কলকাতা, 27 ডিসেম্বর : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অপমান করা হয়েছে । এই অভিযোগে আজ বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা করেন বিশিষ্টরা । ছিলেন চিত্রশিল্পী যোগেন চৌধুরি, কবি জয় গোস্বামী, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, কবি সুবোধ সরকার, প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, প্রাক্তন সাংসদ কবীর সুমন সহ অন্যরা ।
শান্তিনিকেতনে অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি ‘‘প্রতীচী’’ সংলগ্ন একটি জমি জবরদখল করা হয়েছে বলে রাজ্য সরকারকে চিঠি পাঠায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । গত বৃহস্পতিবার এই চিঠির বিরোধিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হন । তাঁর পাশে রয়েছেন, এই বার্তা দিয়ে অমর্ত্য সেনকে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী ।
আজ ব্রাত্য বসু বলেন, ‘‘বিজেপি বুদ্ধিজীবীদের শত্রু বলে মনে করে । এখানকার বিজেপি নেতারা অমর্ত্য সেনের লেখা পড়েননি । অমর্ত্য সেন বিজেপি রাজনীতির বিরোধী তাই তাঁকে গালাগালি দেওয়া হচ্ছে । রবীন্দ্রনাথের সঙ্গে অমর্ত্য সেনের পূর্বপুরুষদের এবং মাতামহের যথেষ্ট আন্তরিক সম্পর্ক ছিল । উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি এবং আরএসএস অমর্ত্য সেনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে ।’’
আরও পড়ুন :- "সকলে মিলে প্রতিবাদ করুন", অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ মমতা
প্রাক্তন সাংসদ কবীর সুমন বলেন, ‘‘এই অপমানের প্রতিবাদ করতেই হবে । আমরা ছেড়ে দেব না ।"
চিত্রশিল্পী এবং রাজ্যসভার সাংসদ যোগেন চৌধুরি বলেন, "নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে অমর্ত্য সেনকে বিতাড়িত করে এই বিজেপি । তাঁদের মতাদর্শে বিশ্বাসী নয় বলে অমর্ত্য সেনকে সরে আসতে হয় । বিজেপির ঘনিষ্ঠ বলেই এমন একটি লোককে বিশ্বভারতীর দায়িত্ব দেওয়া হয়েছে । সবটাই বিশ্বভারতীর গরিমাকে নষ্ট করছে ।"