ETV Bharat / state

Maa Canteen: ‘মা ক্যান্টিনে’ বরাদ্দ প্লেট বিক্রিতে অনিয়ম ! আলাদাভাবে ডিম বিক্রির অভিযোগ - কলকাতা পৌরনিগম

মা ক্যান্টিন থেকে বরাদ্দ প্লেট বিক্রিতে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে (Maa Canteens not Serving The Purpose Thanks) ৷ এমনকি 5 টাকার প্লেটে বরাদ্দ ডিমও অনেক সময় থাকছে না বলে অভিযোগ উঠেছে ৷

maa-canteens-not-serving-the-purpose-thanks-to-lack-of-supervision
maa-canteens-not-serving-the-purpose-thanks-to-lack-of-supervision
author img

By

Published : Dec 9, 2022, 8:26 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: রোজ প্রতিটি মা ক্যান্টিনে 300 প্লেট খাবার বরাদ্দ থাকে ৷ তবে, বাস্তবে কোথাও 50 প্লেট, তো আবার কোথাো 100 প্লেটের কিছু বেশি বিক্রির অভিযোগ উঠেছে ৷ এমনও অভিযোগ উঠেছে, ডিম ছাড়াই ডাল, সবজি দিয়েই ভাত বিক্রি করা হচ্ছে কোনও কোনও জায়গায় (Maa Canteens not Serving The Purpose Thanks) ৷ আর সবচেয়ে বড় যে অভিযোগ উঠেছে, তা হল কয়েকটি জায়গায় মা ক্যান্টিন থেকে ডিম আলাদা করে 5 টাকায় বিক্রি হচ্ছে ৷ এমন নানা অনিয়মের অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প ‘মা ক্যান্টিন’ নিয়ে ৷

কলকাতা পৌরনিগম (Calcutta Municipal Corporation) সূত্রে খবর, প্রতিটি ‘মা ক্যান্টিন’ থেকে দিনে 300 প্লেট খাবার বিক্রি করার কথা ৷ তবে, খাতায় কলমে সব ঠিক থাকলেও, বাস্তবে রয়েছে একাধিক অনিয়ম ৷ আর এই অনিয়ম ঢাকতে নানা যুক্তি খাঁড়া করছেন ‘মা ক্যান্টিনে’র কর্মীরা ৷ কোনও ক্যান্টিনের কর্মীদের দাবি, ‘‘লোক হয় না, তাই অল্প প্লেট বিক্রি করি ৷’’ কেউ বলছেন, ‘‘ভাত, তরকারি শেষ হয়ে গেলে, ডিম অতিরিক্ত থাকে ৷ সেগুলি আলাদা বিক্রি করা হয় ৷’’ ফলে এখানেই প্রশ্ন উঠছে, বাকি বরাদ্দ প্লেট যাচ্ছে কোথায় ? এর কোনও সদুত্তর পাওয়া যায়নি ৷ এমনকি মা ক্যান্টিনগুলিতে প্রশাসনের নজরদারি নেই (Lack of Supervision in Maa Canteens) বললেই চলে ৷

কয়েকটি জায়গায় আবার ‘মা ক্যান্টিন’ খাতায়-কলমে চলছে বলে অভিযোগ ৷ অর্থাৎ, সরকারি নথিতে সব ঠিকঠাক চললেও, বাস্তবে অনিয়মিতভাবে খুলছে মা ক্যান্টিন ৷ এমনই কিছু অভিযোগ উঠেছে, হাতিবাগান এলাকার একটি মা ক্যান্টিনের বিরুদ্ধে ৷ ভাত, ডাল ও সবজি দেওয়া হলেও, সঙ্গে ডিম থাকছে না ৷ কিন্তু অনেকেই এসে আলাদা ডিম কিনছেন 5 টাকা দিয়ে ৷ এমনই ঘরতড় অভিযোগ করেছেন অনেক গ্রাহক ৷ তবে, কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন ৷

আরও পড়ুন: শহরের বহু জায়গায় চালুই হয়নি মুখ্যমন্ত্রীর স্বপ্নের 'মা ক্যান্টিন', অনিয়মিত চলছে একাধিক

এ বিষয়ে কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই প্রকল্প মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ৷ গরিব মানুষজন এই প্রকল্পে উপকৃত হন ৷ সেখানে কোথাও যদি এমন অনিয়ম ঘটে থাকলে এবং আমাদের কাছে অভিযোগ এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ৷ এনিয়ে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না ৷’’ প্রসঙ্গত, এই ‘মা ক্যান্টিন’ চালু করার ইতিবাচক ফল শাসকদল পেয়েছে কলকাতা পৌরনিগম নির্বাচনে ৷ যেখানে ‘মা ক্যান্টিন’ থেকে মাত্র 5 টাকার বিনিময়ে প্রতিদিন যে কেউ ভাত, ডাল, সবজি এবং একটি করে ডিম পাবেন ৷ এখনও পর্যন্ত শহরে প্রায় দেড় কোটির কাছাকাছি প্লেট বিক্রি হয়েছে ‘মা ক্যান্টিন’ থেকে ৷

কলকাতা, 9 ডিসেম্বর: রোজ প্রতিটি মা ক্যান্টিনে 300 প্লেট খাবার বরাদ্দ থাকে ৷ তবে, বাস্তবে কোথাও 50 প্লেট, তো আবার কোথাো 100 প্লেটের কিছু বেশি বিক্রির অভিযোগ উঠেছে ৷ এমনও অভিযোগ উঠেছে, ডিম ছাড়াই ডাল, সবজি দিয়েই ভাত বিক্রি করা হচ্ছে কোনও কোনও জায়গায় (Maa Canteens not Serving The Purpose Thanks) ৷ আর সবচেয়ে বড় যে অভিযোগ উঠেছে, তা হল কয়েকটি জায়গায় মা ক্যান্টিন থেকে ডিম আলাদা করে 5 টাকায় বিক্রি হচ্ছে ৷ এমন নানা অনিয়মের অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প ‘মা ক্যান্টিন’ নিয়ে ৷

কলকাতা পৌরনিগম (Calcutta Municipal Corporation) সূত্রে খবর, প্রতিটি ‘মা ক্যান্টিন’ থেকে দিনে 300 প্লেট খাবার বিক্রি করার কথা ৷ তবে, খাতায় কলমে সব ঠিক থাকলেও, বাস্তবে রয়েছে একাধিক অনিয়ম ৷ আর এই অনিয়ম ঢাকতে নানা যুক্তি খাঁড়া করছেন ‘মা ক্যান্টিনে’র কর্মীরা ৷ কোনও ক্যান্টিনের কর্মীদের দাবি, ‘‘লোক হয় না, তাই অল্প প্লেট বিক্রি করি ৷’’ কেউ বলছেন, ‘‘ভাত, তরকারি শেষ হয়ে গেলে, ডিম অতিরিক্ত থাকে ৷ সেগুলি আলাদা বিক্রি করা হয় ৷’’ ফলে এখানেই প্রশ্ন উঠছে, বাকি বরাদ্দ প্লেট যাচ্ছে কোথায় ? এর কোনও সদুত্তর পাওয়া যায়নি ৷ এমনকি মা ক্যান্টিনগুলিতে প্রশাসনের নজরদারি নেই (Lack of Supervision in Maa Canteens) বললেই চলে ৷

কয়েকটি জায়গায় আবার ‘মা ক্যান্টিন’ খাতায়-কলমে চলছে বলে অভিযোগ ৷ অর্থাৎ, সরকারি নথিতে সব ঠিকঠাক চললেও, বাস্তবে অনিয়মিতভাবে খুলছে মা ক্যান্টিন ৷ এমনই কিছু অভিযোগ উঠেছে, হাতিবাগান এলাকার একটি মা ক্যান্টিনের বিরুদ্ধে ৷ ভাত, ডাল ও সবজি দেওয়া হলেও, সঙ্গে ডিম থাকছে না ৷ কিন্তু অনেকেই এসে আলাদা ডিম কিনছেন 5 টাকা দিয়ে ৷ এমনই ঘরতড় অভিযোগ করেছেন অনেক গ্রাহক ৷ তবে, কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন ৷

আরও পড়ুন: শহরের বহু জায়গায় চালুই হয়নি মুখ্যমন্ত্রীর স্বপ্নের 'মা ক্যান্টিন', অনিয়মিত চলছে একাধিক

এ বিষয়ে কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই প্রকল্প মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ৷ গরিব মানুষজন এই প্রকল্পে উপকৃত হন ৷ সেখানে কোথাও যদি এমন অনিয়ম ঘটে থাকলে এবং আমাদের কাছে অভিযোগ এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ৷ এনিয়ে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না ৷’’ প্রসঙ্গত, এই ‘মা ক্যান্টিন’ চালু করার ইতিবাচক ফল শাসকদল পেয়েছে কলকাতা পৌরনিগম নির্বাচনে ৷ যেখানে ‘মা ক্যান্টিন’ থেকে মাত্র 5 টাকার বিনিময়ে প্রতিদিন যে কেউ ভাত, ডাল, সবজি এবং একটি করে ডিম পাবেন ৷ এখনও পর্যন্ত শহরে প্রায় দেড় কোটির কাছাকাছি প্লেট বিক্রি হয়েছে ‘মা ক্যান্টিন’ থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.