ETV Bharat / state

এপ্রিল ফুলের দৌরাত্ম্য? সোশাল মিডিয়ায় একাধিক স্থগিত পরীক্ষার নতুন সূচি

author img

By

Published : Apr 1, 2020, 5:09 PM IST

লকডাউন পরিস্থিতিতেও অব্যাহত রইল এপ্রিল ফুলের দৌরাত্ম্য । আজ সকাল থেকেই দুটি স্থগিত পরীক্ষার নতুন সূচি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । একটি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার যে তিনটি পরীক্ষা স্থগিত রয়েছে সেগুলির ও আর একটি ICSE বোর্ডের ক্লাস টেনের পরীক্ষার সূচি ।

Is it April Fool? A new schedule of multiple suspended exams on social media
এপ্রিল ফুলের দৌরাত্ম্য? সোশ্যাল মিডিয়ায় একাধিক স্থগিত পরীক্ষার নতুন সূচি

কলকাতা, 1এপ্রিল : কোরোনা ভাইরাস নিয়ে প্রায় নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে গোটা দেশেই । দেশজুড়ে চলছে লকডাউন । এই সংকট পরিস্থিতিতেও কি এপ্রিল ফুলের দৌরাত্ম্য অব্যাহত? আজ 1 এপ্রিল সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক স্থগিত থাকা পরীক্ষার পুনরায় চালু হওয়ার বিজ্ঞপ্তি । এখনও পর্যন্ত ICSE বোর্ডের দশম শ্রেণী ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন সূচি ছড়িয়েছে । দুটি বিজ্ঞপ্তিই ভুয়ো বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বোর্ডের তরফ থেকে ।

কোরোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে CBSE, ICSE, উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে 15এপ্রিল পর্যন্ত । লকডাউন উঠলে পরিস্থিতি বুঝে বাকি থাকা পরীক্ষাগুলির জন্য নতুন সূচি দেওয়া হবে বোর্ডগুলির তরফ থেকে । এর মধ্যেই আজ 1 এপ্রিল । এই দিনে বিভিন্ন ভুয়ো খবরের মাধ্যমে মানুষকে বোকা বানানোর একটা রীতি বহুদিন ধরেই চলে আসছে । কিন্তু, বর্তমানে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে কোরোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে তাতে আতঙ্কিত সবাই । এই পরিস্থিতিতেও অব্যাহত রইল এপ্রিল ফুলের দৌরাত্ম্য ।

আজ সকাল থেকেই দুটি স্থগিত পরীক্ষার নতুন সূচি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । একটি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার যে তিনটি পরীক্ষা স্থগিত রয়েছে সেগুলির ও আর একটি ICSE বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার সূচি । উচ্চমাধ্যমিক পরীক্ষার বাকি থাকা তিনটি পরীক্ষার নতুন সূচির বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেওয়া আছে 31মার্চ । সেখানে দেওয়া সূচি অনুযায়ী, আগামী 20, 23 ও 27 এপ্রিল স্থগিত থাকা বিষয়গুলির পরীক্ষা হবে। আবার ICSE-র ক্লাস টেনের পরীক্ষা পুনরায় চালু করার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ICSE বোর্ড ক্লাস টেনের পড়ুয়াদের পরীক্ষা আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে । 15 এপ্রিল দেশজুড়ে লকডাউন উঠে যাওয়ার পরেই শুরু হবে পরীক্ষা । সেখানে দেওয়া সূচিত 16এপ্রিল থেকে 22এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিষয়ের পরীক্ষার দিন দেওয়া হয়েছে ।

20এপ্রিল থেকে পরীক্ষার চালুর এই বিজ্ঞপ্তিটি সঠিক না ভুয়ো জানতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এক পদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘‘এটা ফেক । এসব নিয়ে মাথা ঘামাবেন না । শুধু বোর্ডের ওয়েবসাইট ফলো করুন ৷’’ CISCE বোর্ডের সচিব ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জেরি আরাথুন বলেন,‘‘আমরা এই ধরনের ফেক নিউজ নিয়ে অতিষ্ঠ। প্লিজ সবাইকে জানান যে এটা ফেক। আমি জানি না এই ধরনের সার্কুলেশন নিয়ে কী করব ৷’’

কলকাতা, 1এপ্রিল : কোরোনা ভাইরাস নিয়ে প্রায় নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে গোটা দেশেই । দেশজুড়ে চলছে লকডাউন । এই সংকট পরিস্থিতিতেও কি এপ্রিল ফুলের দৌরাত্ম্য অব্যাহত? আজ 1 এপ্রিল সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক স্থগিত থাকা পরীক্ষার পুনরায় চালু হওয়ার বিজ্ঞপ্তি । এখনও পর্যন্ত ICSE বোর্ডের দশম শ্রেণী ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন সূচি ছড়িয়েছে । দুটি বিজ্ঞপ্তিই ভুয়ো বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বোর্ডের তরফ থেকে ।

কোরোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে CBSE, ICSE, উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে 15এপ্রিল পর্যন্ত । লকডাউন উঠলে পরিস্থিতি বুঝে বাকি থাকা পরীক্ষাগুলির জন্য নতুন সূচি দেওয়া হবে বোর্ডগুলির তরফ থেকে । এর মধ্যেই আজ 1 এপ্রিল । এই দিনে বিভিন্ন ভুয়ো খবরের মাধ্যমে মানুষকে বোকা বানানোর একটা রীতি বহুদিন ধরেই চলে আসছে । কিন্তু, বর্তমানে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে কোরোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে তাতে আতঙ্কিত সবাই । এই পরিস্থিতিতেও অব্যাহত রইল এপ্রিল ফুলের দৌরাত্ম্য ।

আজ সকাল থেকেই দুটি স্থগিত পরীক্ষার নতুন সূচি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । একটি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার যে তিনটি পরীক্ষা স্থগিত রয়েছে সেগুলির ও আর একটি ICSE বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার সূচি । উচ্চমাধ্যমিক পরীক্ষার বাকি থাকা তিনটি পরীক্ষার নতুন সূচির বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেওয়া আছে 31মার্চ । সেখানে দেওয়া সূচি অনুযায়ী, আগামী 20, 23 ও 27 এপ্রিল স্থগিত থাকা বিষয়গুলির পরীক্ষা হবে। আবার ICSE-র ক্লাস টেনের পরীক্ষা পুনরায় চালু করার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ICSE বোর্ড ক্লাস টেনের পড়ুয়াদের পরীক্ষা আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে । 15 এপ্রিল দেশজুড়ে লকডাউন উঠে যাওয়ার পরেই শুরু হবে পরীক্ষা । সেখানে দেওয়া সূচিত 16এপ্রিল থেকে 22এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিষয়ের পরীক্ষার দিন দেওয়া হয়েছে ।

20এপ্রিল থেকে পরীক্ষার চালুর এই বিজ্ঞপ্তিটি সঠিক না ভুয়ো জানতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এক পদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘‘এটা ফেক । এসব নিয়ে মাথা ঘামাবেন না । শুধু বোর্ডের ওয়েবসাইট ফলো করুন ৷’’ CISCE বোর্ডের সচিব ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জেরি আরাথুন বলেন,‘‘আমরা এই ধরনের ফেক নিউজ নিয়ে অতিষ্ঠ। প্লিজ সবাইকে জানান যে এটা ফেক। আমি জানি না এই ধরনের সার্কুলেশন নিয়ে কী করব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.