ETV Bharat / state

রাজনীতির কচকচানিতে কি ক্ষুন্ন হচ্ছে নেতাজির গরিমা ? - দেশপ্রেম দিবস

প্রধানমন্ত্রী বলেছেন পরাক্রম দিবস... কেউ আবার চাইছেন, বলা হোক দেশপ্রেম দিবস । ভোটের আগে রাজনীতির এই কচকচানিতে নেতাজিকে নিয়ে টানাটানি । কী বলছেন বুদ্ধিজীবীরা ?

Netaji Birthday
ছবি
author img

By

Published : Jan 23, 2021, 10:56 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : প্রতি বছর নেতাজির জন্মজয়ন্তী নিয়ে উন্মাদনা দেখা যায় । সারা বছর নেতাজি অন্তরালে থাকলেও, প্রতি বছর 23 জানুয়ারি নেতাজিকে নিয়ে পথে নামেন রাজনীতির মানুষেরা । এ বছরে তার অন্যথা হয়নি । সকাল থেকেই নেতাজির স্মরণে বাম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল । এতে কি নেতাজির গরিমা বাড়ছে ? নেতাজির নীতি আদর্শ মেনে চলছে রাজনৈতিক দলগুলি ? প্রশ্ন বিশিষ্টদের ।

আসলে নেতাজি রাজনীতির তাস । এবছর বঙ্গে নির্বাচন রয়েছে । নেতাজিকে সামনে রেখে রাজনৈতিক প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল । যদিও বিশিষ্টরা জানাচ্ছেন, নেতাজির নীতি-আদর্শ থেকে সরে গিয়েছে রাজনৈতিক দলগুলি ।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, "নেতাজির গরিমা কি আছে এখন, যা অবস্থা আমাদের । তাঁর আদর্শ থেকে আমরা অনেকটাই সরে এসেছি । এখন নেতাজি সহ সকলেই রাজনীতির তাস হয়ে গেছেন । নেতাজিকে নিয়ে টানাটানি হচ্ছে হোক । বুদ্ধিজীবীদের কিছু এসে যায় না ।"

আরও পড়ুন : নেতাজি তুমি কার ! দাবি প্রতিষ্ঠার লড়াইয়ে তৃণমূল-বিজেপি

নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কথায়, হুজুগে বাঙালি উৎসব নিয়ে ব্যস্ত থাকতে চায় । বললেন, "নেতাজির মতো আদর্শ খুব কম রয়েছে । তাই নেতাজিকে নিয়ে অতি উৎসাহ বাঙালিদের ।"

ভাষাবিদ পবিত্র সরকার স্পষ্ট জানিয়েছেন, নেতাজিকে নিয়ে টানাটানি হচ্ছে । সকলেই দাবি করছেন নেতাজি তাঁদের । নেতাজির স্বপ্নের ভারতের সঙ্গে বর্তমান ভারত সরকারের নীতি-আদর্শের কোনও মিল নেই।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরও বলছেন, নেতাজিকে নিয়ে সকলে টানাটানি করুক। তাঁরা চুপচাপ বসে দেখবেন। কিছুই করার নেই তাঁদের।

কলকাতা, 23 জানুয়ারি : প্রতি বছর নেতাজির জন্মজয়ন্তী নিয়ে উন্মাদনা দেখা যায় । সারা বছর নেতাজি অন্তরালে থাকলেও, প্রতি বছর 23 জানুয়ারি নেতাজিকে নিয়ে পথে নামেন রাজনীতির মানুষেরা । এ বছরে তার অন্যথা হয়নি । সকাল থেকেই নেতাজির স্মরণে বাম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল । এতে কি নেতাজির গরিমা বাড়ছে ? নেতাজির নীতি আদর্শ মেনে চলছে রাজনৈতিক দলগুলি ? প্রশ্ন বিশিষ্টদের ।

আসলে নেতাজি রাজনীতির তাস । এবছর বঙ্গে নির্বাচন রয়েছে । নেতাজিকে সামনে রেখে রাজনৈতিক প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল । যদিও বিশিষ্টরা জানাচ্ছেন, নেতাজির নীতি-আদর্শ থেকে সরে গিয়েছে রাজনৈতিক দলগুলি ।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, "নেতাজির গরিমা কি আছে এখন, যা অবস্থা আমাদের । তাঁর আদর্শ থেকে আমরা অনেকটাই সরে এসেছি । এখন নেতাজি সহ সকলেই রাজনীতির তাস হয়ে গেছেন । নেতাজিকে নিয়ে টানাটানি হচ্ছে হোক । বুদ্ধিজীবীদের কিছু এসে যায় না ।"

আরও পড়ুন : নেতাজি তুমি কার ! দাবি প্রতিষ্ঠার লড়াইয়ে তৃণমূল-বিজেপি

নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কথায়, হুজুগে বাঙালি উৎসব নিয়ে ব্যস্ত থাকতে চায় । বললেন, "নেতাজির মতো আদর্শ খুব কম রয়েছে । তাই নেতাজিকে নিয়ে অতি উৎসাহ বাঙালিদের ।"

ভাষাবিদ পবিত্র সরকার স্পষ্ট জানিয়েছেন, নেতাজিকে নিয়ে টানাটানি হচ্ছে । সকলেই দাবি করছেন নেতাজি তাঁদের । নেতাজির স্বপ্নের ভারতের সঙ্গে বর্তমান ভারত সরকারের নীতি-আদর্শের কোনও মিল নেই।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরও বলছেন, নেতাজিকে নিয়ে সকলে টানাটানি করুক। তাঁরা চুপচাপ বসে দেখবেন। কিছুই করার নেই তাঁদের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.