ETV Bharat / state

কলকাতায় প্রতিদিন 500-র বেশি আক্রান্ত হলেও কনটেনমেন্ট জ়োন মাত্র 3 !

author img

By

Published : Sep 21, 2020, 11:06 AM IST

ফিরহাদ হাকিম বলেন, কলকাতায় এখন আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমেছে ৷ একই এলাকায় একসঙ্গে অনেকে সংক্রমিত হচ্ছে না ৷ তাই কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হচ্ছে না ।

Containment zone in Kolkata
Containment zone in Kolkata

কলকাতা . 21 সেপ্টেম্বর : বর্তমানে কলকাতায় প্রতিদিন প্রায় 500 জন করে কোরোনায় আক্রান্ত হচ্ছে । কিন্তু দেখা যাচ্ছে শহরে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা মাত্র তিনটি । আর এই নিয়েই প্রশ্ন উঠছে ৷ যেখানে প্রতিদিনই 500 জন সংক্রমিত হচ্ছে সেখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা এত কম কেন ? কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, গত তিন মাস আগেও মাসে প্রায় 800 জন সংক্রমিত হচ্ছিল কোরোনায় । এখন সংক্রমণের সংখ্যা ক্রমশ কমছে । একই বাড়ি বা আবাসনে একসঙ্গে অনেক জন সংক্রমিত হচ্ছে না ।


তাঁর দাবি, এখন শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কোরোনার সংক্রমণ হচ্ছে । একই এলাকায় একসঙ্গে অনেকে সংক্রমিত হচ্ছে না ৷ তাই কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হচ্ছে না । যারা আক্রান্ত হচ্ছে তারা সব স্বেচ্ছায় বাড়িতে হোম আইসোলেশনে থাকছে । যাদের সেই সুযোগ নেই তারা বিনামূল্যে সরকারি কোয়ারানটিন সেন্টারে গিয়ে রয়েছে । তাই আর কনটেনমেন্ট জ়োনের প্রয়োজন হচ্ছে না ।

এখন শহরের 87 নম্বর ওয়ার্ড ও 90 নম্বর ওয়ার্ডের দু’টি কমপ্লেক্সে কনটেনমেন্ট জ়োন রয়েছে। এবং 126 নম্বর ওয়ার্ডের সখেরবাজারের মোড়ে রয়েছে তৃতীয় কনটেনমেন্ট জ়োনটি । এলাকায় এলাকায় নিয়মিত কোরোনা পরীক্ষা হচ্ছে বলেই সংক্রমণ কমছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম । তিনি আরও দাবি করেন, দেশের তুলনায় বাংলায় সুস্থতার হার অন্তত 7 শতাংশ বেশি । দেশের গড় সুস্থতার হার প্রায় 79 শতাংশ । সেখানেই গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনামুক্ত হয়েছে 86.96 শতাংশ । তবে তিনি বলেন, এতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই । সাধারণ মানুষকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে ৷ মুখে মাস্ক পরে থাকতে হবে এবং নিয়মিত কোরোনা পরীক্ষা করে যেতে হবে ।

কলকাতা . 21 সেপ্টেম্বর : বর্তমানে কলকাতায় প্রতিদিন প্রায় 500 জন করে কোরোনায় আক্রান্ত হচ্ছে । কিন্তু দেখা যাচ্ছে শহরে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা মাত্র তিনটি । আর এই নিয়েই প্রশ্ন উঠছে ৷ যেখানে প্রতিদিনই 500 জন সংক্রমিত হচ্ছে সেখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা এত কম কেন ? কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, গত তিন মাস আগেও মাসে প্রায় 800 জন সংক্রমিত হচ্ছিল কোরোনায় । এখন সংক্রমণের সংখ্যা ক্রমশ কমছে । একই বাড়ি বা আবাসনে একসঙ্গে অনেক জন সংক্রমিত হচ্ছে না ।


তাঁর দাবি, এখন শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কোরোনার সংক্রমণ হচ্ছে । একই এলাকায় একসঙ্গে অনেকে সংক্রমিত হচ্ছে না ৷ তাই কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হচ্ছে না । যারা আক্রান্ত হচ্ছে তারা সব স্বেচ্ছায় বাড়িতে হোম আইসোলেশনে থাকছে । যাদের সেই সুযোগ নেই তারা বিনামূল্যে সরকারি কোয়ারানটিন সেন্টারে গিয়ে রয়েছে । তাই আর কনটেনমেন্ট জ়োনের প্রয়োজন হচ্ছে না ।

এখন শহরের 87 নম্বর ওয়ার্ড ও 90 নম্বর ওয়ার্ডের দু’টি কমপ্লেক্সে কনটেনমেন্ট জ়োন রয়েছে। এবং 126 নম্বর ওয়ার্ডের সখেরবাজারের মোড়ে রয়েছে তৃতীয় কনটেনমেন্ট জ়োনটি । এলাকায় এলাকায় নিয়মিত কোরোনা পরীক্ষা হচ্ছে বলেই সংক্রমণ কমছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম । তিনি আরও দাবি করেন, দেশের তুলনায় বাংলায় সুস্থতার হার অন্তত 7 শতাংশ বেশি । দেশের গড় সুস্থতার হার প্রায় 79 শতাংশ । সেখানেই গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনামুক্ত হয়েছে 86.96 শতাংশ । তবে তিনি বলেন, এতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই । সাধারণ মানুষকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে ৷ মুখে মাস্ক পরে থাকতে হবে এবং নিয়মিত কোরোনা পরীক্ষা করে যেতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.