ETV Bharat / state

IRCTC Started New Train : তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেন ভারতীয় রেলের

author img

By

Published : Feb 18, 2022, 10:02 PM IST

দক্ষিণ ভারত ভ্রমণের জন্য তীর্থযাত্রী স্পেশাল ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল (IRCTC Started New Train)।

IRCTC Started New Train
তীর্থ যাত্রীদের জন্য বিশেষ ট্রেন ভারতীয় রেলের

কলকাতা, 18 ফেব্রুয়ারি: দক্ষিণ ভারতে ভ্রমণের জন্য তীর্থযাত্রী স্পেশাল ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল । দক্ষিণ ভারত ভ্রমণের জন্য তীর্থযাত্রী স্পেশাল পর্যটন ট্রেন ফের চালু করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC Started New Train) ।

আরও পড়ুন: Ahmedabad Blasts Case : আমেদাবাদ বিস্ফোরণ মামলায় 38 জনকে প্রাণদণ্ড দিল আদালত

জানা গিয়েছে , আগামী 20 মার্চ 2022 মুঙ্গের থেকে ছাড়বে ট্রেনটি । দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি, মাদুরাই, রামেশ্বর, কন্যাকুমারী, পুরী ঘোরাবে ট্রেনটি (Started New Train) ৷ এই যাত্রাপথে যাত্রীরা সাঁতরাগাছি, ভাগলপুর, কাহালগাঁও, শিবগঞ্জ, তিনপাহাড়, ভারহারওয়া, পাকুর, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, খড়্গপুর প্রভৃতি স্টেশন থেকে যাত্রীরা ভ্রমণসঙ্গী হতে পারবেন । মোট 11দিনে এই যাত্রা সম্পূর্ণ হবে ৷ এই সফরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে । রেলের তরফে জানান হয়েছে জনপ্রতি 10,395 টাকা খরচ হবে এবং স্পেশাল বিভাগে জন প্রতি 17,325 টাকা খরচ হবে । এই ট্রেনে নিরামিষ খাবার দেওয়া হবে । এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট www.irctctourism.com ওয়েবসাইটে । এই যাত্রার তথ্য জানার জন্য 9002040108 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

কয়লাঘাটা, ভাগলপুর ও খড়্গপুরে পূর্ব রেলের অফিসে যাত্রীরা সরাসরি বুকিং করতে পারবেন । তীর্থযাত্রী স্পেশাল ট্রেনটি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে চালানো হবে বলেই জানান হয়েছে রেলের তরফে । পাশাপাশি 22/05/2019 ও 25/11/2021 তারিখে প্রকাশিতক আইআরসিটিসির সার্কুলারে জানানো হয়েছিল ধর্মশালায় যাত্রার ক্ষেত্রে 900 টাকায় 1500 টাকায় বিশেষ প্যাকেজ দেওয়া হবে । এর মধ্যে স্লিপার কোচ ও বাতানুকুল কোচ, নন-এসি বাসে দর্শনীয় স্থান ভ্রমণ-সহ রাত্রিবাস ও ট্রাভেল ইন্সুরেন্স প্রভৃতির সুবিধা দেওয়া হবে বলেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের সূত্রে জানানো হয়েছে।

কলকাতা, 18 ফেব্রুয়ারি: দক্ষিণ ভারতে ভ্রমণের জন্য তীর্থযাত্রী স্পেশাল ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল । দক্ষিণ ভারত ভ্রমণের জন্য তীর্থযাত্রী স্পেশাল পর্যটন ট্রেন ফের চালু করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC Started New Train) ।

আরও পড়ুন: Ahmedabad Blasts Case : আমেদাবাদ বিস্ফোরণ মামলায় 38 জনকে প্রাণদণ্ড দিল আদালত

জানা গিয়েছে , আগামী 20 মার্চ 2022 মুঙ্গের থেকে ছাড়বে ট্রেনটি । দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি, মাদুরাই, রামেশ্বর, কন্যাকুমারী, পুরী ঘোরাবে ট্রেনটি (Started New Train) ৷ এই যাত্রাপথে যাত্রীরা সাঁতরাগাছি, ভাগলপুর, কাহালগাঁও, শিবগঞ্জ, তিনপাহাড়, ভারহারওয়া, পাকুর, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, খড়্গপুর প্রভৃতি স্টেশন থেকে যাত্রীরা ভ্রমণসঙ্গী হতে পারবেন । মোট 11দিনে এই যাত্রা সম্পূর্ণ হবে ৷ এই সফরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে । রেলের তরফে জানান হয়েছে জনপ্রতি 10,395 টাকা খরচ হবে এবং স্পেশাল বিভাগে জন প্রতি 17,325 টাকা খরচ হবে । এই ট্রেনে নিরামিষ খাবার দেওয়া হবে । এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট www.irctctourism.com ওয়েবসাইটে । এই যাত্রার তথ্য জানার জন্য 9002040108 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

কয়লাঘাটা, ভাগলপুর ও খড়্গপুরে পূর্ব রেলের অফিসে যাত্রীরা সরাসরি বুকিং করতে পারবেন । তীর্থযাত্রী স্পেশাল ট্রেনটি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে চালানো হবে বলেই জানান হয়েছে রেলের তরফে । পাশাপাশি 22/05/2019 ও 25/11/2021 তারিখে প্রকাশিতক আইআরসিটিসির সার্কুলারে জানানো হয়েছিল ধর্মশালায় যাত্রার ক্ষেত্রে 900 টাকায় 1500 টাকায় বিশেষ প্যাকেজ দেওয়া হবে । এর মধ্যে স্লিপার কোচ ও বাতানুকুল কোচ, নন-এসি বাসে দর্শনীয় স্থান ভ্রমণ-সহ রাত্রিবাস ও ট্রাভেল ইন্সুরেন্স প্রভৃতির সুবিধা দেওয়া হবে বলেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের সূত্রে জানানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.