কলকাতা, 18 ফেব্রুয়ারি: দক্ষিণ ভারতে ভ্রমণের জন্য তীর্থযাত্রী স্পেশাল ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল । দক্ষিণ ভারত ভ্রমণের জন্য তীর্থযাত্রী স্পেশাল পর্যটন ট্রেন ফের চালু করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC Started New Train) ।
আরও পড়ুন: Ahmedabad Blasts Case : আমেদাবাদ বিস্ফোরণ মামলায় 38 জনকে প্রাণদণ্ড দিল আদালত
জানা গিয়েছে , আগামী 20 মার্চ 2022 মুঙ্গের থেকে ছাড়বে ট্রেনটি । দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি, মাদুরাই, রামেশ্বর, কন্যাকুমারী, পুরী ঘোরাবে ট্রেনটি (Started New Train) ৷ এই যাত্রাপথে যাত্রীরা সাঁতরাগাছি, ভাগলপুর, কাহালগাঁও, শিবগঞ্জ, তিনপাহাড়, ভারহারওয়া, পাকুর, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, খড়্গপুর প্রভৃতি স্টেশন থেকে যাত্রীরা ভ্রমণসঙ্গী হতে পারবেন । মোট 11দিনে এই যাত্রা সম্পূর্ণ হবে ৷ এই সফরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে । রেলের তরফে জানান হয়েছে জনপ্রতি 10,395 টাকা খরচ হবে এবং স্পেশাল বিভাগে জন প্রতি 17,325 টাকা খরচ হবে । এই ট্রেনে নিরামিষ খাবার দেওয়া হবে । এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট www.irctctourism.com ওয়েবসাইটে । এই যাত্রার তথ্য জানার জন্য 9002040108 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
কয়লাঘাটা, ভাগলপুর ও খড়্গপুরে পূর্ব রেলের অফিসে যাত্রীরা সরাসরি বুকিং করতে পারবেন । তীর্থযাত্রী স্পেশাল ট্রেনটি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে চালানো হবে বলেই জানান হয়েছে রেলের তরফে । পাশাপাশি 22/05/2019 ও 25/11/2021 তারিখে প্রকাশিতক আইআরসিটিসির সার্কুলারে জানানো হয়েছিল ধর্মশালায় যাত্রার ক্ষেত্রে 900 টাকায় 1500 টাকায় বিশেষ প্যাকেজ দেওয়া হবে । এর মধ্যে স্লিপার কোচ ও বাতানুকুল কোচ, নন-এসি বাসে দর্শনীয় স্থান ভ্রমণ-সহ রাত্রিবাস ও ট্রাভেল ইন্সুরেন্স প্রভৃতির সুবিধা দেওয়া হবে বলেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের সূত্রে জানানো হয়েছে।