কলকাতা, 29 নভেম্বর: চন্দ্রযান-3 এর সাফল্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি কলকাতায় আমন্ত্রণ জানিয়ে ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা জানাবেন । বুধবার কলকাতায় এসে এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানালোন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ এদিন তিনি বলেন,"ডাকলে অবশ্যই আসব। কিন্তু, ব্যক্তিগতভাবে কোনও উপহার বা অভিনন্দন গ্রহণে আমি আগ্রহী নই বা এখনও পর্যন্ত কোনও ঘটনা এমন ঘটেনি । দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা ইসরোর চন্দ্রযান-3 টিমে ছিলেন। তাঁদের হয়ে প্রতিনিধিত্ব করতে বা অভিনন্দন গ্রহণ করতে পারি । কিন্তু, গোটা টিমকে নিয়ে আসা সম্ভব নয় । কারণ, হাজার জনের বেশি সদস্য আছেন।"
বুধবার রাজভবনে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে "গভর্নরস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় ইসরো চেয়ারম্যানকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই সেই পুরস্কার তুলে দেন । সঙ্গে 2 লাখ টাকার চেকও তুলে দেন । এই সম্মান পেয়ে তিনি আপ্লুত বলেই জানিয়েছন এস সোমনাথ । তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছন ইসরোর বিভিন্ন প্রকল্পে সাফল্যের জন্য । এস সোমনাথ আগামীতে তাঁর ও ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ।
ইসরো চেয়ারম্যান এদিন বলেন, "ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই 2024 সালের শেষে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে । নাসা প্রধান ভারতের প্রথম মহাকাশচারীকে ইসরোর উদ্যোগে মহাকাশে পাঠানোর জন্য দ্রুত কর্মসূচি গ্ৰহণের কথা জানিয়েছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2035 সালের মধ্যে ভারতীয় মহাকাশ স্টেশন তৈরির কথা আগেই জানিয়েছিলেন । 2040 সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে আমরা এগচ্ছি । ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । একজনকেই পাঠানো হবে । কিন্তু, দু'জনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । মূলত ভূমি বাস্তুতন্ত্র, কঠিন পৃথিবীর বিকৃতি, পর্বত এবং মেরু ক্রায়োস্ফিয়ার, সমুদ্রের বরফ এবং উপকূলীয় মহাসাগর আঞ্চলিক থেকে শুরু করে বিশ্বের নানান বিষয় নিয়ে গবেষণার জন্য এগোচ্ছে ইসরো ।"
চন্দ্রযান 3 সাফল্যের পর এনসিইআরটি একটি মডিউল স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে । সেই মডিউলে চন্দ্রযান 3-এর ভুল ব্যাখা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে একাধিক বিজ্ঞান সংগঠন । এ বিষয়ে এদিন প্রশ্ন করা হলে ইসরো চেয়ারম্যান জানান, এই বিষয়ে তাঁর জানা নেই, তিনি শুধু ইসরো সম্পর্কে বলতে পারেন ৷
আরও পড়ুন: