ETV Bharat / state

নির্মলার বাজেটে কতটা স্বস্তি পেলেন প্রবীণরা? - budget allocation for senior citizens

প্রবীণ নাগরিকদের জন্য কতটা সুবিধা রয়েছে নির্মলার বাজেটে ? কী বলছেন বণিকসভার সভ্যরা ?

কেন্দ্রীয় বাজেট 2021
ছবি
author img

By

Published : Feb 1, 2021, 7:05 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি : বাজেট 2021 সময়োপযোগী হলেও করোনা সংক্রমণ ও স্বাথ্য সুরক্ষাকে মাথায় রেখে দেশের প্রবীণ নাগরিকদের জন্য ফলপ্রসূ বরাদ্দ দেওয়া হয়নি বলে মনে করছেন একাংশ । কোভিড পরিস্থিতি ও এবারের 9.5 শতাংশ রাজস্ব ঘাটতি মাথায় রেখে এর চেয়ে ব্যালেন্সড বা নিরপেক্ষ বাজেট হয়ত করা সম্ভব ছিল না বলে মনে করছেন বণিকসভার সদস্যরা ।

আজ বাজেটে ঘোষণা করা হয়, 75 বছর বা তার বেশি বয়সিদের পেনশন থেকেই আয় হলে বা শুধুমাত্র ব্যাঙ্কে জমানো টাকার সুদ থেকে আয় হলে ফাইল করতে হবে না আয়কর রিটার্ন । পাশাপাশি 75 বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের জমানো টাকার সুদের উপর কর মকুব করল সরকার । কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা এবারের বাজেটে বেশ কয়েকটি হাই পয়েন্টের মধ্যে এটি অন্যতম বলে মনে করা হচ্ছে ।

কর বিশেষজ্ঞ পল্লব গুপ্ত বলেন যে, "কোভিড পরিস্থিতি এবং স্বাস্থ্য সুরক্ষাকে মাথায় রেখে প্রবীণ নাগরিকরা এই বাজেট থেকে অনেক কিছু আশা করেছিলেন । প্রবীণ নাগরিকদের জন্য বাজেটে খুব সীমিত বরাদ্দ করা হয়েছে । কারণ আয়কর রিটার্ন ফিলিং এখন অনেক সহজ হয়ে গিয়েছে । তাই এভাবে মনে করা যেতে পারে যে প্রবীণ নাগরিকদের যদি আয়কর রিটার্ন ফাইল না করতে হয় তাহলে তাঁদের পক্ষে হয়ত কিছুটা চাপ কমবে । তবে খুব একটা হেরফের কিছু হবে না ।"

বাজেটে প্রবীণদের জন্য কতটা সুবিধা থাকছে ?

আরও পড়ুন : নজরে '21, বাজেটে বাংলা-অসমকে 'উপহার' কেন্দ্রের

পাশাপাশি বিশেষজ্ঞ দীপঙ্কর চট্টোপাধ্যায় বলেন যে, "অর্থমন্ত্রী 75 বছর বয়সীদের ক্ষেত্রে এই সুবিধার কথা বলেছেন । কখনও আবার 65 এই সুবিধা দেওয়ার কথা বলা হয় । তবে আমার মনে হয় যে বর্তমানে বিহু প্রবীণ নাগিরিকরা কর্মকর্তা বা নিজস্ব ব্যবসার সঙ্গেও যুক্ত । প্রবীণ নাগরিকদের দিকে না তাকিয়ে যাঁরা গরিব মানুষ বা গ্রামের মানুষ কিংবা যেসব মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বা এখনও চাকরি পাননি সেই দিকে যে নজর দেওয়া হয়েছে । সেই বিষয়টিকে আমি স্বাগত জানাচ্ছি ।"

কলকাতা, 1 ফেব্রুয়ারি : বাজেট 2021 সময়োপযোগী হলেও করোনা সংক্রমণ ও স্বাথ্য সুরক্ষাকে মাথায় রেখে দেশের প্রবীণ নাগরিকদের জন্য ফলপ্রসূ বরাদ্দ দেওয়া হয়নি বলে মনে করছেন একাংশ । কোভিড পরিস্থিতি ও এবারের 9.5 শতাংশ রাজস্ব ঘাটতি মাথায় রেখে এর চেয়ে ব্যালেন্সড বা নিরপেক্ষ বাজেট হয়ত করা সম্ভব ছিল না বলে মনে করছেন বণিকসভার সদস্যরা ।

আজ বাজেটে ঘোষণা করা হয়, 75 বছর বা তার বেশি বয়সিদের পেনশন থেকেই আয় হলে বা শুধুমাত্র ব্যাঙ্কে জমানো টাকার সুদ থেকে আয় হলে ফাইল করতে হবে না আয়কর রিটার্ন । পাশাপাশি 75 বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের জমানো টাকার সুদের উপর কর মকুব করল সরকার । কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা এবারের বাজেটে বেশ কয়েকটি হাই পয়েন্টের মধ্যে এটি অন্যতম বলে মনে করা হচ্ছে ।

কর বিশেষজ্ঞ পল্লব গুপ্ত বলেন যে, "কোভিড পরিস্থিতি এবং স্বাস্থ্য সুরক্ষাকে মাথায় রেখে প্রবীণ নাগরিকরা এই বাজেট থেকে অনেক কিছু আশা করেছিলেন । প্রবীণ নাগরিকদের জন্য বাজেটে খুব সীমিত বরাদ্দ করা হয়েছে । কারণ আয়কর রিটার্ন ফিলিং এখন অনেক সহজ হয়ে গিয়েছে । তাই এভাবে মনে করা যেতে পারে যে প্রবীণ নাগরিকদের যদি আয়কর রিটার্ন ফাইল না করতে হয় তাহলে তাঁদের পক্ষে হয়ত কিছুটা চাপ কমবে । তবে খুব একটা হেরফের কিছু হবে না ।"

বাজেটে প্রবীণদের জন্য কতটা সুবিধা থাকছে ?

আরও পড়ুন : নজরে '21, বাজেটে বাংলা-অসমকে 'উপহার' কেন্দ্রের

পাশাপাশি বিশেষজ্ঞ দীপঙ্কর চট্টোপাধ্যায় বলেন যে, "অর্থমন্ত্রী 75 বছর বয়সীদের ক্ষেত্রে এই সুবিধার কথা বলেছেন । কখনও আবার 65 এই সুবিধা দেওয়ার কথা বলা হয় । তবে আমার মনে হয় যে বর্তমানে বিহু প্রবীণ নাগিরিকরা কর্মকর্তা বা নিজস্ব ব্যবসার সঙ্গেও যুক্ত । প্রবীণ নাগরিকদের দিকে না তাকিয়ে যাঁরা গরিব মানুষ বা গ্রামের মানুষ কিংবা যেসব মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বা এখনও চাকরি পাননি সেই দিকে যে নজর দেওয়া হয়েছে । সেই বিষয়টিকে আমি স্বাগত জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.