ETV Bharat / state

ব্রিটেনফেরত 2 কোরোনা আক্রান্তের শরীরে কি নতুন স্ট্রেন? খুঁজছে স্বাস্থ্য দপ্তর - Kolkata COVID-19

31 ডিসেম্বর পর্যন্ত লন্ডনগামী সমস্ত বিমানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । কোরোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ।

Health care cemter
Health care cemter
author img

By

Published : Dec 23, 2020, 8:01 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর : লন্ডন থেকে আসা বিমানের দুই যাত্রীর শরীরে কি কোভিড-19-র ভাইরাসের নতুন কোনও স্ট্রেনের সংক্রমণ ঘটেছে ? বিষয়টিই এখনও খতিয়ে দেখছে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর । কারণ, জেনেটিক পরিবর্তন ঘটিয়ে এই ভাইরাসের সংক্রমণ এখন ব্রিটেনে দেখা যাচ্ছে বলে গতকাল স্বাস্থ্য মন্ত্রকের এক নোটিসে জানানো হয়েছে । এদিকে, এই দুই আক্রান্তের মধ্যে একজন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষ স্তরের এক আধিকারিকের ছেলে ।

লন্ডন থেকে কলকাতায় আসা এক বিমানের দুই যাত্রীর শরীরে সোমবার কোভিড-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। এই বিষয়ে রাজ‍্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "বিমানের দুই যাত্রীর শরীরে কোভিড-19 পজ়িটিভ পাওয়া গিয়েছে । এই দুই জনকে আইসোলেশনে রাখা হয়েছে ।" এদিকে, আক্রান্ত এই দুইজনের মধ্যে একজন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্তরের এক আধিকারিকের ছেলে । তাঁকে সোমবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়েছে । অন্য জনকে ভরতি করানো হয়েছে রাজারহাটে অবস্থিত চিত্তরঞ্জন ন‍্যাশনাল ক‍্যান্সার ইনস্টিটিউটের সেকেন্ড ক্যাম্পাসে । এখানে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের ব‍্যবস্থাপনায় কোরোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসার ব‍্যবস্থা রয়েছে । আক্রান্ত এই দুই জন উপসর্গহীন বলে জানা গিয়েছে । প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো স্বাস্থ্য মন্ত্রকের ওই নোটিসে জানানো হয়েছে, ব্রিটেনে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে কোভিড-19-র ভাইরাস এসএআরএস-কোভ-2 সংক্রমণ দেখা যাচ্ছে । এর ফলে কোভিড-19 প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ব‍্যবস্থা নিতে হবে । কোরোনা ভাইরাসের জেনেটিক পরিবর্তন ঘটার ফলে, স্বাভাবিক ভাবেই ব্রিটেনে এখন এই ভাইরাসের নতুন কোন স্ট্রেন সংক্রমণ ঘটাচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । স্বাভাবিক ভাবেই, লন্ডন থেকে কলকাতায় বিমানে আসা আক্রান্ত ওই দুই জনের শরীরে এসএআরএস-কোভ-2-এর কোনও নতুন স্ট্রেনের সংক্রমণ ঘটেছে কি না, তার খোঁজ শুরু করেছে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর । এর জন্য এই দুই আক্রান্তের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

এই বিষয়ে রাজ‍্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এই দুই জনের সংক্রমণ নতুন কোনও স্ট্রেনের কারণে কি না, তা দেখা হচ্ছে ।" জানা গিয়েছে, লন্ডন থেকে কলকাতায় ওই বিমান সোমবার এসেছে । ওই বিমানে 200-র মতো যাত্রী ছিলেন । তাঁদের মধ্যে 25 জন যাত্রীর কোভিড-19 টেস্ট করানো হয় । এই কোভিড-19 টেস্টের রিপোর্টে ওই দুই যাত্রীর শরীরে সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে । জানা গিয়েছে, বিমানে ভ্রমণের সময় যে সব যাত্রীর কাছে কোভিড-19 নেগেটিভ সংক্রান্ত প্রয়োজনীয় নথি থাকে না, বা নথি যদি যথাযথ না হয়, তা হলে বিমানবন্দরে এই ধরনের যাত্রীদের কোভিড-19 টেস্ট করানো হয় । যে কারণে কলকাতা বিমানবন্দরে ওই বিমানে 200-র মতো যাত্রী থাকলেও, তাঁদের মধ্যে 25 জনের টেস্ট করানো হয়েছে ।

এদিকে, সোমবার স্বাস্থ্য মন্ত্রকের ওই নোটিসে জানানো হয়েছে, ব্রিটেনে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে কোভিড-19-এর ভাইরাস এসএআরএস-কোভ-2-এর সংক্রমণ দেখা যাচ্ছে । এর ফলে কোভিড-19 প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ব‍্যবস্থার অঙ্গ হিসাবে মঙ্গলবার রাত 11টা 59 মিনিট থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত লন্ডন থেকে এ দেশে আগত বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । আন্তর্জাতিক কোনও বিমানে চেপে লন্ডন থেকে এদেশে কোনও যাত্রী এলে, আরটি-পিসিআর পদ্ধতিতে সেই যাত্রীর কোভিড-19 টেস্ট করানো বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ওই নোটিসে । এর পাশাপাশি ওই নোটিসে জানানো হয়েছে, যাঁদের কোভিড-19 পজ়িটিভ ধরা পড়বে, তাঁদের অবশ্যই সরকারি ব‍্যবস্থাপনায় কোয়ারানটাইন অথবা আইসোলেশনে রাখতে হবে । যাঁদের ক্ষেত্রে কোভিড-19 নেগেটিভ পাওয়া যাবে,‌ তাঁদের বাড়িতে সাতদিন আইসোলেশনে থাকতে হবে । ব্রিটেনে নতুন করে সংক্রমণের জেরে, স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ‍্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই ধরনের ব‍্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই নোটিসে ।

কলকাতা, 23 ডিসেম্বর : লন্ডন থেকে আসা বিমানের দুই যাত্রীর শরীরে কি কোভিড-19-র ভাইরাসের নতুন কোনও স্ট্রেনের সংক্রমণ ঘটেছে ? বিষয়টিই এখনও খতিয়ে দেখছে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর । কারণ, জেনেটিক পরিবর্তন ঘটিয়ে এই ভাইরাসের সংক্রমণ এখন ব্রিটেনে দেখা যাচ্ছে বলে গতকাল স্বাস্থ্য মন্ত্রকের এক নোটিসে জানানো হয়েছে । এদিকে, এই দুই আক্রান্তের মধ্যে একজন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষ স্তরের এক আধিকারিকের ছেলে ।

লন্ডন থেকে কলকাতায় আসা এক বিমানের দুই যাত্রীর শরীরে সোমবার কোভিড-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। এই বিষয়ে রাজ‍্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "বিমানের দুই যাত্রীর শরীরে কোভিড-19 পজ়িটিভ পাওয়া গিয়েছে । এই দুই জনকে আইসোলেশনে রাখা হয়েছে ।" এদিকে, আক্রান্ত এই দুইজনের মধ্যে একজন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্তরের এক আধিকারিকের ছেলে । তাঁকে সোমবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়েছে । অন্য জনকে ভরতি করানো হয়েছে রাজারহাটে অবস্থিত চিত্তরঞ্জন ন‍্যাশনাল ক‍্যান্সার ইনস্টিটিউটের সেকেন্ড ক্যাম্পাসে । এখানে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের ব‍্যবস্থাপনায় কোরোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসার ব‍্যবস্থা রয়েছে । আক্রান্ত এই দুই জন উপসর্গহীন বলে জানা গিয়েছে । প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো স্বাস্থ্য মন্ত্রকের ওই নোটিসে জানানো হয়েছে, ব্রিটেনে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে কোভিড-19-র ভাইরাস এসএআরএস-কোভ-2 সংক্রমণ দেখা যাচ্ছে । এর ফলে কোভিড-19 প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ব‍্যবস্থা নিতে হবে । কোরোনা ভাইরাসের জেনেটিক পরিবর্তন ঘটার ফলে, স্বাভাবিক ভাবেই ব্রিটেনে এখন এই ভাইরাসের নতুন কোন স্ট্রেন সংক্রমণ ঘটাচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । স্বাভাবিক ভাবেই, লন্ডন থেকে কলকাতায় বিমানে আসা আক্রান্ত ওই দুই জনের শরীরে এসএআরএস-কোভ-2-এর কোনও নতুন স্ট্রেনের সংক্রমণ ঘটেছে কি না, তার খোঁজ শুরু করেছে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর । এর জন্য এই দুই আক্রান্তের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

এই বিষয়ে রাজ‍্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এই দুই জনের সংক্রমণ নতুন কোনও স্ট্রেনের কারণে কি না, তা দেখা হচ্ছে ।" জানা গিয়েছে, লন্ডন থেকে কলকাতায় ওই বিমান সোমবার এসেছে । ওই বিমানে 200-র মতো যাত্রী ছিলেন । তাঁদের মধ্যে 25 জন যাত্রীর কোভিড-19 টেস্ট করানো হয় । এই কোভিড-19 টেস্টের রিপোর্টে ওই দুই যাত্রীর শরীরে সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে । জানা গিয়েছে, বিমানে ভ্রমণের সময় যে সব যাত্রীর কাছে কোভিড-19 নেগেটিভ সংক্রান্ত প্রয়োজনীয় নথি থাকে না, বা নথি যদি যথাযথ না হয়, তা হলে বিমানবন্দরে এই ধরনের যাত্রীদের কোভিড-19 টেস্ট করানো হয় । যে কারণে কলকাতা বিমানবন্দরে ওই বিমানে 200-র মতো যাত্রী থাকলেও, তাঁদের মধ্যে 25 জনের টেস্ট করানো হয়েছে ।

এদিকে, সোমবার স্বাস্থ্য মন্ত্রকের ওই নোটিসে জানানো হয়েছে, ব্রিটেনে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে কোভিড-19-এর ভাইরাস এসএআরএস-কোভ-2-এর সংক্রমণ দেখা যাচ্ছে । এর ফলে কোভিড-19 প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ব‍্যবস্থার অঙ্গ হিসাবে মঙ্গলবার রাত 11টা 59 মিনিট থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত লন্ডন থেকে এ দেশে আগত বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । আন্তর্জাতিক কোনও বিমানে চেপে লন্ডন থেকে এদেশে কোনও যাত্রী এলে, আরটি-পিসিআর পদ্ধতিতে সেই যাত্রীর কোভিড-19 টেস্ট করানো বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ওই নোটিসে । এর পাশাপাশি ওই নোটিসে জানানো হয়েছে, যাঁদের কোভিড-19 পজ়িটিভ ধরা পড়বে, তাঁদের অবশ্যই সরকারি ব‍্যবস্থাপনায় কোয়ারানটাইন অথবা আইসোলেশনে রাখতে হবে । যাঁদের ক্ষেত্রে কোভিড-19 নেগেটিভ পাওয়া যাবে,‌ তাঁদের বাড়িতে সাতদিন আইসোলেশনে থাকতে হবে । ব্রিটেনে নতুন করে সংক্রমণের জেরে, স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ‍্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই ধরনের ব‍্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই নোটিসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.