ETV Bharat / state

INTUC Protest: ভালোবাসার দিনে গোলাপ নিয়ে পথে প্রতিবাদ আইএনটিইউসি'র

গোলাপ নিয়ে এলআইসি ভবনের সামনে প্রতিবাদ আইএনটিইউসি'র (INTUC) ৷ ঢোল পিটিয়ে স্লোগানের মাধ্যমে তারা তুলে ধরেন দাবিগুলি ৷

INTUC Protest
আইএনটিইউসি
author img

By

Published : Feb 14, 2023, 8:38 PM IST

ভালোবাসার দিনে গোলাপ নিয়ে পথে প্রতিবাদ আইএনটিইউসি'র

কলকাতা, 14 ফেব্রুয়ারি: ভালোবাসার দিনে অভিনব প্রতিবাদ জহরলাল নেহেরু রোডে এলআইসি ভবনের সামনে ৷ মঙ্গলবার এনআইসি ও এসবিআই অফিসের কর্মচারীদের গোলাপ ফুল দিয়ে আলিঙ্গন বদ্ধ করল কংগ্রেসের শ্রমিক সংগঠন । এই কর্মসূচির উদ্যোক্তাদের দাবি, আগামিদিনে সমগ্র ভারতবাসীর লগ্নির সুরক্ষার নিশ্চয়তা চাইতে যাচ্ছে পশ্চিমবঙ্গ আইএনটিইউসি তার সেবাদল শাখার মাধ্যমে । আয়োজকদের অভিযোগ, প্রধানমন্ত্রী ও তাঁর দল বিজেপি দেশের মানুষের সম্পদ লুট করছে । কর্পোরেটদের হাতে মানুষের কষ্টের অর্জিত অর্থ তুলে দিচ্ছেন । তাও শুধুমাত্র নিজেদের স্বার্থে । যার অন্যতম বড় উদাহরণ আদানি গোষ্ঠীর জালিয়াতি । তার বিরুদ্ধে আইএনটিইউসি লড়াই করছে ।

রাজ্য আইএনটিইউসি'র সাধারণ সম্পাদক মানস বন্দ্যোপাধ্যায় বলেন, "এলআইসি ও এসবিআই-সহ যে সমস্ত সেক্টরের সাধারণ মানুষের টাকা গচ্ছিত রয়েছে, তার সুরক্ষার স্বার্থে আমাদের এই উদ্যোগ । ভালোবাসার দিনে আমরা সেক্টরকে যারা নিয়ন্ত্রণ করেন তাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে এসেছি । যাতে তারা কোনওভাবে ছিটকে না যান । তিনি অভিযোগ করেন, আদানির মত কর্পোরেট লোকজন ম্যানিপুলেট করছে, তাই সাধারণ মানুষের এই গচ্ছিত অর্থ লুট হয়ে যাচ্ছে । আর এই টাকা লুট করতে সাহায্য করছেন দেশের প্রধানমন্ত্রী ও তার দল বিজেপি বলেও অভিযোগ । সেসবের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন ও মানুষের সম্পদ সুরক্ষার স্বার্থে ভালবাসার দিনে আবদ্ধ করার চেষ্টা করেন এ দিন আইএনটিইউসি ।

এদিন হাতে গোলাপ মাথায় সংগঠনের টুপি পড়ে আমন্ত্রণকারীরা এলআইসি অফিসে ঢোকেন । রাজ্য সরকারি ছুটি থাকায় অফিসের উচ্চপদস্থ কোন আধিকারিককে তারা পাননি । নিরাপত্তারক্ষী ও দু-একজন কর্মী আধিকারিকের কাছে নিজেদের বক্তব্য পেশ করেন । তাদের হাতে গোলাপ তুলে দেন । এসবিআই এবং এলআইসির পুঁজি বেসরকারি হাতে চলে গেলে সাধারণ খেটে খাওয়া গরীব মানুষের কতটা ক্ষতি হতে পারে, সেই তথ্য তুলে ধরেন তারা । ঢোল পিটিয়ে স্লোগানের মাধ্যমে তারা বারবার দাবি করেন সরকারি সংস্থাকে বেসরকারি হাতে দেওয়া চলবে না । এসবিআই এলআইসি-র মতো সংস্থার বিপুল পরিমাণ অর্থ কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়া বিরুদ্ধে আইএনটিইউসি লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ৷ তারা এই ঘটনার পুনরাবৃত্তি হতে দেবেন না ।

আরও পড়ুন: নন্দিনী ইস্যুতে রাজভবন-নবান্নের নীরবতা কি নতুন সংঘাতের ইঙ্গিত ?

ভালোবাসার দিনে গোলাপ নিয়ে পথে প্রতিবাদ আইএনটিইউসি'র

কলকাতা, 14 ফেব্রুয়ারি: ভালোবাসার দিনে অভিনব প্রতিবাদ জহরলাল নেহেরু রোডে এলআইসি ভবনের সামনে ৷ মঙ্গলবার এনআইসি ও এসবিআই অফিসের কর্মচারীদের গোলাপ ফুল দিয়ে আলিঙ্গন বদ্ধ করল কংগ্রেসের শ্রমিক সংগঠন । এই কর্মসূচির উদ্যোক্তাদের দাবি, আগামিদিনে সমগ্র ভারতবাসীর লগ্নির সুরক্ষার নিশ্চয়তা চাইতে যাচ্ছে পশ্চিমবঙ্গ আইএনটিইউসি তার সেবাদল শাখার মাধ্যমে । আয়োজকদের অভিযোগ, প্রধানমন্ত্রী ও তাঁর দল বিজেপি দেশের মানুষের সম্পদ লুট করছে । কর্পোরেটদের হাতে মানুষের কষ্টের অর্জিত অর্থ তুলে দিচ্ছেন । তাও শুধুমাত্র নিজেদের স্বার্থে । যার অন্যতম বড় উদাহরণ আদানি গোষ্ঠীর জালিয়াতি । তার বিরুদ্ধে আইএনটিইউসি লড়াই করছে ।

রাজ্য আইএনটিইউসি'র সাধারণ সম্পাদক মানস বন্দ্যোপাধ্যায় বলেন, "এলআইসি ও এসবিআই-সহ যে সমস্ত সেক্টরের সাধারণ মানুষের টাকা গচ্ছিত রয়েছে, তার সুরক্ষার স্বার্থে আমাদের এই উদ্যোগ । ভালোবাসার দিনে আমরা সেক্টরকে যারা নিয়ন্ত্রণ করেন তাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে এসেছি । যাতে তারা কোনওভাবে ছিটকে না যান । তিনি অভিযোগ করেন, আদানির মত কর্পোরেট লোকজন ম্যানিপুলেট করছে, তাই সাধারণ মানুষের এই গচ্ছিত অর্থ লুট হয়ে যাচ্ছে । আর এই টাকা লুট করতে সাহায্য করছেন দেশের প্রধানমন্ত্রী ও তার দল বিজেপি বলেও অভিযোগ । সেসবের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন ও মানুষের সম্পদ সুরক্ষার স্বার্থে ভালবাসার দিনে আবদ্ধ করার চেষ্টা করেন এ দিন আইএনটিইউসি ।

এদিন হাতে গোলাপ মাথায় সংগঠনের টুপি পড়ে আমন্ত্রণকারীরা এলআইসি অফিসে ঢোকেন । রাজ্য সরকারি ছুটি থাকায় অফিসের উচ্চপদস্থ কোন আধিকারিককে তারা পাননি । নিরাপত্তারক্ষী ও দু-একজন কর্মী আধিকারিকের কাছে নিজেদের বক্তব্য পেশ করেন । তাদের হাতে গোলাপ তুলে দেন । এসবিআই এবং এলআইসির পুঁজি বেসরকারি হাতে চলে গেলে সাধারণ খেটে খাওয়া গরীব মানুষের কতটা ক্ষতি হতে পারে, সেই তথ্য তুলে ধরেন তারা । ঢোল পিটিয়ে স্লোগানের মাধ্যমে তারা বারবার দাবি করেন সরকারি সংস্থাকে বেসরকারি হাতে দেওয়া চলবে না । এসবিআই এলআইসি-র মতো সংস্থার বিপুল পরিমাণ অর্থ কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়া বিরুদ্ধে আইএনটিইউসি লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ৷ তারা এই ঘটনার পুনরাবৃত্তি হতে দেবেন না ।

আরও পড়ুন: নন্দিনী ইস্যুতে রাজভবন-নবান্নের নীরবতা কি নতুন সংঘাতের ইঙ্গিত ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.