কলকাতা, 18 মে : আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে । সেই প্যাকেজ পাঁচ দফায় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । গতকাল প্যাকেজ ঘোষণার শেষ দফায় তিনি জানান, বেসরকারি সংস্থাকে জায়গা করে দিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সংযুক্তিকরণ ও বিলগ্নিকরণ করা হবে । কমিয়ে আনা হবে, রাষ্ট্রায়ত্ত সংস্থার একচ্ছত্র অধিকার । এর প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC । পাশাপাশি কোল ইন্ডিয়ার হেড কোয়ার্টার কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও বিক্ষোভ দেখাবে তারা ।
কর্মসূচি অনুযায়ী, প্রথমে নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা । এরপর একে একে বিটি রোড, চিড়িয়া মোড়ের গানসেল ফ্যাক্টরি ও নজরুল তীর্থর কাছে কোল ইন্ডিয়ার অফিসের সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা । বিক্ষোভের সময় সামাজিক দূরত্বকে মান্যতা দেওয়া হবে বলে জানিয়েছেন INTTUC-র সভানেত্রী দোলা সেন ।
দোলা সেন বলেন, "INTTUC শ্রমিকদের পাশে সবসময় রয়েছে । শ্রমিক স্বার্থ বিরোধী কোনও বিষয় ঘটলেই প্রতিবাদে গর্জে উঠবে এই সংগঠন । আগেও যেভাবে মানুষের পাশে ছিল, এখনও সেভাবেই শ্রমিক শ্রেণির পাশে আছে দল ।"