কলকাতা, 6 অক্টোবর : ধীরে ধীরে বাড়ছে যাত্রী সংখ্যা । তাই ভিড় সামাল দিতে বেশ কয়েকটি রুটে যেমন স্পেশাল ট্রেন বাড়ানো হয়েছে তেমনই বেশ কয়েকটি ট্রেন রোজ চালানো হচ্ছে । যাত্রীদের ভিড় সামাল দিতে এবার আরও তিনটি স্পেশাল চালু করছে পূর্ব রেল । শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা সুপারফাস্ট AC স্পেশাল, হাওড়া-জামালপুর-হাওড়া স্পেশাল ও মালদা-দিল্লি-মালদা স্পেশাল শুরু হয় । আগামী 12 অক্টোবর থেকে এই ট্রেনগুলির পরিষেবা চালু হবে ।
- 02313 শিয়ালদা-নিউ দিল্লি সুপারফাস্ট AC স্পেশাল ট্রেনটি ডানকুনি হয়ে যাবে । ট্রেনটি 12 অক্টোবর থেকে 4টা 50 মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ।
- 02314 নিউ দিল্লি-শিয়ালদা সুপারফাস্ট AC স্পেশাল ডানকুনি হয়ে যাতায়াত করবে । ট্রেনটি 13 অক্টোবর থেকে প্রতিদিন নিউ দিল্লি থেকে 4টে 25 মিনিটে ছাড়বে । ট্রেনটি দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন ও কানপুর সেন্ট্রালে থামবে ।
- 03071 হাওড়া-জামালপুর স্পেশাল ট্রেনটি ডানকুনি হয়ে যাতায়াত করবে । 12 অক্টোবর থেকে ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে রাত 9টা 35 মিনিটে ছাড়বে এবং পর দিন সকাল 7টা 25 মিনিটে জামালপুর স্টেশন পৌঁছাবে ।
- 03072 জামালপুর-হাওড়া স্পেশাল ট্রেনটি ডানকুনি হয়ে যাতায়াত করবে । 13 অক্টোবর থেকে ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা 7টা 35 মিনিটে জামালপুর থেকে ছাড়বে । ট্রেনটি পর দিন সকাল 5টা 45-এ হাওড়া পৌঁছাবে ।
এদিকে 02301 হাওড়া-নিউ দিল্লি স্টেশনের সময় পরিবর্তন করা হল । এবার থেকে ট্রেনটি সন্ধ্যা 7টা 11 মিনিটে আসানসোল পৌঁছানোর পরিবর্তে 7টার সময় পৌঁছাবে ।