ETV Bharat / state

ইনসাফ সমাবেশে ব্রিগেডে মিনাক্ষী-ধ্রুবজ্যোতি, ছুটির শহরে ভিড় বাম কর্মী-সমর্থকদের - CPM

Insaaf Brigade DYFI: আজ ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সমাবেশ ৷ এই সমাবেশে যোগ দিতে বহু মানুষ ইতিমধ্যে ভিড় করেছেন ব্রিগেডে ৷ সময় মেনে ব্রিগেডে এলেন মিনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্তরা ৷

ETV Bharat
ব্রিগেডে ডিওয়াইএফআই সমাবেশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 9:22 AM IST

Updated : Jan 7, 2024, 12:27 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: ভোর থেকেই ব্রিগেডমুখী জনস্রোত ৷ আজ সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ ৷ দুপুর 12টায় শুরু হল বাম যুব সংগঠনের সমাবেশ ৷ ব্রিগেডে এলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত ও অন্যরা ৷

আজ ভোর থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেন বাম কর্মী-সমর্থকরা ৷ এই সমাবেশে থাকবেন, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং অন্য শীর্ষ নেতারা ৷ 2008 সালে ব্রিগেডে শেষ ডিওয়াইএফআই-এর সমাবেশ হয়েছিল ৷ তার 15 বছর পর বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ হচ্ছে আজ ৷ তাই এই সমাবেশ ঘিরে শহরে উত্তেজনা তুঙ্গে ৷

DYFI leader at  Insaaf Brigade DYFI
ব্রিগেডে ডিওয়াইএফআই সমাবেশের মঞ্চে নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়

বিশেষত উত্তরবঙ্গ থেকে আগত কর্মী-সমর্থকরা রবিবারের ভোরই শিয়ালদা ও হাওড়া স্টেশনে পৌঁছয় ৷ তাঁরা পায়ে হেঁটে মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্য রওনা দেন ৷ এরপর সকাল সাড়ে দশটা নাগাদ একে একে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার থেকে আসা বাম কর্মী-সমর্থকরা শিয়ালদা স্টেশন থেকে ব্রিগেডের দিকে রওনা দেবেন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া মিলিয়ে জঙ্গলমহলের বামকর্মী-সমর্থকরা একই ভাবে হাওড়া স্টেশন থেকে আসবেন ৷

তবে শনিবার সকাল থেকেই দূরের জেলাগুলি থেকে ডিওয়াইএফআই কর্মী-সমর্থক-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বামকর্মী-সমর্থকরা কলকাতায় আসতে আরম্ভ করেন ৷ লালগোলা প্যাসেঞ্জার, রাধিকাপুর এক্সপ্রেসের ট্রেনগুলিতে ভিড় জমাতে শুরু করেন তাঁরা ৷ ধর্মতলা ওয়াই চ্যানেলের সামনে শিবির করে তাঁদের থাকার ব্যবস্থা করা হয় ৷

Insaaf Brigade DYFI
বাম যুব সমাবেশে ব্রিগেডে হাজির প্রৌঢ়

এর পাশাপাশি ব্রিগেডের মূল মঞ্চের পিছনেও তাঁবু তৈরি করা হয়েছে তাঁদের জন্য ৷ জেলা থেকে আসা বাম কর্মী-সমর্থকদের থাকা এবং খাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কলকাতা জেলার যুব এবং সিপিএম নেতৃত্ব ৷ সিপিএম রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "রাতেই 30 হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে ৷ আরও আসছে ৷ মানুষও আসছেন ৷ বেলা যত বাড়বে, তত মানুষের ভিড় বাড়বে ৷" ওয়াই চ্যানেল এবং ব্রিগেডের মাঠের পাশাপাশি মহাজাতি সদনের পাশে একটি ধর্মশালাতেও ব্রিগেডে আসা কর্মী-সমর্থকদের রাতে থাকার ব্যবস্থা করা হয় ৷

Insaaf Brigade DYFI
রবিবার ভোরে ব্রিগেডে ডিওয়াইএফআই পতাকা হাতে বাম কর্মী

আজ ডিওয়াইএফআই-এর এই ব্রিগেড সমাবেশকে চাঙ্গা করতে গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিল যুব নেতৃত্ব ৷ প্রবীণ বামনেতার হাতেই তৈরি হয়েছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াএফআই ৷ তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে বিশেষ বার্তা পেতে তাঁর বাড়ি গিয়েছিলেন যুব নেতৃত্ব ৷ তবে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ৷ গত বছরই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন ৷

উত্তর 24 পরগনার যুব নেতৃত্ব জানিয়েছে, ব্রিগেড এবং ইনসাফ যাত্রার প্রস্তুতির পাশাপাশি জেলাজুড়ে সদস্যপদ সংগ্রহ অভিযান চালানো হয় ৷ এই বছর 4 লক্ষেরও বেশি যুব সদস্যপদ সংগ্রহ করা হয়েছে ৷ সিংহভাগ নতুন সদস্য ৷

আরও পড়ুন:

  1. মমতা রেলমন্ত্রী থাকায় রেলেই চড়েননি, সমাবেশের আগেরদিনই ব্রিগেডে হাজির হালিশহরের রবি
  2. ব্রিগেডে রবিবার থাকবে 'বুদ্ধবার্তা', প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন যুবরা
  3. বাংলার মানুষের জন্য ইনসাফ চাইতে রবিবার বামেদের সমাবেশ, প্রস্তুত ব্রিগেড

কলকাতা, 7 জানুয়ারি: ভোর থেকেই ব্রিগেডমুখী জনস্রোত ৷ আজ সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ ৷ দুপুর 12টায় শুরু হল বাম যুব সংগঠনের সমাবেশ ৷ ব্রিগেডে এলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত ও অন্যরা ৷

আজ ভোর থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেন বাম কর্মী-সমর্থকরা ৷ এই সমাবেশে থাকবেন, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং অন্য শীর্ষ নেতারা ৷ 2008 সালে ব্রিগেডে শেষ ডিওয়াইএফআই-এর সমাবেশ হয়েছিল ৷ তার 15 বছর পর বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ হচ্ছে আজ ৷ তাই এই সমাবেশ ঘিরে শহরে উত্তেজনা তুঙ্গে ৷

DYFI leader at  Insaaf Brigade DYFI
ব্রিগেডে ডিওয়াইএফআই সমাবেশের মঞ্চে নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়

বিশেষত উত্তরবঙ্গ থেকে আগত কর্মী-সমর্থকরা রবিবারের ভোরই শিয়ালদা ও হাওড়া স্টেশনে পৌঁছয় ৷ তাঁরা পায়ে হেঁটে মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্য রওনা দেন ৷ এরপর সকাল সাড়ে দশটা নাগাদ একে একে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার থেকে আসা বাম কর্মী-সমর্থকরা শিয়ালদা স্টেশন থেকে ব্রিগেডের দিকে রওনা দেবেন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া মিলিয়ে জঙ্গলমহলের বামকর্মী-সমর্থকরা একই ভাবে হাওড়া স্টেশন থেকে আসবেন ৷

তবে শনিবার সকাল থেকেই দূরের জেলাগুলি থেকে ডিওয়াইএফআই কর্মী-সমর্থক-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বামকর্মী-সমর্থকরা কলকাতায় আসতে আরম্ভ করেন ৷ লালগোলা প্যাসেঞ্জার, রাধিকাপুর এক্সপ্রেসের ট্রেনগুলিতে ভিড় জমাতে শুরু করেন তাঁরা ৷ ধর্মতলা ওয়াই চ্যানেলের সামনে শিবির করে তাঁদের থাকার ব্যবস্থা করা হয় ৷

Insaaf Brigade DYFI
বাম যুব সমাবেশে ব্রিগেডে হাজির প্রৌঢ়

এর পাশাপাশি ব্রিগেডের মূল মঞ্চের পিছনেও তাঁবু তৈরি করা হয়েছে তাঁদের জন্য ৷ জেলা থেকে আসা বাম কর্মী-সমর্থকদের থাকা এবং খাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কলকাতা জেলার যুব এবং সিপিএম নেতৃত্ব ৷ সিপিএম রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "রাতেই 30 হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে ৷ আরও আসছে ৷ মানুষও আসছেন ৷ বেলা যত বাড়বে, তত মানুষের ভিড় বাড়বে ৷" ওয়াই চ্যানেল এবং ব্রিগেডের মাঠের পাশাপাশি মহাজাতি সদনের পাশে একটি ধর্মশালাতেও ব্রিগেডে আসা কর্মী-সমর্থকদের রাতে থাকার ব্যবস্থা করা হয় ৷

Insaaf Brigade DYFI
রবিবার ভোরে ব্রিগেডে ডিওয়াইএফআই পতাকা হাতে বাম কর্মী

আজ ডিওয়াইএফআই-এর এই ব্রিগেড সমাবেশকে চাঙ্গা করতে গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিল যুব নেতৃত্ব ৷ প্রবীণ বামনেতার হাতেই তৈরি হয়েছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াএফআই ৷ তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে বিশেষ বার্তা পেতে তাঁর বাড়ি গিয়েছিলেন যুব নেতৃত্ব ৷ তবে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ৷ গত বছরই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন ৷

উত্তর 24 পরগনার যুব নেতৃত্ব জানিয়েছে, ব্রিগেড এবং ইনসাফ যাত্রার প্রস্তুতির পাশাপাশি জেলাজুড়ে সদস্যপদ সংগ্রহ অভিযান চালানো হয় ৷ এই বছর 4 লক্ষেরও বেশি যুব সদস্যপদ সংগ্রহ করা হয়েছে ৷ সিংহভাগ নতুন সদস্য ৷

আরও পড়ুন:

  1. মমতা রেলমন্ত্রী থাকায় রেলেই চড়েননি, সমাবেশের আগেরদিনই ব্রিগেডে হাজির হালিশহরের রবি
  2. ব্রিগেডে রবিবার থাকবে 'বুদ্ধবার্তা', প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন যুবরা
  3. বাংলার মানুষের জন্য ইনসাফ চাইতে রবিবার বামেদের সমাবেশ, প্রস্তুত ব্রিগেড
Last Updated : Jan 7, 2024, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.