ETV Bharat / state

ইরানি কেপমার গ‍্যাংয়ের হাতসাফাই কলকাতায়, তিন লাখের গয়না সরিয়ে গ্রেপ্তার 1

চোরের হাতের কারসাজি এতটাই সূক্ষ্ম ছিল যে সেই মুহূর্তে দোকানের কর্মীদের পক্ষে তা বোঝা সম্ভব হয়নি । ওই ব্যক্তি দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর বোঝা যায় পুরো বিষয়টি । এরপর ওই দোকানের পক্ষ থেকে দায়ের করা হয় অভিযোগ ।

author img

By

Published : Oct 16, 2020, 12:42 PM IST

theft
ছবি

কলকাতা, 16 অক্টোবর : ভারতের অন্যান্য জায়গায় সক্রিয় রয়েছে ইরানি কেপমার গ‍্যাং । ভোপাল, মুম্বই সহ একাধিক জায়গায় তারা হয়ে উঠেছে মাথাব্যথার কারণ । তাদের হাতের 'জাদু'তে রীতিমতো দিশেহারা অবস্থা জুয়েলারি শপগুলোর । এবার তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেল কলকাতাতেও । ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে একজনকে ।


পুলিশ সূত্রে জানা গেছে, 15 জানুয়ারি দক্ষিণ বন্দর থানা এলাকায় কার্ল মার্কস সরণিতে একটি সোনার দোকানে অদ্ভুত কায়দায় চুরি হয় । একজন দীর্ঘদেহী পুরুষ একটু ভারী সোনার গয়না দেখতে চায় । তাকে দেখানো হয় তিন লাখের একটি কানের ঝুমকো । তার সঙ্গে আরও কিছু নেকলেস সহ গয়না । এই গয়না দেখানোর মাঝেই অদ্ভুত হাতসাফাইয়ে ওই ব্যক্তি চুরি করে কানের ঝুমকো । কিন্তু চোরের হাতের কারসাজি এতটাই সূক্ষ্ম ছিল যে সেই মুহূর্তে দোকানের কর্মীদের পক্ষে তা বোঝা সম্ভব হয়নি । ওই ব্যক্তি দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর বোঝা যায় পুরো বিষয়টি । এরপর ওই দোকানের পক্ষ থেকে দায়ের করা হয় অভিযোগ ।

photo
তিন লাখের গয়না সরিয়ে গ্রেপ্তার 1
তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দারা দোকানের CCTV ফুটেজ খতিয়ে দেখে । চোরের ছবি পাওয়া গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না । পুলিশের সোর্স ওই ব্যক্তির কোনও ঠিকানা দিতে পারেনি । তদন্ত জারি রাখে পুলিশ । নানা সূত্র মারফত খবর পেয়ে ভোপালে রওনা দেয় কলকাতা পুলিশের টিম । সেখান থেকে গ্রেপ্তার করা হয় আবিদ আলি ওরফে রাজু ইরানিকে। তার বয়স 48 বছর । ধৃতের কাছে উদ্ধার হয়েছে কুড়ি গ্রামের একটি সোনার কানের ঝুমকো । যদিও চুরি যাওয়া গয়নার ওজন ছিল 60 গ্রাম । তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সে ইরানি কেপমার গ‍্যাংয়ের সদস‍্য । ধৃতকে ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ।

কলকাতা, 16 অক্টোবর : ভারতের অন্যান্য জায়গায় সক্রিয় রয়েছে ইরানি কেপমার গ‍্যাং । ভোপাল, মুম্বই সহ একাধিক জায়গায় তারা হয়ে উঠেছে মাথাব্যথার কারণ । তাদের হাতের 'জাদু'তে রীতিমতো দিশেহারা অবস্থা জুয়েলারি শপগুলোর । এবার তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেল কলকাতাতেও । ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে একজনকে ।


পুলিশ সূত্রে জানা গেছে, 15 জানুয়ারি দক্ষিণ বন্দর থানা এলাকায় কার্ল মার্কস সরণিতে একটি সোনার দোকানে অদ্ভুত কায়দায় চুরি হয় । একজন দীর্ঘদেহী পুরুষ একটু ভারী সোনার গয়না দেখতে চায় । তাকে দেখানো হয় তিন লাখের একটি কানের ঝুমকো । তার সঙ্গে আরও কিছু নেকলেস সহ গয়না । এই গয়না দেখানোর মাঝেই অদ্ভুত হাতসাফাইয়ে ওই ব্যক্তি চুরি করে কানের ঝুমকো । কিন্তু চোরের হাতের কারসাজি এতটাই সূক্ষ্ম ছিল যে সেই মুহূর্তে দোকানের কর্মীদের পক্ষে তা বোঝা সম্ভব হয়নি । ওই ব্যক্তি দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর বোঝা যায় পুরো বিষয়টি । এরপর ওই দোকানের পক্ষ থেকে দায়ের করা হয় অভিযোগ ।

photo
তিন লাখের গয়না সরিয়ে গ্রেপ্তার 1
তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দারা দোকানের CCTV ফুটেজ খতিয়ে দেখে । চোরের ছবি পাওয়া গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না । পুলিশের সোর্স ওই ব্যক্তির কোনও ঠিকানা দিতে পারেনি । তদন্ত জারি রাখে পুলিশ । নানা সূত্র মারফত খবর পেয়ে ভোপালে রওনা দেয় কলকাতা পুলিশের টিম । সেখান থেকে গ্রেপ্তার করা হয় আবিদ আলি ওরফে রাজু ইরানিকে। তার বয়স 48 বছর । ধৃতের কাছে উদ্ধার হয়েছে কুড়ি গ্রামের একটি সোনার কানের ঝুমকো । যদিও চুরি যাওয়া গয়নার ওজন ছিল 60 গ্রাম । তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সে ইরানি কেপমার গ‍্যাংয়ের সদস‍্য । ধৃতকে ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.