কলকাতা, 30 ডিসেম্বর : বছরের শুরুতেই আসতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোরোনা ভ্যাকসিন । আজ নাইসেডের ডিরেক্টর শান্তা দত্ত জানান, ভারত বায়োটেকের ভ্যাকসিন সম্পূর্ণভাবে তৈরি । তবে এখনও এই ভ্যাকসিনের পরীক্ষা চলছে । তার মধ্যেই নাইসেডের ডিরেক্টরের এই ঘোষণা আশার আলো জাগিয়েছে ৷
এর আগে 3 ডিসেম্বর পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিয়েছিলেন । আজ তিনি এই পরীক্ষায় দ্বিতীয় ট্রায়ালেও অংশ নেন । ভারত বায়োটেক সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে তৈরি করছে এই ভ্যাকসিন । এখন পর্যন্ত এই ভ্যাকসিন সাফল্যের দিকে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন নাইসেডের ডিরেক্টর ৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যে 500 জনের নামের তালিকা তৈরি হয়েছে । সমাজের বিভিন্ন ধাপের মানুষ এই ট্রায়ালে অংশ নিয়েছেন । এই ভ্যাকসিন প্রথমবার নেওয়ার 28 দিন পর দ্বিতীয় ডোজ় নিতে হয় ।
আরও পড়ুন :- কোভ্যাকসিন ফিরহাদকে, দ্বিতীয় ধাপ 30 ডিসেম্বর
প্রাথমিকভাবে সাফল্যের দিকে এগোচ্ছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন, এমনটাই জানিয়েছেন শান্তা দত্ত । তাঁর মতে, সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই এই ভ্যাকসিন সাধারণ মানুষকে দেওয়া সম্ভব হবে ৷ এই ভ্যাকসিন মানব শরীরে এক বছর পর্যন্ত স্থায়ী হবে । প্রথমে এই ভ্যাকসিন দেওয়া হবে স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে চিকিৎসকদের, যাঁরা সরাসরি এই ভাইরাস মোকাবিলায় কাজ করেছেন ৷