেন্ট একটি আন্তর্জাতিক সংস্থা। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে, জিইপি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা-সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেশন পরিচালনা করেছে। জিইপি ঈসা বিশ্ব প্রজ্ঞা ট্রাস্ট দ্বারা সংগঠিত, একটি দাতব্য সংস্থা। যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইসিওএসওসি) পরামর্শমূলক মর্যাদা ধারণ করে। এদিকে, 'বিজ্ঞান এবং বিশ্বাস' শীর্ষক আলোচনার আগে 'ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার' প্রোগাম আয়োজিত হবে রাজভবনে। তারপরেই বিজ্ঞান এবং বিশ্বাস' শীর্ষক আসর বসবে। এই আসরেই গভর্নরস এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে ইসরো চেয়ারম্যান এস সোমনাথকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে সেই অ্যাওয়ার্ড তুলে দেবেন।

আরও পড়ুন:

  1. রাজ্যপালের যাতায়াত খরচ বাবদ বকেয়া 3 কোটি 61 লক্ষ, টাকা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি রাজভবনকে
  2. ইসরোর মুকুটে আরও এক পালক, আট বছরে 600টিরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ শনাক্ত করল অ্যাস্ট্রোস্যাট
  3. প্রায় শেষ সিল্কিয়ারায় খননকাজ, পুজোয় বসলেন আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স
Last Updated : Nov 28, 2023, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.