ETV Bharat / state

ATM প্রতারণায় সন্দেহভাজন আদ্রিয়ান লুপু, সেফ করিডর নেপাল ? - আদ্রিয়ান লুপু

কলকাতায় একের পর এক ATM জালিয়াতির অভিযোগ ওঠে । এখনও পর্যন্ত যাদবপুর থানায় মোট 49 টি অভিযোগ দায়ের হয়েছে । অন্য অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট, পর্ণশ্রী, উলটোডাঙা থানায় । প্রতিটি ক্ষেত্রে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দিল্লি থেকে ।

আদ্রিয়ান লুপু
আদ্রিয়ান লুপু
author img

By

Published : Dec 4, 2019, 10:57 PM IST

Updated : Dec 4, 2019, 11:15 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : দিনের পর দিন বাড়ছে ATM প্রতারণায় অভিযোগের সংখ্যা ৷ কলকাতা পুলিশে এখনও পর্যন্ত প্রায় 70 জন অভিযোগ দায়ের করেছেন ৷ প্রতারণার অভিযোগ প্রায় 14 লাখ টাকার ৷ ঘটনায় আদ্রিয়ান লুপু নামের এক ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ ৷ সূত্রের খবর, এই রোমানীয় নাগরিকের সঙ্গে অনেকটাই মিল পাওয়া গেছে CCTV ফুটেজে থাকা মুখ ঢাকা টুপি পড়া ব্যক্তির ৷

কলকাতায় একের পর এক ATM জালিয়াতির অভিযোগ ওঠে । এখনও পর্যন্ত যাদবপুর থানায় মোট 49 টি অভিযোগ দায়ের হয়েছে । অন্য অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট, পর্ণশ্রী, উলটোডাঙা থানায় । প্রতিটি ক্ষেত্রে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দিল্লি থেকে । অভিযোগ পাওয়ার পরেই দেখা যায়, গত এপ্রিল মাসে যাদবপুর এলাকার যে দুটি ATM স্কিমার পাওয়া গিয়েছিল, অনেক প্রতারিত সেই ATM ব্যবহার করেছে । সেই সূত্রেই লালবাজারের ধারণা, গত এপ্রিল মাসে চুরি করা তথ্যের ভিত্তিতেই এখন টাকা তুলছে প্রতারকরা । সন্দেহ যে তার উপরেই ছিল , সে কথা আগেই জানিয়েছিল ETV ভারত ।

গত এপ্রিল মাসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার রথীশ কুমার সিং দায়ের করেন অভিযোগ । হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে 12 এপ্রিলের মধ্যে ব্রাবোর্ন রোডের প্রায় 12 টি ATM স্কিমার বসিয়ে গ্রাহকদের তথ্য হাতানো হয়েছে । একটি ATM থেকে ওই ব্যাংকের কর্মীরা স্কিমার উদ্ধার করেছিলেন । সেই সময় ওপিয়ান দারিউ নামে এক রোমানিয় যুবককে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ জানতে পারে পার্কস্ট্রিট, যাদবপুর এলাকাতেও বসানো হয়েছিল স্কিমার । ওপিআনকে জেরা করে পাপুয়া রবার্ট জর্জ এবং মারিয়ানু এলিয়েন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয় দিল্লি থেকে । লালবাজার সূত্রের খবর, ওপিয়ান সেই সময় অ্যাড্রিয়ান লুপু নামে এক যুবকের কথা জানিয়েছিল পুলিশকে । কিন্তু তাকে ধরতে পারেনি গোয়েন্দারা ।

পুলিশের ধারণা, হয়তো অ্যাড্রিয়ান নিজে এই কাজ করছে । সঙ্গে রয়েছে আরও দুজন । পুলিশের সন্দেহ তাদের মধ্যে কেউই বৈধভাবে ভারতে ঢোকেনি । ভারতে ঢোকার জন্য ব্যবহার করা হয়েছে নেপালের রুট । তাই তথ্য পেতে কিছুটা হলেও সমস্যায় পুলিশ ৷

কলকাতা, 4 ডিসেম্বর : দিনের পর দিন বাড়ছে ATM প্রতারণায় অভিযোগের সংখ্যা ৷ কলকাতা পুলিশে এখনও পর্যন্ত প্রায় 70 জন অভিযোগ দায়ের করেছেন ৷ প্রতারণার অভিযোগ প্রায় 14 লাখ টাকার ৷ ঘটনায় আদ্রিয়ান লুপু নামের এক ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ ৷ সূত্রের খবর, এই রোমানীয় নাগরিকের সঙ্গে অনেকটাই মিল পাওয়া গেছে CCTV ফুটেজে থাকা মুখ ঢাকা টুপি পড়া ব্যক্তির ৷

কলকাতায় একের পর এক ATM জালিয়াতির অভিযোগ ওঠে । এখনও পর্যন্ত যাদবপুর থানায় মোট 49 টি অভিযোগ দায়ের হয়েছে । অন্য অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট, পর্ণশ্রী, উলটোডাঙা থানায় । প্রতিটি ক্ষেত্রে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দিল্লি থেকে । অভিযোগ পাওয়ার পরেই দেখা যায়, গত এপ্রিল মাসে যাদবপুর এলাকার যে দুটি ATM স্কিমার পাওয়া গিয়েছিল, অনেক প্রতারিত সেই ATM ব্যবহার করেছে । সেই সূত্রেই লালবাজারের ধারণা, গত এপ্রিল মাসে চুরি করা তথ্যের ভিত্তিতেই এখন টাকা তুলছে প্রতারকরা । সন্দেহ যে তার উপরেই ছিল , সে কথা আগেই জানিয়েছিল ETV ভারত ।

গত এপ্রিল মাসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার রথীশ কুমার সিং দায়ের করেন অভিযোগ । হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে 12 এপ্রিলের মধ্যে ব্রাবোর্ন রোডের প্রায় 12 টি ATM স্কিমার বসিয়ে গ্রাহকদের তথ্য হাতানো হয়েছে । একটি ATM থেকে ওই ব্যাংকের কর্মীরা স্কিমার উদ্ধার করেছিলেন । সেই সময় ওপিয়ান দারিউ নামে এক রোমানিয় যুবককে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ জানতে পারে পার্কস্ট্রিট, যাদবপুর এলাকাতেও বসানো হয়েছিল স্কিমার । ওপিআনকে জেরা করে পাপুয়া রবার্ট জর্জ এবং মারিয়ানু এলিয়েন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয় দিল্লি থেকে । লালবাজার সূত্রের খবর, ওপিয়ান সেই সময় অ্যাড্রিয়ান লুপু নামে এক যুবকের কথা জানিয়েছিল পুলিশকে । কিন্তু তাকে ধরতে পারেনি গোয়েন্দারা ।

পুলিশের ধারণা, হয়তো অ্যাড্রিয়ান নিজে এই কাজ করছে । সঙ্গে রয়েছে আরও দুজন । পুলিশের সন্দেহ তাদের মধ্যে কেউই বৈধভাবে ভারতে ঢোকেনি । ভারতে ঢোকার জন্য ব্যবহার করা হয়েছে নেপালের রুট । তাই তথ্য পেতে কিছুটা হলেও সমস্যায় পুলিশ ৷

Intro:কলকাতা, 4ডিসেম্বর: লাফিয়ে লাফিয়ে বাড়ছে এটিএম প্রতারণায় অভিযোগের সংখ্যা। এখনো পর্যন্ত 70 জন কলকাতা পুলিশের দায়ের করেছেন অভিযোগ। প্রায় 14 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনায় আদ্রিয়ান লুপু নামে এক ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। সূত্র জানাচ্ছে, ওই রোমানিয় নাগরিকের সঙ্গে অনেকটাই মিল পাওয়া গেছে মুখ ঢাকা টুপি পরা সিসিটিভি ফুটেজে পাওয়া ব্যক্তির।


Body:ফের কলকাতা শহরে একের পর এক এটিএম জালিয়াতির অভিযোগ ওঠে। এখনো পর্যন্ত যাদবপুর থানায় মোট 49 টি অভিযোগ দায়ের হয়েছে। অন্যান্য অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট, পর্ণশ্রী, উল্টোডাঙা থানায়। প্রতিটি ক্ষেত্রে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দিল্লি থেকে। অভিযোগ পাওয়ার পরেই দেখা যায়, গত এপ্রিল মাসে যাদবপুর এলাকার যে দুটি এটিএমে স্কিমার পাওয়া গিয়েছিল, অনেক প্রতারিত সেই এটিএম ব্যবহার করেছে। সেই সূত্রেই লালবাজারের ধারণা, গত এপ্রিল মাসে চুরি করা তথ্যের ভিত্তিতেই এখন টাকা তুলছে প্রতারকরা।

গত এপ্রিল মাসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার রথীশ কুমার সিং দায়ের করেন অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে 12 এপ্রিলের মধ্যে ব্রাবোর্ন রোডের প্রায় 12 টি এটিএমে স্কিমার বসিয়ে গ্রাহকদের তথ্য হাতানো হয়েছে। একটি এটিএম থেকে ওই ব্যাংকের কর্মীরা স্কিমার উদ্ধার করেছিলেন। সেই সময় ওপিয়ান দারিউ নামে এক রোমানিয় যুবককে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানতে পারে পার্কস্ট্রিট, যাদবপুর এলাকাতেও বসানো হয়েছিল স্কিমার। ওপিআনকে জেরা করে পাপুয়া রবার্ট জর্জ এবং মারিয়ানু এলিয়েন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয় দিল্লি থেকে। লালবাজার সূত্রের খবর ওপিয়ান সেই সময় অ্যাড্রিয়ান লুপু নামে এক যুবকের কথা জানিয়েছিল পুলিশকে। কিন্তু তাকে ধরতে সমর্থ হয়নি গোয়েন্দারা। সন্দেহ যে তার উপরেই, সে কথা কথা আগেই জানিয়েছিল ইটিভি ভারত।


Conclusion:লালবাজারের ধারণা, হয়তো অ্যাড্রিয়ান নিজে এই কাজ করছে। সঙ্গে নিয়েছে আরো দুজনকে। পুলিশের সন্দেহ প্রত্যেকেই বৈধভাবে ভারতে ঢোকেনি। ভারতে ঢোকার জন্য ব্যবহার করা হচ্ছে নেপালের রুট। তাই তথ্য পেতে কিছুটা হলেও সমস্যায় পুলিশ।
Last Updated : Dec 4, 2019, 11:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.