ETV Bharat / state

Mamata Banerjee: প্রধানমন্ত্রী প্রসঙ্গে মমতার প্রতিক্রিয়া কি নিছকই সৌজন্য ! - গঙ্গা পরিষদের বৈঠক

সোমবার নজরুল মঞ্চে একশো দিনের কাজে (MNREGS) কেন্দ্রের বকেয়া নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ৷ তিনি এই নিয়ে একাধিক অভিযোগ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) এই নিয়ে কিছু বলতে নারাজ ৷ প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের কারণেই এই অবস্থান বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 2, 2023, 6:47 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: 100 দিনের কাজের (MNREGS) বকেয়া প্রশ্নে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কড়া কথা বলতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ অন্তত সোমবার নজরুল মঞ্চের সাংবাদিক সম্মেলনের বক্তব্যের নির্যাস এটাই ৷

প্রসঙ্গত, এদিন 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র দীর্ঘদিন যে টাকা দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । এই বিষয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । রাজ্যের বিপুল বকেয়ার পরিসংখ্যানও দেন তিনি । এবং এও জানিয়ে দেন সম্প্রতি হয়ে যাওয়া গঙ্গা পরিষদের বৈঠকেও (National Ganga Council Meeting) এই বকেয়ার প্রসঙ্গ তিনি তুলেছেন ।

তবে প্রধানমন্ত্রী প্রসঙ্গে কিছুটা নরম মনোভাব দেখা গেল মুখ্যমন্ত্রীর । যদিও রাজনৈতিক মহলের একাংশ বলছে, এটা নিছকই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য । তবে বিরোধী শিবিরের একাংশ কিন্তু এ নিয়েও তির্যক মন্তব্য করতে পিছপা হচ্ছে না ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি মাতৃ বিয়োগ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তাই 100 দিনের কাজ নিয়ে রাজ্যের দাবি সংগত হলেও, এখনই এই নিয়ে কিছু বলতে চান না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন । এই প্রথম নয়, গত শুক্রবার প্রধানমন্ত্রীর মাতৃ বিয়োগের পর মুখ্যমন্ত্রীর গলা থেকে শোনা গিয়েছিল, ‘‘ব্যক্তিগত জীবনে এতবড় ক্ষতি সত্ত্বেও আপনি বাংলার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন । আপনাকে অনেক ধন্যবাদ । আপনার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই আমার । মায়ের কোনও বিকল্প হতে পারে না । আপনার মা, আমারও মা । এটা আপনার জন্য খুবই দুঃখের দিন । এই শোক কাটিয়ে উঠতে ঈশ্বর আপনাকে শক্তি দিক । আপনি সবেমাত্র মায়ের শেষকৃত্য সেরে এসেছেন । একটু বিশ্রাম নিন ।’’

অথচ 2019 বা 2021 এর নির্বাচনের প্রেক্ষাপট দেখলে দেখা যায়, মোদি ও মমতার দ্বৈরথ রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠে এসেছিল । এমনকি একটা সময় রাজনৈতিক সভা থেকে প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়ানোর কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে মোদিজীর 'দিদি ও দিদি' সম্ভাষণে চরম অসন্তুষ্ট ছিল শাসক নেতৃত্ব । তারা এই সম্ভাষণে দেশের একজন মহিলা মুখ্যমন্ত্রীর অপমান হিসাবে দেখেছিল । আবার এসবের মাঝেও প্রধানমন্ত্রীকে ফল মিষ্টি পাঠানোর তথ্যও প্রকাশ্যে এসেছিল । আর সবটাই বারবার রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়েছে । যে তৃণমূল নেত্রী একসময় মোদি হঠানোর ডাক দিয়েছিলেন, তাঁর প্রধানমন্ত্রী সম্পর্কে এই নরম মনোভাব নিয়েই প্রশ্ন তুলছেন কেউ কেউ ।

সাম্প্রতিক অতীতে বিধানসভা অধিবেশন চলাকালীন একই ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় প্রধানমন্ত্রীকে নিয়ে দরাজ প্রতিক্রিয়া শোনা গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সংক্রান্ত অভিযোগ করতে গিয়ে । অধিবেশন কক্ষে দাঁড়িয়ে সেসময় তিনি বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রী এ সব করেছেন বলে বিশ্বাস করি না । প্রধানমন্ত্রীকে কিছু বলতে চাই না । তবে প্রধানমন্ত্রী আপনি এদের সামলান ।’’

প্রশ্ন উঠছে এখানেই, বারবার প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য নিছকই কি কাকতালীয়, নাকি সৌজন্যের মোড়কে সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ নিতে চাইছেন তিনি ।

আরও পড়ুন: সরকারি প্রকল্পের নজরদারিতে বাড়ি বাড়ি পৌঁছাতে তৃণমূলের নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’

কলকাতা, 2 জানুয়ারি: 100 দিনের কাজের (MNREGS) বকেয়া প্রশ্নে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কড়া কথা বলতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ অন্তত সোমবার নজরুল মঞ্চের সাংবাদিক সম্মেলনের বক্তব্যের নির্যাস এটাই ৷

প্রসঙ্গত, এদিন 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র দীর্ঘদিন যে টাকা দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । এই বিষয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । রাজ্যের বিপুল বকেয়ার পরিসংখ্যানও দেন তিনি । এবং এও জানিয়ে দেন সম্প্রতি হয়ে যাওয়া গঙ্গা পরিষদের বৈঠকেও (National Ganga Council Meeting) এই বকেয়ার প্রসঙ্গ তিনি তুলেছেন ।

তবে প্রধানমন্ত্রী প্রসঙ্গে কিছুটা নরম মনোভাব দেখা গেল মুখ্যমন্ত্রীর । যদিও রাজনৈতিক মহলের একাংশ বলছে, এটা নিছকই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য । তবে বিরোধী শিবিরের একাংশ কিন্তু এ নিয়েও তির্যক মন্তব্য করতে পিছপা হচ্ছে না ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি মাতৃ বিয়োগ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তাই 100 দিনের কাজ নিয়ে রাজ্যের দাবি সংগত হলেও, এখনই এই নিয়ে কিছু বলতে চান না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন । এই প্রথম নয়, গত শুক্রবার প্রধানমন্ত্রীর মাতৃ বিয়োগের পর মুখ্যমন্ত্রীর গলা থেকে শোনা গিয়েছিল, ‘‘ব্যক্তিগত জীবনে এতবড় ক্ষতি সত্ত্বেও আপনি বাংলার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন । আপনাকে অনেক ধন্যবাদ । আপনার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই আমার । মায়ের কোনও বিকল্প হতে পারে না । আপনার মা, আমারও মা । এটা আপনার জন্য খুবই দুঃখের দিন । এই শোক কাটিয়ে উঠতে ঈশ্বর আপনাকে শক্তি দিক । আপনি সবেমাত্র মায়ের শেষকৃত্য সেরে এসেছেন । একটু বিশ্রাম নিন ।’’

অথচ 2019 বা 2021 এর নির্বাচনের প্রেক্ষাপট দেখলে দেখা যায়, মোদি ও মমতার দ্বৈরথ রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠে এসেছিল । এমনকি একটা সময় রাজনৈতিক সভা থেকে প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়ানোর কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে মোদিজীর 'দিদি ও দিদি' সম্ভাষণে চরম অসন্তুষ্ট ছিল শাসক নেতৃত্ব । তারা এই সম্ভাষণে দেশের একজন মহিলা মুখ্যমন্ত্রীর অপমান হিসাবে দেখেছিল । আবার এসবের মাঝেও প্রধানমন্ত্রীকে ফল মিষ্টি পাঠানোর তথ্যও প্রকাশ্যে এসেছিল । আর সবটাই বারবার রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়েছে । যে তৃণমূল নেত্রী একসময় মোদি হঠানোর ডাক দিয়েছিলেন, তাঁর প্রধানমন্ত্রী সম্পর্কে এই নরম মনোভাব নিয়েই প্রশ্ন তুলছেন কেউ কেউ ।

সাম্প্রতিক অতীতে বিধানসভা অধিবেশন চলাকালীন একই ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় প্রধানমন্ত্রীকে নিয়ে দরাজ প্রতিক্রিয়া শোনা গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সংক্রান্ত অভিযোগ করতে গিয়ে । অধিবেশন কক্ষে দাঁড়িয়ে সেসময় তিনি বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রী এ সব করেছেন বলে বিশ্বাস করি না । প্রধানমন্ত্রীকে কিছু বলতে চাই না । তবে প্রধানমন্ত্রী আপনি এদের সামলান ।’’

প্রশ্ন উঠছে এখানেই, বারবার প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য নিছকই কি কাকতালীয়, নাকি সৌজন্যের মোড়কে সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ নিতে চাইছেন তিনি ।

আরও পড়ুন: সরকারি প্রকল্পের নজরদারিতে বাড়ি বাড়ি পৌঁছাতে তৃণমূলের নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.