কলকাতা, 28 নভেম্বর: বইপ্রেমীদের জন্য সুখবর । এগিয়ে আসছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসব। 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে বইয়ের এই বিশাল মেলা । বোর্ডের পরীক্ষার জন্যই এ বার বইমেলা এগিয়ে আনা হল বলে জানিয়েছে গিল্ড কর্তৃপক্ষ। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত কয়েক বছরের মতো এ বারেও সল্টলেকের সেন্ট্রাল পার্কেই (যা পরবর্তীকালে নাম হয় বইমেলা প্রাঙ্গণ) হবে বইমেলা । এ বারের বইমেলার 'থিম কান্ট্রি' হিসাবে বেছে নেওয়া হয়েছে ব্রিটেনকে ।
মঙ্গলবার গিল্ডের তরফ থেকে এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং এবং ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অধিকর্তা ড. দেবাঞ্জন চক্রবর্তী ।
ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে 2023-2024 বর্ষ ব্রিটিশ কাউন্সিলের 75 বছর । দেবাঞ্জন চক্রবর্তী বলেন, "গত বছর আমরা ভারতের স্বাধীনতার 75 বছর বিভিন্নভাবে উদযাপন করেছিলাম । এইবারে আমরা ব্রিটিশ কাউন্সিলের 75 বছর উদযাপন করব । বইমেলা একটা বড় উৎসব, তাই কলকাতায় আমরা আমাদের 75 বছরের বেশ কিছু অনুষ্ঠান রাখব ।"
প্রসঙ্গত, 46তম কলকাতা বইমেলায় বইপ্রেমীদের ভিড় হয়েছিল 26 লক্ষ । কেনাকাটাও হয়েছিল প্রায় 25 কোটি । এ বারে প্রতিবারের মতোই বাইরের বহু দেশ বইমেলায় অংশ নিচ্ছে ৷ থাকছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া-সহ বেশ কয়েকটি দেশ ৷ এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাত, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরল ও ওড়িশা ৷ থাকবে ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও ।
আরও পড়ুন: