ETV Bharat / state

Kolkata Metro: শেষের মুখে মহাকরণ মেট্রো স্টেশনের কাজ, বসানো হচ্ছে এএফসি-পিসি গেট - মেট্রো রেল কর্তৃপক্ষ

ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের অন্তর্গত মহাকরণ মেট্রো স্টেশন খুব শীঘ্রই চালু হবে বলে মনে করা হচ্ছে ৷ এই স্টেশনে বসছে এএফসি-পিসি গেট ৷ বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্যও দু'টি গেট থাকবে ৷

ETV Bharat
মহাকরণ মেট্রো স্টেশনের কাজ শেষের পথে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 9:11 AM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের মহাকরণ স্টেশনে শুরু হয়েছে এএফসি-পিসি গেট (AFC-PC) বসানোর প্রক্রিয়া ৷ তাই অনুমান করা যাচ্ছে, স্টেশন চালু হতে অপেক্ষা আর মাত্র কিছু দিনের ৷ তারপরে মহাকরণ স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে ৷ এদিকে, প্রায় শেষের মুখে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ ৷ এই বছরের শেষের দিকেই চালু হয়ে যাবে ওই অংশের যাত্রী পরিষেবাও ৷ তবে বউবাজারের দিকের মেট্রোর কাজ এখনও বাকি রয়েছে ৷ তাই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করা যাচ্ছে না ৷

মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই অংশে কাজ 2024 সালের মধ্যে শেষ হয়ে যাবে ৷ অর্থাৎ যেভাবে কাজ এগোচ্ছে, তাতে আগামী বছর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হতে পারে ৷ এই লক্ষ্য সামনে রেখে মেট্রো রেল কর্তৃপক্ষ পুরোদমে কাজ চালাচ্ছে ৷ মহাকরণ মেট্রো স্টেশনের ক্ষেত্রে একদিকে যাত্রী সুরক্ষার দিকে নজর রাখা হচ্ছে ৷

অন্যদিকে, যাত্রী স্বাচ্ছন্দ্যের সব খুঁটিনাটিও খতিয়ে দেখা হচ্ছে ৷ মহাকরণ মেট্রো স্টেশনে অটোমেটিক ফেয়ার কালেকশন অ্যান্ড প্যাসেঞ্জার কন্ট্রোল সিস্টেম বা এএফসি-পিসি (AFC-PC) গেট বসানো চলছে ৷ মোট 18টি এএফসি-পিসি (AFC-PC) গেট বসানো হচ্ছে ৷ এর মধ্যে 10টি গেট দ্বিমুখী হবে ৷ অর্থাৎ ওই গেটগুলি দিয়ে প্রবেশ এবং বাইরে বেরনো- দুই ব্যবস্থা থাকবে ৷

এর ফলে দিনের সব থেকে ব্যস্ত সময়েও একই গেট দিয়ে বহু যাত্রী যাতায়াত করতে পারবেন ৷ দ্বিমুখী হওয়ার ফলে মেট্রো কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে অনেকটাই সুবিধা হবে ৷ এছাড়া এই 10টি দ্বিমুখী গেটের দু'টি বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য চিহ্নিত করা থাকবে ৷ এই গেটগুলি দিয়ে সহজেই হুইল চেয়ার নিয়ে যাতায়াত করা সম্ভব হবে ৷ তবে সাধারণ যাত্রীরাও এই গেটগুলি ব্যবহার করতে পারবেন ৷ পাশাপাশি বাকি আটটি গেটের মধ্যে চারটি দিয়ে শুধুমাত্র প্রবেশ করা যাবে ৷ বাকি চারটি গেট শুধুমাত্র বেরবার জন্য ব্যবহার করা যাবে ৷

আরও পড়ুন: খুব শীঘ্র কলকাতা বিমানবন্দর থেকে মেট্রো পরিষেবা, দিনক্ষণ জানিয়ে দিল রেল

প্রতি মিনিটে এই গেট দিয়ে 45 জন যাত্রী যাতায়াত করতে পারবেন ৷ গেটের সঙ্গেই থাকছে কুইক রেসপন্স (QR) কোড স্ক্যান করার যন্ত্র ৷ এই বন্দোবস্তের ফলে খুব সহজেই যাত্রীরা টোকেন বা টিকিটের উপরে থাকা বারকোডটি স্ক্যান করে নিতে পারবেন ৷ এর ফলে যাত্রীদের ভিড় এড়ানো যাবে ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর: ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের মহাকরণ স্টেশনে শুরু হয়েছে এএফসি-পিসি গেট (AFC-PC) বসানোর প্রক্রিয়া ৷ তাই অনুমান করা যাচ্ছে, স্টেশন চালু হতে অপেক্ষা আর মাত্র কিছু দিনের ৷ তারপরে মহাকরণ স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে ৷ এদিকে, প্রায় শেষের মুখে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ ৷ এই বছরের শেষের দিকেই চালু হয়ে যাবে ওই অংশের যাত্রী পরিষেবাও ৷ তবে বউবাজারের দিকের মেট্রোর কাজ এখনও বাকি রয়েছে ৷ তাই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করা যাচ্ছে না ৷

মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই অংশে কাজ 2024 সালের মধ্যে শেষ হয়ে যাবে ৷ অর্থাৎ যেভাবে কাজ এগোচ্ছে, তাতে আগামী বছর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হতে পারে ৷ এই লক্ষ্য সামনে রেখে মেট্রো রেল কর্তৃপক্ষ পুরোদমে কাজ চালাচ্ছে ৷ মহাকরণ মেট্রো স্টেশনের ক্ষেত্রে একদিকে যাত্রী সুরক্ষার দিকে নজর রাখা হচ্ছে ৷

অন্যদিকে, যাত্রী স্বাচ্ছন্দ্যের সব খুঁটিনাটিও খতিয়ে দেখা হচ্ছে ৷ মহাকরণ মেট্রো স্টেশনে অটোমেটিক ফেয়ার কালেকশন অ্যান্ড প্যাসেঞ্জার কন্ট্রোল সিস্টেম বা এএফসি-পিসি (AFC-PC) গেট বসানো চলছে ৷ মোট 18টি এএফসি-পিসি (AFC-PC) গেট বসানো হচ্ছে ৷ এর মধ্যে 10টি গেট দ্বিমুখী হবে ৷ অর্থাৎ ওই গেটগুলি দিয়ে প্রবেশ এবং বাইরে বেরনো- দুই ব্যবস্থা থাকবে ৷

এর ফলে দিনের সব থেকে ব্যস্ত সময়েও একই গেট দিয়ে বহু যাত্রী যাতায়াত করতে পারবেন ৷ দ্বিমুখী হওয়ার ফলে মেট্রো কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে অনেকটাই সুবিধা হবে ৷ এছাড়া এই 10টি দ্বিমুখী গেটের দু'টি বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য চিহ্নিত করা থাকবে ৷ এই গেটগুলি দিয়ে সহজেই হুইল চেয়ার নিয়ে যাতায়াত করা সম্ভব হবে ৷ তবে সাধারণ যাত্রীরাও এই গেটগুলি ব্যবহার করতে পারবেন ৷ পাশাপাশি বাকি আটটি গেটের মধ্যে চারটি দিয়ে শুধুমাত্র প্রবেশ করা যাবে ৷ বাকি চারটি গেট শুধুমাত্র বেরবার জন্য ব্যবহার করা যাবে ৷

আরও পড়ুন: খুব শীঘ্র কলকাতা বিমানবন্দর থেকে মেট্রো পরিষেবা, দিনক্ষণ জানিয়ে দিল রেল

প্রতি মিনিটে এই গেট দিয়ে 45 জন যাত্রী যাতায়াত করতে পারবেন ৷ গেটের সঙ্গেই থাকছে কুইক রেসপন্স (QR) কোড স্ক্যান করার যন্ত্র ৷ এই বন্দোবস্তের ফলে খুব সহজেই যাত্রীরা টোকেন বা টিকিটের উপরে থাকা বারকোডটি স্ক্যান করে নিতে পারবেন ৷ এর ফলে যাত্রীদের ভিড় এড়ানো যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.