ETV Bharat / state

সুস্থ হয়ে উঠছেন কোরোনা আক্রান্ত দিলীপ ঘোষ, শিফট করা হল কেবিনে

আজ সন্ধে নাগাদ HDU থেকে তাঁকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে । তাঁকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে ।

author img

By

Published : Oct 18, 2020, 9:24 PM IST

infected_bjp_president_bengal_recovering_shifted_from_hdu_to_cabin
সুস্থ হয়ে উঠছেন কোরোনায় আক্রান্ত দিলীপ ঘোষ

কলকাতা, 18 অক্টোবর : সুস্থ হয়ে উঠছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । হাই ডিপেন্ডেসি ইউনিট (HDU) থেকে রবিবার তাঁকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে ।

কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় শুক্রবার রাতে দিলীপবাবুকে ভরতি করা হয় সল্টলেকের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে । এখন তাঁর জ্বর নেই । তিনি সুস্থ হয়ে উঠছেন বলে হাসাপাতালের তরফে জানানো হয়েছে । রক্তচাপ, রক্তে অক্সিজেনের পরিমাণ সহ তাঁর শরীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল রয়েছে ।

আজ সন্ধে নাগাদ HDU থেকে তাঁকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে । তাঁকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে । হাসপাতালে ভরতির পর দিলীপবাবুর জ্বর কমেছিল বলে জানানো হয়, রক্তে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক রয়েছে । তাঁর কোনও কোমরবিডিটি নেই ৷ তবে তাঁকে পর্যবেক্ষণের জন্য হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU)-এ রাখা হয়েছে ।

কয়েকদিন আগেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি । তারপর থেকে তিনি বাড়িতেই ছিলেন । চিকিৎসকের পরামর্শে তাঁর কোরোনা পরীক্ষা করানো হয় । পরে রিপোর্ট পজ়িটি আসে । এরপর ওই দিনই তাঁকে সল্টলেকের বেসরকারি ওই কোরোনা হাসপাতালে ভরতি করানো হয় ।

কলকাতা, 18 অক্টোবর : সুস্থ হয়ে উঠছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । হাই ডিপেন্ডেসি ইউনিট (HDU) থেকে রবিবার তাঁকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে ।

কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় শুক্রবার রাতে দিলীপবাবুকে ভরতি করা হয় সল্টলেকের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে । এখন তাঁর জ্বর নেই । তিনি সুস্থ হয়ে উঠছেন বলে হাসাপাতালের তরফে জানানো হয়েছে । রক্তচাপ, রক্তে অক্সিজেনের পরিমাণ সহ তাঁর শরীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল রয়েছে ।

আজ সন্ধে নাগাদ HDU থেকে তাঁকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে । তাঁকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে । হাসপাতালে ভরতির পর দিলীপবাবুর জ্বর কমেছিল বলে জানানো হয়, রক্তে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক রয়েছে । তাঁর কোনও কোমরবিডিটি নেই ৷ তবে তাঁকে পর্যবেক্ষণের জন্য হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU)-এ রাখা হয়েছে ।

কয়েকদিন আগেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি । তারপর থেকে তিনি বাড়িতেই ছিলেন । চিকিৎসকের পরামর্শে তাঁর কোরোনা পরীক্ষা করানো হয় । পরে রিপোর্ট পজ়িটি আসে । এরপর ওই দিনই তাঁকে সল্টলেকের বেসরকারি ওই কোরোনা হাসপাতালে ভরতি করানো হয় ।

For All Latest Updates

TAGGED:

COVID-19
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.