ETV Bharat / state

ISKCON on Maneka Gandhi: মানেকা গান্ধি মিথ্যে কথা বলছেন, কড়া প্রতিক্রিয়া ইসকন কর্তৃপক্ষের - মানেকা ইসকন বিরোধ

মানেকা গান্ধির মন্তব্যে ক্ষুব্ধ ইসকন কর্তৃপক্ষ ৷ মানেকা ইসকনের বিরুদ্ধে গরু বিক্রির যে অভিযোগ করেছেন, তা প্রমাণের দাবি জানিয়েছে ইসকন ৷

ETV Bharat
মানেকা গান্ধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:48 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: এবার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকনকে 'সবচেয়ে বড় প্রতারক' বলে তোপ দাগলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি । তাঁর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে ইসকনের তরফ থেকে ৷ বিষয়টি নিয়ে কলকাতার ইসকন শাখার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷

ইসকনের বিবৃতিতে মানেকা গান্ধির এহেন মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করা হয়েছে এবং মানেকা যে অভিযোগ করেছেন সেই প্রেক্ষিতে তাঁকে প্রমাণ তুলে ধরার কথাও বলা হয়েছে । সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিজেপি নেত্রী এবং উত্তরপ্রদেশের সুলতানপুরের সাংসদ মানেকা গান্ধি ইসকনের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ তিনি ইসকনকে 'সবচেয়ে বড় প্রতারক' বলে মন্তব্য করেন ।

পশুপ্রেমী হিসেবে সুপরিচিত মানেকা গান্ধির দাবি, ইসকন গোশালা চালিয়ে সরকারের থেকে সুবিধা নিচ্ছে । এরপর তিনি ইসকনের গোশালায় তাঁর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। জানান, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ইসকনের একটি আশ্রমে গিয়ে তিনি দেখেছিলেন, সেখানকার গোশালায় সবকটি গরু দুগ্ধবতী । অথচ সেখানে একটিও বাছুর ছিল না । তার মানে বাছুরগুলিকে নিশ্চয়ই বিক্রি করে দেওয়া হয়েছে । ইসকন কসাইদের কাছে গরু বিক্রি করে দেয়। এত বাছুর সম্ভবত অন্য কোনও সংস্থা বিক্রি করে না। আর এরাই হরিনাম সংকীর্তন করে আবার।

আরও পড়ুন: মণিপুরে আফস্পার মেয়াদ বৃদ্ধি, বীরেন সিংকে সরানোর দাবি কংগ্রেসের

মানেকা গান্ধির এই মন্তব্যের পরে বুধবার কলকাতা ইসকনের মুখ্য জনসংযোগ আধিকারিক রাধা রামনদাস বলেন,"মানেকা গান্ধি ইসকনের সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন । আমরা ওনার এই অভিযোগ অস্বীকার করি । সনাতন ধর্মকে কোনও না কোনও ভাবে আক্রমণ করা একটা হাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে । এটা অত্যন্ত দুঃখজনক । সারা বিশ্বে ইসকন গোমাতার সেবার জন্য প্রসিদ্ধ । আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ইসকনের গৌশালায় গিয়ে দেখুন যে ওখানে আমরা গোমাতার কিভাবে সেবা করি । তাই মেনকা গান্ধি যে অভিযোগ করেছেন তা তাঁকে প্রমাণ করতে হবে । কারণ অনন্তপুরে আশ্রমের ভক্তরা আমাদের জানিয়েছেন যে মেনকা গান্ধি অনন্তপুরের আশ্রমে কবে গিয়েছিলেন তা কেউ তা জানে না । কেউ তাঁকে ওখানে দেখেননি । তাই তিনি যে অনন্তপুর গোশালার অভিজ্ঞতার কথা বলেছেন তা তাঁকে প্রমাণ করতে হবে । তিনি কি কোনও ভিডিও করেছেন ? উনি একেবারে মিথ্যে কথা বলছেন । উনি শুধু গোমাতারই নয় ভক্তবৃন্দেরও অপমান করেছেন। উনি হিন্দু সনাতন ধর্মের আস্থা এবং বিশ্বাস নিয়ে তামাশা করেছেন । এটা একেবারেই ঠিক নয় । আমরা আশা করব যে ওনার দল ওনার এই মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে।"

কলকাতা, 27 সেপ্টেম্বর: এবার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকনকে 'সবচেয়ে বড় প্রতারক' বলে তোপ দাগলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি । তাঁর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে ইসকনের তরফ থেকে ৷ বিষয়টি নিয়ে কলকাতার ইসকন শাখার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷

ইসকনের বিবৃতিতে মানেকা গান্ধির এহেন মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করা হয়েছে এবং মানেকা যে অভিযোগ করেছেন সেই প্রেক্ষিতে তাঁকে প্রমাণ তুলে ধরার কথাও বলা হয়েছে । সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিজেপি নেত্রী এবং উত্তরপ্রদেশের সুলতানপুরের সাংসদ মানেকা গান্ধি ইসকনের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ তিনি ইসকনকে 'সবচেয়ে বড় প্রতারক' বলে মন্তব্য করেন ।

পশুপ্রেমী হিসেবে সুপরিচিত মানেকা গান্ধির দাবি, ইসকন গোশালা চালিয়ে সরকারের থেকে সুবিধা নিচ্ছে । এরপর তিনি ইসকনের গোশালায় তাঁর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। জানান, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ইসকনের একটি আশ্রমে গিয়ে তিনি দেখেছিলেন, সেখানকার গোশালায় সবকটি গরু দুগ্ধবতী । অথচ সেখানে একটিও বাছুর ছিল না । তার মানে বাছুরগুলিকে নিশ্চয়ই বিক্রি করে দেওয়া হয়েছে । ইসকন কসাইদের কাছে গরু বিক্রি করে দেয়। এত বাছুর সম্ভবত অন্য কোনও সংস্থা বিক্রি করে না। আর এরাই হরিনাম সংকীর্তন করে আবার।

আরও পড়ুন: মণিপুরে আফস্পার মেয়াদ বৃদ্ধি, বীরেন সিংকে সরানোর দাবি কংগ্রেসের

মানেকা গান্ধির এই মন্তব্যের পরে বুধবার কলকাতা ইসকনের মুখ্য জনসংযোগ আধিকারিক রাধা রামনদাস বলেন,"মানেকা গান্ধি ইসকনের সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন । আমরা ওনার এই অভিযোগ অস্বীকার করি । সনাতন ধর্মকে কোনও না কোনও ভাবে আক্রমণ করা একটা হাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে । এটা অত্যন্ত দুঃখজনক । সারা বিশ্বে ইসকন গোমাতার সেবার জন্য প্রসিদ্ধ । আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ইসকনের গৌশালায় গিয়ে দেখুন যে ওখানে আমরা গোমাতার কিভাবে সেবা করি । তাই মেনকা গান্ধি যে অভিযোগ করেছেন তা তাঁকে প্রমাণ করতে হবে । কারণ অনন্তপুরে আশ্রমের ভক্তরা আমাদের জানিয়েছেন যে মেনকা গান্ধি অনন্তপুরের আশ্রমে কবে গিয়েছিলেন তা কেউ তা জানে না । কেউ তাঁকে ওখানে দেখেননি । তাই তিনি যে অনন্তপুর গোশালার অভিজ্ঞতার কথা বলেছেন তা তাঁকে প্রমাণ করতে হবে । তিনি কি কোনও ভিডিও করেছেন ? উনি একেবারে মিথ্যে কথা বলছেন । উনি শুধু গোমাতারই নয় ভক্তবৃন্দেরও অপমান করেছেন। উনি হিন্দু সনাতন ধর্মের আস্থা এবং বিশ্বাস নিয়ে তামাশা করেছেন । এটা একেবারেই ঠিক নয় । আমরা আশা করব যে ওনার দল ওনার এই মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.