ETV Bharat / state

মুখ্যমন্ত্রী মমতার সংবর্ধনা গ্রহণে আপত্তি নেই ইসরো চেয়ারম্যান এস সোমনাথের - S somanath

ISRO Chairman S Somanath: বুধবার রাজভবনের তরফে সম্মানিত করা হয় ইসরো চেয়ারম্যান এস সোমনাথকে ৷ এদিন তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা জানালে তাতে তাঁর আপত্তি নেই ৷

ETV Bharat
ইসরো চেয়ারম্যান এস সোমনাথের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 5:19 PM IST

ইসরো চেয়ারম্যান এস সোমনাথের বক্তব্য

কলকাতা, 29 নভেম্বর: চন্দ্রযান-3 এর সাফল্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি কলকাতায় আমন্ত্রণ জানিয়ে ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা জানাবেন । বুধবার কলকাতায় এসে এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানালোন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ এদিন তিনি বলেন,"ডাকলে অবশ্যই আসব। কিন্তু, ব্যক্তিগতভাবে কোনও উপহার বা অভিনন্দন গ্রহণে আমি আগ্রহী নই বা এখনও পর্যন্ত কোনও ঘটনা এমন ঘটেনি । দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা ইসরোর চন্দ্রযান-3 টিমে ছিলেন। তাঁদের হয়ে প্রতিনিধিত্ব করতে বা অভিনন্দন গ্রহণ করতে পারি । কিন্তু, গোটা টিমকে নিয়ে আসা সম্ভব নয় । কারণ, হাজার জনের বেশি সদস্য আছেন।"

বুধবার রাজভবনে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে "গভর্নরস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় ইসরো চেয়ারম্যানকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই সেই পুরস্কার তুলে দেন । সঙ্গে 2 লাখ টাকার চেকও তুলে দেন । এই সম্মান পেয়ে তিনি আপ্লুত বলেই জানিয়েছন এস সোমনাথ । তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছন ইসরোর বিভিন্ন প্রকল্পে সাফল্যের জন্য । এস সোমনাথ আগামীতে তাঁর ও ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ।

ইসরো চেয়ারম্যান এদিন বলেন, "ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই 2024 সালের শেষে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে । নাসা প্রধান ভারতের প্রথম মহাকাশচারীকে ইসরোর উদ্যোগে মহাকাশে পাঠানোর জন্য দ্রুত কর্মসূচি গ্ৰহণের কথা জানিয়েছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2035 সালের মধ্যে ভারতীয় মহাকাশ স্টেশন তৈরির কথা আগেই জানিয়েছিলেন । 2040 সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে আমরা এগচ্ছি । ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । একজনকেই পাঠানো হবে । কিন্তু, দু'জনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । মূলত ভূমি বাস্তুতন্ত্র, কঠিন পৃথিবীর বিকৃতি, পর্বত এবং মেরু ক্রায়োস্ফিয়ার, সমুদ্রের বরফ এবং উপকূলীয় মহাসাগর আঞ্চলিক থেকে শুরু করে বিশ্বের নানান বিষয় নিয়ে গবেষণার জন্য এগোচ্ছে ইসরো ।"

চন্দ্রযান 3 সাফল্যের পর এনসিইআরটি একটি মডিউল স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে । সেই মডিউলে চন্দ্রযান 3-এর ভুল ব্যাখা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে একাধিক বিজ্ঞান সংগঠন । এ বিষয়ে এদিন প্রশ্ন করা হলে ইসরো চেয়ারম্যান জানান, এই বিষয়ে তাঁর জানা নেই, তিনি শুধু ইসরো সম্পর্কে বলতে পারেন ৷

আরও পড়ুন:

  1. চাঁদে মানুষ পাঠিয়ে সুস্থভাবে পৃথিবীতে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য, রাজভবনে বললেন ইসরো চেয়ারম্যান
  2. বুধে রাজভবনে চাঁদের হাট, বিজ্ঞান বিষয়ক আলোচনায় থাকছেন ইসরোর চেয়ারম্যান
  3. ইসরোর মুকুটে আরও এক পালক, আট বছরে 600টিরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ শনাক্ত করল অ্যাস্ট্রোস্যাট

ইসরো চেয়ারম্যান এস সোমনাথের বক্তব্য

কলকাতা, 29 নভেম্বর: চন্দ্রযান-3 এর সাফল্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি কলকাতায় আমন্ত্রণ জানিয়ে ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা জানাবেন । বুধবার কলকাতায় এসে এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানালোন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ এদিন তিনি বলেন,"ডাকলে অবশ্যই আসব। কিন্তু, ব্যক্তিগতভাবে কোনও উপহার বা অভিনন্দন গ্রহণে আমি আগ্রহী নই বা এখনও পর্যন্ত কোনও ঘটনা এমন ঘটেনি । দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা ইসরোর চন্দ্রযান-3 টিমে ছিলেন। তাঁদের হয়ে প্রতিনিধিত্ব করতে বা অভিনন্দন গ্রহণ করতে পারি । কিন্তু, গোটা টিমকে নিয়ে আসা সম্ভব নয় । কারণ, হাজার জনের বেশি সদস্য আছেন।"

বুধবার রাজভবনে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে "গভর্নরস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় ইসরো চেয়ারম্যানকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই সেই পুরস্কার তুলে দেন । সঙ্গে 2 লাখ টাকার চেকও তুলে দেন । এই সম্মান পেয়ে তিনি আপ্লুত বলেই জানিয়েছন এস সোমনাথ । তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছন ইসরোর বিভিন্ন প্রকল্পে সাফল্যের জন্য । এস সোমনাথ আগামীতে তাঁর ও ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ।

ইসরো চেয়ারম্যান এদিন বলেন, "ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই 2024 সালের শেষে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে । নাসা প্রধান ভারতের প্রথম মহাকাশচারীকে ইসরোর উদ্যোগে মহাকাশে পাঠানোর জন্য দ্রুত কর্মসূচি গ্ৰহণের কথা জানিয়েছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2035 সালের মধ্যে ভারতীয় মহাকাশ স্টেশন তৈরির কথা আগেই জানিয়েছিলেন । 2040 সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে আমরা এগচ্ছি । ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । একজনকেই পাঠানো হবে । কিন্তু, দু'জনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । মূলত ভূমি বাস্তুতন্ত্র, কঠিন পৃথিবীর বিকৃতি, পর্বত এবং মেরু ক্রায়োস্ফিয়ার, সমুদ্রের বরফ এবং উপকূলীয় মহাসাগর আঞ্চলিক থেকে শুরু করে বিশ্বের নানান বিষয় নিয়ে গবেষণার জন্য এগোচ্ছে ইসরো ।"

চন্দ্রযান 3 সাফল্যের পর এনসিইআরটি একটি মডিউল স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে । সেই মডিউলে চন্দ্রযান 3-এর ভুল ব্যাখা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে একাধিক বিজ্ঞান সংগঠন । এ বিষয়ে এদিন প্রশ্ন করা হলে ইসরো চেয়ারম্যান জানান, এই বিষয়ে তাঁর জানা নেই, তিনি শুধু ইসরো সম্পর্কে বলতে পারেন ৷

আরও পড়ুন:

  1. চাঁদে মানুষ পাঠিয়ে সুস্থভাবে পৃথিবীতে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য, রাজভবনে বললেন ইসরো চেয়ারম্যান
  2. বুধে রাজভবনে চাঁদের হাট, বিজ্ঞান বিষয়ক আলোচনায় থাকছেন ইসরোর চেয়ারম্যান
  3. ইসরোর মুকুটে আরও এক পালক, আট বছরে 600টিরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ শনাক্ত করল অ্যাস্ট্রোস্যাট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.