কলকাতা, 7 জানুয়ারি: ভোর থেকেই ব্রিগেডমুখী জনস্রোত ৷ আজ সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ ৷ দুপুর 12টায় শুরু হল বাম যুব সংগঠনের সমাবেশ ৷ ব্রিগেডে এলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত ও অন্যরা ৷
আজ ভোর থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেন বাম কর্মী-সমর্থকরা ৷ এই সমাবেশে থাকবেন, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং অন্য শীর্ষ নেতারা ৷ 2008 সালে ব্রিগেডে শেষ ডিওয়াইএফআই-এর সমাবেশ হয়েছিল ৷ তার 15 বছর পর বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ হচ্ছে আজ ৷ তাই এই সমাবেশ ঘিরে শহরে উত্তেজনা তুঙ্গে ৷
বিশেষত উত্তরবঙ্গ থেকে আগত কর্মী-সমর্থকরা রবিবারের ভোরই শিয়ালদা ও হাওড়া স্টেশনে পৌঁছয় ৷ তাঁরা পায়ে হেঁটে মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্য রওনা দেন ৷ এরপর সকাল সাড়ে দশটা নাগাদ একে একে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার থেকে আসা বাম কর্মী-সমর্থকরা শিয়ালদা স্টেশন থেকে ব্রিগেডের দিকে রওনা দেবেন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া মিলিয়ে জঙ্গলমহলের বামকর্মী-সমর্থকরা একই ভাবে হাওড়া স্টেশন থেকে আসবেন ৷
তবে শনিবার সকাল থেকেই দূরের জেলাগুলি থেকে ডিওয়াইএফআই কর্মী-সমর্থক-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বামকর্মী-সমর্থকরা কলকাতায় আসতে আরম্ভ করেন ৷ লালগোলা প্যাসেঞ্জার, রাধিকাপুর এক্সপ্রেসের ট্রেনগুলিতে ভিড় জমাতে শুরু করেন তাঁরা ৷ ধর্মতলা ওয়াই চ্যানেলের সামনে শিবির করে তাঁদের থাকার ব্যবস্থা করা হয় ৷
এর পাশাপাশি ব্রিগেডের মূল মঞ্চের পিছনেও তাঁবু তৈরি করা হয়েছে তাঁদের জন্য ৷ জেলা থেকে আসা বাম কর্মী-সমর্থকদের থাকা এবং খাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কলকাতা জেলার যুব এবং সিপিএম নেতৃত্ব ৷ সিপিএম রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "রাতেই 30 হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে ৷ আরও আসছে ৷ মানুষও আসছেন ৷ বেলা যত বাড়বে, তত মানুষের ভিড় বাড়বে ৷" ওয়াই চ্যানেল এবং ব্রিগেডের মাঠের পাশাপাশি মহাজাতি সদনের পাশে একটি ধর্মশালাতেও ব্রিগেডে আসা কর্মী-সমর্থকদের রাতে থাকার ব্যবস্থা করা হয় ৷
আজ ডিওয়াইএফআই-এর এই ব্রিগেড সমাবেশকে চাঙ্গা করতে গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিল যুব নেতৃত্ব ৷ প্রবীণ বামনেতার হাতেই তৈরি হয়েছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াএফআই ৷ তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে বিশেষ বার্তা পেতে তাঁর বাড়ি গিয়েছিলেন যুব নেতৃত্ব ৷ তবে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ৷ গত বছরই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন ৷
উত্তর 24 পরগনার যুব নেতৃত্ব জানিয়েছে, ব্রিগেড এবং ইনসাফ যাত্রার প্রস্তুতির পাশাপাশি জেলাজুড়ে সদস্যপদ সংগ্রহ অভিযান চালানো হয় ৷ এই বছর 4 লক্ষেরও বেশি যুব সদস্যপদ সংগ্রহ করা হয়েছে ৷ সিংহভাগ নতুন সদস্য ৷
আরও পড়ুন: